নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি ফেসবুক মার্কা পোষ্ট

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

এদের কাছ থেকে ফুল কিনে নিতে কৃপণতা করবেন না। কারন এরা ভিক্ষা নয়, পরিশ্রম করে খায়। এই রকম ফুল বিক্রেতা আজ থেকে ২০/ ৩০ বছর আগেও ছিলো। আজও আছে। অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।

১। ব্যক্তিত্ব জিনিসটা সবার থাকে না, কেউ কেউ ওটা নিয়েই জন্মায়। জন্মগত না হলে ব্যক্তিত্ব অর্জন করা সম্ভব নয়।

২। মানুষের ভিতরে করুনা ও নিষ্ঠুরতা দু রকমের বীজই থাকে।

৩। জুতোর পেরেক কোথায় ফোটে তা টের পায় শুধু জুতোটা যার পায়ে।

৪। 'দ্য কালার অফ প্যারাডাইজ' অসাধারন একটি মুভি।
কাহিনী টা এই রকমঃ মোহাম্মদ জন্ম অন্ধ একটি ছেলে। তার বাবার এই নিয়ে চিন্তার শেষ নেই, একমাত্র ছেলে তাও আবার অন্ধ। মা নেই মোহাম্মদের, আপন বলতে দুই বোন, বাবা আর দাদী। বাবার উপেক্ষা তাকে সবসময় কষ্ট দেয়। তার একটাই ইচ্ছা একবার যদি খোদার দেখা পায় তবে তাঁকে জিজ্ঞেস করবে কেন তাকে অন্ধ করে সৃস্টি করা হল। তার শিক্ষক বলেছে খোদা সবকিছুতে মিশে থাকেন। চোখ নেই তো কি হল হাত তো আছে তাই সে যাই কাছে পায় তাই ধরে ধরে দেখে, যদি একবার খোদার দেখা পেয়ে যায়!
মোহাম্মাদ যখন বলে "আমি অন্ধ বলে কেউ আমাকে ভালবাসেনা" এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।

৫। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু নিরলে তোমারে পাইলাম না।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু খুলিয়া কইলাম না।

৬। ওসমানী বঙ্গবন্ধু একখানা হাত ধরে বললেন: আপনি এখান থেকে চলেন । ওরা আপনাকে হত্যা করবে।
ওসমানীকে বাধা দিয়ে বঙ্গবন্ধু বললেন: না না আমি পালাবো না। আমাকে হত্যা করে করুক, আমি পালালে ওরা আমার খোঁজে সারা বাংলা চষে ফেলবে। আমার সব মানুষকে মেরে ফেলবে। আমি আমার নিরস্ত্র মানুষকে জল্লাদের হাতে তুলে দিয়ে বাঁচতে চাই না। আমি আমার রক্ত দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করবো।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রানার ব্লগ বলেছেন: অন্ধ বলে কেউ ভালোবাসে না কিন্তু যে অন্ধ না সে কি বলবে !!! ???

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

রাফিন জয় বলেছেন: একটা গল্প বলি তবে। সম্ভবত ১৯'র ফেব্রুয়ারী কী মার্চ। আমি আর আমার ঢাবি পড়ুয়া কয়েকটা বন্ধু মিলে টিএসসি'তে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটা বাচ্ছা এসে বললো স্যার ফুল নেন। আমি বললাম ভাইয়া আমার ফুলে এলার্জি। এই ১০ টাকা তুমি এমনেই রাখো। বাচ্চাটা লিটারালি টাকাটা আমার দিকে ছুড়ে মেরে বললো, আমি ভিক্ষা করি না। আপনার টাকা আপনিই রাখেন। আমি কিছুক্ষণ থতমত খেয়ে বসে থেকে ওরে শুধু বললাম, আ'ম সরি ব্রো।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি ফুলটা না নেওয়াতে বাচ্চাটা কষ্ট পেয়েছে।
আপনি ফুলটা নিয়ে কাউকে দিয়ে দিতে পারতেন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

রাফিন জয় বলেছেন: ভাই, আমার বন্ধুগুলা অতিমাত্রায় পশ। ওদেরও ফুলে এলার্জি। তবে ঐ বাচ্চাটার সাথে পরে খুব ভালো বন্ধুত্ব হইছে।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



৬ নং:

শেখ সাহেবের বেশীরভাগ সিদ্ধান্ত ছিলো ভুল, ওসমানী পাক মিলিটারীতে ছিলেন, তিনি পাক মিলিটারীকে বেশী বুঝার কথা।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ভুল গুলো কি যুদ্ধের আগে না পরে?

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, মহা বিশ্বের যা কিছু আছে সব কিছুই বিপরীতের একত্ব।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বুঝলাম না।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করুনাটাকে লালন পালন করে বড় করতে হয়,নিষ্ঠুরতা দমন করে রাখতে হয়।তবেই সে প্রকৃত মানুষ।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: শুধু এটুকুই?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমটার সাথে একমত হতে পারলাম না।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: না বুঝার কি আছে?চন্দ্র,সূ্র্য,গ্রহ,গাছ,পৃথীবির যাবতিয় বস্তুর মধ্যেই এমন কি ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুর ভিতরেও পরস্পর বিরোধী দুটি শক্তি আছে।যেটাকে আপনি বলেছেন করুনা ও নিষ্ঠুরতা ,দুটি বিপরিত ক্রিয়া একটা মানুষের মধ্যেই থাকে।এটাই শৃষ্টির আধি রূপ।শূন্য থেকে মহা বিশ্ব শৃষ্টি বলতে এটাকেই বুঝায়।আসলে সেখানে শূন্য ছিল না সেখানে ছিল নেগেটিভ পজিটিভ দুটি শক্তি বা মেটাল এন্টি মেটাল।এটাই সম্প্রসারণ হয়ে মহা বিশ্বের শৃষ্টি।
এটাই বিপরীতের একাত্ব,

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: ভেরি ক্লিয়ার ওস্তাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.