নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হিটলারের চরিত্রের খারাপ দিক গুলো

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫



অ্যাডলফ হিটলার ইতিহাসের এক ঘৃণিত নাম। এই একনায়কের নিষ্ঠুর প্রতিহিংসার কারণেই এ পৃথিবীর ইতিহাসে ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে তার নির্মমতায় রক্তে ভেসে গিয়েছিল পৃথিবীর বিশাল জনপদ। চরম ইহুদি বিদ্বেষী হিটলার হত্যা করেছিলেন পৃথিবীর প্রায় দুই-পঞ্চমাংশ ইহুদিকে। তার খুনের বর্ণনা পড়লে এখনো ভয়ে বুক কেঁপে ওঠে অনেকের। হিটলারের জন্ম ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ায়। পরে হিটলার হয়ে ওঠেন ইতিহাসের ঘৃণিত এক ব্যক্তি হিসেবে।

১। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী দ্বারা যে ব্যাপক হারে ইহুদি হত্যা করা হয়েছিল, তা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এ হলোকাস্টে ৬০ লাখের ওপর ইহুদি হত্যা করা হয়েছে বর্বরোচিত ভাবে, যা থেকে অবোধ শিশু ও বৃদ্ধরাও রক্ষা পায়নি।

২। তিনি ১১ থেকে ১৪ মিলিয়ন মানুষ হত্যার জন্য দায়ী। এর মধ্যে ছয় মিলিয়নই ছিল ইহুদি। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি সবচেয়ে বড় খলনায়ক ছিলেন।

৩। কৈশোর পার করে তারুণ্যের দরজায় কড়া নাড়ার সাথে সাথে চিত্রশিল্পী হবার বাসনায় ভিয়েনায় পাড়ী জমায় অ্যাডলফ, এই সময় ক্যান্সারে আক্রান্ত মা চিরবিদায় নিয়ে এক বড়বোন ছাড়া বিশ্বসংসারে একা করে যায় তাকে। ১৯০৭ সালের ভিয়েনার চিত্রকলা অ্যাকাডেমীর শিক্ষকদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে মোটামুটি উদ্বাস্ত জীবন-যাপন করছিল অভিমানী তরুণ, এখান থেকেই নানা কারণে-অকারণে বাড়তে থাকে তার ইহুদী বিদ্বেষ।

৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল বার্লিনে মার্টির নিচের বাংকারের ভেতর এডলফ হিটলার এবং তার সদ্যবিবাহিত স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেন।

৫। ইভা ব্রাউন সায়ানাইড বিষ পান করেন, আর হিটলার নিজের মাথায় গুলি করেন এবং সম্ভবত সায়ানাইডও গ্রহণ করেছিলেন। দীর্ঘ দিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে তার আগের দিন বাংকারের মধ্যেই বিয়ে করেন হিটলার।

৬। হিটলারের মাথার খুলির একাংশের বাম দিকে একটি গর্ত দেখা গেছে - যা সম্ভবত বুলেটের আঘাতে সৃষ্ট। হিটলারের বাঁধানো দাঁতের ওপর পরীক্ষা চালিয়ে তারা নীলাভ আস্তরণ দেখতে পেয়েছেন - যা সম্ভবত ধাতব দাঁতের সাথে সায়ানাইডের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে।

৭। হিটলারের মৃত্যুর পরদিন ১লা মে জার্মান রেডিওতে খবরটি ঘোষণা করা হয়।

৮। সেদিন লন্ডনের ৪০ মাইল উত্তরে রেডিং শহরের উপকণ্ঠে বিবিসি মনিটরিং এর দফতরে বসে জার্মান রেডিওর অনুষ্ঠান শুনছিলেন জার্মানি থেকে পালিয়ে আসা কর্মী কার্ল লিমান। তিনি বলছিলেন, শ্রোতাদের জানানো হলো যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে।

৯। এর পর তারা ভাবগম্ভীর সঙ্গীত বাজালো, এবং ঘোষণা করলো যে 'বলশেভিজমের বিরুদ্ধে লড়াই করার সময়' হিটলার মারা গেছেন।

