নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ ১৬ ডিসেম্বর, সাধারণ মানুষ যা ভাবছেন

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৭



১। স্বাধীনতার বিজয় অর্জনের ৪৯ বছর পর এসেও বাংলাদেশ রাষ্ট্রের গন্তব্য পথ আমরা এখনো খুঁজে পাই না! এ কোন দেশ! কোন দিকে আমাদের যাত্রা! এমন দেশের জন্য কি লক্ষ লক্ষ মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছিল? ত্রিশ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছিল? দু' লক্ষ মা বোনকে সম্ভ্রম হারাতে হয়েছিল? শহর-বন্দর-গ্রামের হাজার হাজার হাট-বাজার-বাড়িঘর ভস্মিভূত হয়েছিল? অগুণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল?

২। সারাদেশে এক তৃতীয়াংশের বেশি পরিমাণ বনভূমি দখলদারদের হাতে রয়েছে। দেশের মোট তিন লাখ ৩১ হাজার ৯০৭ দশমিক ৫২ একর সংরক্ষিত বনভূমির মধ্যে এক লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক শূন্য ৬ একরই জবরদখল করে রাখা হয়েছে।

৩। ইচ্ছে মতো বাঁচতে চাইলে দুটো ব্যাপারে স্বাধীনতা প্রয়োজন। একটি হলো অর্থনৈতিক স্বাধীনতা আরেকটি চিন্তার স্বাধীনতা। এই দুটো স্বাধীনতা অর্জনের জন্য যা দরকার সেটা হলো 'সাহস'। সাহস জীবনের একমাত্র জ্বালানি। মহান বিজয় দিবসে এই শুভ কামনা- সাহস করে বাঁচুন। জয় বাংলা!

৪। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় হোক মুজিববর্ষে মহান বিজয় দিবসের অঙ্গীকার।

৫। এখন সময় হয়েছে এদের রুখে দাঁড়ানোর। ৫০ তম বিজয় দিবসে এটাই হোক আমাদের শপথ: ''জাতির পিতার ভাস্কর্য গড়ব, রাজাকারদের শক্ত হাতে রুখব''।

৬। কী সুন্দর একটা তারিখ ১৬! আজীবন কৈশোরে আটকে থাকা সংখ্যা।

৭। ৪৯ বছর আগে দেশ মুক্ত হয়েছিলো, আমরা মুক্ত হবো কবে প্রাত্যহিক জীবনের সকল দৈন্যতা কাটিয়ে, কে জানে! মুক্তি আসুক আমাদের চিন্তা চেতনায়, মুক্ত হউক আমাদের প্রতিদিনের পথচলা, মুক্তি আসুক আমাদের শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, ও ধর্মীয় পরিসরে, মুক্ত হই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার মধ্যদিয়ে, মুক্ত হই পুঁজিবাদের বৈষম্যমূলক আচরণ হতে, মুক্ত হউক দেশ দুর্নীতি হতে, মুক্ত হউক মানুষ নিপীড়নমূলক সমাজ ব্যবস্থা হতে, ন্যায়বিচার পাবার পথ উন্মুক্ত হউক সকলের জন্য সমানভাবে। শ্রেণী, লিঙ্গ, ধর্ম ও সামাজিক অবস্থান, আর পদ -পদবীর বৈষম্য নয়, সমানভাবে উন্মুক্ত হউক সকল নাগরিক অধিকার প্রতিটি নাগরিকের জন্য!
সবচেয়ে বড় কথা- মুক্ত হই নিজের সীমাবদ্ধতা থেকেও, তবেই এই বিজয়ের সার্থকতা! শুভ বিজয় দিবস! ভালোবাসি দেশ, ভালোবাসার বাংলাদেশ!

৮। সামান্য ক্রিকেট খেলায় বাংলাদেশ জয়ী হলে আমরা আবেগে ভাসি! একবার ভাবুন তো ১৬ ডিসেম্বর ১৯৭১ এ কি রকম আবেগময় ছিল।

৯। উনিশ বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এখন বয়স উনসত্তর। গত পঞ্চাশ বছর জাতি ও রাষ্ট্র আমাকে সর্বদা সম্মানিত অবস্থানে রেখেছে, অনেক কিছু দিয়েছে। এ আমার পরম প্রাপ্তি। কিন্তু বিনিময়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমি জাতিকে কী দিতে পেরেছি? তেমন কিছু না, তেমন কিছুই না। আজ এই বিজয় দিবসে এ আমার চরম আত্মোপলব্ধি। --- আবুল কাইয়ূম।

১০। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।
অর্জিত স্বধীনতা, এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যাঁরা জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন অঙ্গ, আহত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই অভিবাদন। যে জাতি তাঁর বীর দের সন্মান দিতে জানে না, সে জাতিতে বীর এর জন্ম হয়না। দেশের সকল মায়ের কোলে জন্ম হোক বীর, সাহসী, সত্যবাদী সন্তানের।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

ডাব্বা বলেছেন: যেদিন বাংলাদেশে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা পাবে সেদিন একটা সত্যিকার ১৬ই ডিসেম্বর পাবেন।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: দেশে তো মন্দ লোক দিয়ে ভরে গেছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


মুজিব বর্ষ আরেক বছর বেড়েছে; ররার্ট ক্লাইভের সাথে শেখ হাসিনার নাম যোগ হবে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: দেশটা ওদের। যাই ইচ্ছা তাই তো করবে। ওরা তো কিছু করার আগে জনগনকে জিজ্ঞেস করে নেয় না।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭২ এর পর থেকে সরকার ব্যবস্থা ঠিক নাই।এমন সরকারের জন্য৭১ রে ৭৫% মুক্তি যুদ্ধা যুদ্ধ করে নাই।আমার সহ যুদ্ধাকে রক্ষী বাহীনি ধরে নিয়ে নির্মম নির্যাতন করে,আমি পালিয়ে বাচি।সেদিন প্রতিক্ষা করে ছিলাম জীবনে কোনদিন মুক্তি যোদ্ধা পরিচয় দিবো না।কিন্তু প্রতিক্ষা রাখতে পারিনাই।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: অল্প কিছু মানুষ মিলে দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৭

রাজীব নুর বলেছেন: অনেক রাগ জমে আছে আপনার।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২৪

ডাব্বা বলেছেন: নুরুল ভাই, দ্যাট ইজ স্যাড।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: আবুল কায়ুম একজন সম্মানিত জ্ঞানী লোক। নুরুল ইসলাম ভাই আমাদের জন্য আপনারা যুদ্ধ করেছেন জীবনবাজী রেখে অথচ পালিয়ে বেঁচেছেন । লজ্জিত আমরা।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


নুরুলইসলা০৬০৪ বলেছেন, " আমার সহ যুদ্ধাকে রক্ষী বাহীনি ধরে নিয়ে নির্মম নির্যাতন করে,আমি পালিয়ে বাচি। "

-কোন কারণ ছিলো?

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১৬

ডঃ এম এ আলী বলেছেন:


ঠিকই বলেছেন -
যে জাতি তার বীরদের সম্মান দিতে জানে না, সে জাতিতে বীর এর জন্ম হয় না। দেশের সকল মায়ের কোলে জন্ম হোক বীর সাহসী সত্যবাদী সন্তানের।

শুভেচ্ছা রইল

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কারন অবশ্যই ছিল।আমাদের গ্রামে একজন ফরহেজগার লোক ছিল।গ্রামের সবাই তাকে গন্য মান্য লোক হিসাবে মান্য করতো।স্বাধীনতার পর তার পজিশন শুন্যের কোঠায় চলেযায়।রক্ষী বাহীনি থানায় ক্যাম্প করলে তার সাথে যোগাযোগ বেড়ে যায়।এটা একটা কারন হতে পারে।
আরেকটা কারন হতে পারে আমি বিপ্লবী ছাত্র ইউনিয়ের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ছিলাম।সভাপতি ছিল হায়দার আকবর খান জুনো,সম্পাদক আতিকু রহমান শালু।এটাও একটা কারন হতে পারে।তবে শেষ পর্যন্ত কারন জানতে পারিনাই।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বিজয় দিবসের অনেক শুভেচ্ছা রইল রাজীব দা