১০। অনেকে বলেছেন হিটলার আত্মহত্যা করেন নি, বরং তাদের কথায় মনে হয় যে তিনি যুদ্ধ করতে করতে নিহত হয়েছেন - যা ছিল একটা বড় মিথ্যে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকটি বই আছে যেগুলি আমি বারবার পড়তে শুরু করেও শেষ করিনি, অল্প পড়েই রেখে দিয়েছি।
তার মধ্যে অন্যতম হচ্ছে হিটলারের জীবনী।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: হিটলারের জীবনি সবার পড়া উচিত।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



প্যালেষ্টাইনীরা হিটলারকে সাপোর্ট করেছিলো

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: সম্ভবত ভয়ে।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যুদ্ধটা হিটলার একা শুরু করেনি।সমগ্র জার্মান জাতি যুদ্ধটা শুরু করেছিল এবং যুদ্ধটা তাদের প্রয়োজন ছিল।জয়ের দারপ্রানতে চলেও এসেছিল কিন্তু তাদের সমুদ্র বন্দর না থাকাতে নৌ শক্তিতে তারা দুর্বল ছিল।পরাজয়ের মূল কারন এখানেই।ইহুদিদের নিধন ছিল অন্য ঘটনা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:২০

কবিতা ক্থ্য বলেছেন: এই লোক পুরো পৃথিবীটাকে ওলোট পালোট করে দিয়েছিলো

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: এই লোকের কিছু ভালো দিক আছে।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: ঢাকায় দিনে ৩৯ ডিভোর্স হয় প্রতিদিন...
বিয়ে হয় কয়টা?

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: সেই হিসাব আমার কাছে নেই।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: হিটলার ইতিহাস পড়লাম রাজীব দা

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: কিছু মানুষ নতুন ইতিহাস তৈরী করে ।গতিপথ পালটে দেয় প্রচলিত সমাজ সংসারের।হিটলার এমনি একজন।আর তখনকার
বিশ্ব পরিস্থিতিতে মানে প্রথম বিশ্ব যুদ্ধের পর জার্মানীর সাথে যে অপমানজনক আচরন ও শর্ত প্রয়োগ করেছিল তা থেকে বের হওয়ার
চেষ্টার করুন পরিণতিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

আর জাতীয়বাদী নেতা হিসাবে হিটলার ঠিক ছিল কি ছিল না তা ইতিহাস মূল্যায়ন করবে তবে একজন জাত্যাভিমানী নেতা হিসাবে তার যুদ্ধ করা সঠিক ছিল। যদি অক্ষশক্তি জয়ী হত তবে হিটলারের ইতিহাস অন্যভাবে লেখা হত এটা নিশ্চিত।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:




আপনি ভালো আছেন তো?

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী। ভালো আছি।
ঢাকার শেয়ার মার্কেট গুলোতে ঘুরছি ক'দিন ধরে।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন।

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: চেষ্টা করছি।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭

মোড়ল সাহেব বলেছেন: হিটলারকে আমার অনেক কারণে ভালো লাগে৷ আবার খারাপও লাগে কিছু কারণে। ভাল খারাপ মিলেই মানুষ

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: হ্যা সেটাই।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সায়ানাইড গ্রহণ করলে কেউ ইংরেজিতে এর বানান লেখার আগেই পটল তুলে - আর আপনি বলেছেন: ৫। ইভা ব্রাউন সায়ানাইড বিষ পান করেন, আর হিটলার নিজের মাথায় গুলি করেন এবং সম্ভবত সায়ানাইডও গ্রহণ করেছিলেন। দীর্ঘ দিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে তার আগের দিন বাংকারের মধ্যেই বিয়ে করেন হিটলার।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সায়ানাইড কি পরিমান গ্রহন করে তার উপর মৃত্যু নির্ভর করে।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: হিটলারের গোঁফের সাথে তার কর্মকাণ্ডের কোনও সম্পর্ক কি আছে?

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: অবশ্যই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.