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার, সাধারণ মানুষ এখন এইসব নিয়ে কিছুই ভাবে না। তারা উৎসবের সুযোগ পেয়েই ধন্য। আমি সাধারন মানুষ, থাকি আরো সাধারণ মানুষের মাঝে। আমরা যারা কিছুটা শিক্ষিতো কিছুটা স্বচ্ছল, তাদের মাঝে এইসব নিয়ে আবেগের বুধবুধ উঠে। রাজনৈতিক দলের ক্লাব-অফিস গুলি খিঁচুড়ি খাওয়ার উৎসব করে। দরিদ্ররা তা পায় না।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: হ্যা বিভিন্ন এলাকায় এসব নিজের চোখেই দেখলাম।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: আজ ২০২০ এর ১৬ ই ডিসেম্বর , আজ এখন এই দিনে বসে একটাই কথা মনে হচ্ছে , আমাদের পূর্ব পুরুষ কিছু কাজ অপুর্ন রেখে গেছে, এই অপুর্ন কাজই আমাদের কে আমাদের আসহায়েত্বের ও অথর্ব্যতার সুজোগ নিয়ে আগাছা রুপে বৃহিত বৃক্ষে রুপ ধারন করেছে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: কিছু দুষ্টলোক থাকবেই। তারা সব জায়গায় থাকে। এমনকি মক্কা মদীণায়ও থাকে।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:


ছবিতে, বাচ্চা গলায় পতাকা ঝুলানোর ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: তারা নিজ দেশের পতাকা বুকে জড়িয়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছে।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

রানার ব্লগ বলেছেন: দেখুন রিএকশান পাকিস্থানীদের

পাকিস্থানী রিএকশান

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ২৮ মিনিটের ভিডিও টা দেখলাম। এবং রাগ লাগলো।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

অনেকের অনেক আক্ষেপ তবুও দিন শেষে আমরা নিজের দেশে আছি।নিজের মায়ের বুকে আছি। সবার সব চাওয়া পূরণ হবার নয়। আমাদের বিভেদের কারণে স্বাধীনতা বিরোধী শক্তি নিজেদের অবস্থান শক্ত করছে সেদিকটাও লক্ষ করতে হবে। এ ভুলের যেন পরে পস্তাতে না হয়।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: বিরোধী শক্তি গোপনে ক্ষতি করছে, করে যাবে।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৬

অক্পটে বলেছেন: এখন আলগা আক্ষেপের কি কোন কারণ আছে? দেশ এখন জয়বাংলার। সীমাহীন বাকস্বাধীনতা ভোগ করছে জাতি। দেশে কোন বিরোধীদল নেই। সরকারের কোন কর্মকান্ডে কোন বাধা নেই। এমন নির্ঝন্জাট সরকার বাংলাদেশে কখনোই আর ছিলনা। দেশ গড়ার ইচ্ছা থাকলে এটাই মোক্ষম সময়। শিক্ষিত জনগোষ্ঠির সিংহভাগ আজ দূর্ণীতিবাজ এরা কারা। সরকারেরই অংশ এরা। সরকার এদরে রুখতে পারেনা? কিছু আইওয়াশ ছাড়া আর কি কিছু হ্চ্ছে দেশে। দখলদারে ভরে গেছে দেশ, সরকারী বাহিনী এরা।
''জাতির পিতার ভাস্কর্য গড়ব, রাজাকারদের শক্ত হাতে রুখব''। রাজাকার কি এখনো বাধা? দুর্ণীতি/ঘুষ/দখন কি কোন বাধা নয়। রাতের ভোট কি কোন বাধা নয়। দুষ্টপালন কি কোন বাধা নয়।
দেশ গড়ার সময় এবং সুযোগ এখন আওয়ামীলীগের হাতে এই সুযোগ বারবার আসেনা।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: বাকস্বাধীনতা আছে বলেই তো আপনি মনের কথা গুলো বলে দিলেন।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৬

অনল চৌধুরী বলেছেন: গলায় পতাকা ঝোলানোর ঘটনানা কোথায় হয়েছে এবং কারা করেছে, সেটা নিয়ে তদন্ত করা উচিত।
পতাকা অংকিত জামা পড়লে কোনো আপত্তি ছিলো না। কিন্ত এভাবে গলায় বাধা থাকবে কেনো?
দেখে মনে হচ্ছে, কেউ জাতীয় পতাকাকে ব্যাঙ্গ করছে।
অনেক মাদ্রাসাতেই জাতীয় পতাকা উড়ানো হয় না এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়না ।

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ ভাবে দেখুন- নিজের দেশের পতাকা বাচ্চারা বুকে জড়িয়েছে। মন্দ কি?

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৪

কবিতা ক্থ্য বলেছেন: হতাশ।

১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----
কেন?

১৮| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: বাচ্চারা জড়ায়নি।
তাদের জন্য বৃদ্ধরা বানিয়েছে।
তাহলে তো চারকোণা পতাকাকেও সহজভাবে নিতে হয় !!!!

২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: চারকোণা করা খুবই গর্হিত কাজ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.