নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইরাক ভালো নেই

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৯



ধনী থেকে গরীবে পরিণত হয়েছে ইরাক।
বিংশ শতাব্দীর পূর্বে ইরাক ছিল খুবই উন্নত একটি দেশ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং শক্তিশালী অর্থব্যবস্থা ছিল। ইরাকের রাজধানী বাগদাদ ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধশালী শহর। সে সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের চেয়েও ইরাক অনেক গুণ উন্নত ছিল। একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ ছিল।

সমস্ত পৃথিবী ইরাকের অনুকূলে ছিল।
প্রতিবেশীর দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এরপর সময় আসে ১৯৭৯ সাল, সাদ্দাম হোসেন সৌরতান্ত্রিক শাসক হিসেবে ইরাকের দায়িত্ব গ্রহণ করে। দেশটির ছিল উচ্চ মানের জিডিপি পার ক্যাপিটা, তার সাথে ছিল অতি উন্নত মানের স্বাস্থ্যব্যবস্থা। সাদ্দাম হোসেন ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে এক ভয়ানক যুদ্ধ শুরু করে দেন। দীর্ঘ্য আট বছরের চলমান যুদ্ধে ইরাকের অর্থনৈতিক ব্যবস্থাকে ভয়ানকভাবে পুঙ্গ করে দেয়।

১৯৯০ সালে কুয়েত ইরাককে আক্রমণ করে সর্বশেষ সর্বনাশ করে দেয়। এবং বাকি কাজটা ২০০৩ সালে আমেরিকান সেনাবাহিনীর হাতে হয়। দীর্ঘ বছর যুদ্ধের পর ইরাকের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। যে দেশকে ভবষ্যৎবাণী করা হতো ২১ শতকের এশিয়ান অর্থনৈতিক দৈত্য হিসেবে। আজ সে দেশ চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়ে আছে। হাঁ, একটু উন্নত হয়েছে কিন্তু আগের তুলনায় ১০০ বছর পিছিয়ে গেছে।

ইরাক মূলত মরুময় দেশ।
আরবি ইরাকের সরকারী ভাষা। ইরাকের তিন-চতুর্থাংশেরও বেশি জনগণের মাতৃভাষা আরবি। ইরাকেই গড়ে উঠেছিলো মেসোপটেমিয়া নামক বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা; যা বিশ্ব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আশির দশকেও জ্বালানি তেলসমৃদ্ধ দেশ ইরাকে কাজ করতেন কয়েক লাখ বাংলাদেশী শ্রমিক। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক রফতানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সাত বছর পর ২০১০ সালের জানুয়ারিতে ফের আনুষ্ঠানিকভাবে ইরাকে বাংলাদেশের দূতাবাস চালু করা হয়।

ইরাক ১৯৯১ সালে কুয়েত দখল করে নিয়েছিল!
১৯২০ খ্রিষ্টাব্দে ইরাককে আধুনিক রাষ্ট্রের অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ইরাকের পুলিশরা বাংলাদেশের পুলিশদের মতোণ ঘুষ খায়। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর মোট এগারোটি দেশে ইলিশ পাওয়া যায়। ইরাকে ইলিশ মাছ পাওয়া যায়। কিন্তু খেতে আমাদের দেশের মতো স্বাদ না। ১৯৭২ সালে ইরাক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিলো। ইরাক আম্রিকাকে ভয় পায়। ১৯৫২ সাল থেকে আমেরিকা ইরাকের উপর নজর রাখছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০

শোভন শামস বলেছেন: ইরাকের কারাদা দাখেল রাস্তার মোড়ে কাহারমানা বা আলী বাবা চল্লিশ চোরের মারজানার স্থাপত্য রয়েছে। সেখানে একটা ফোয়ারা আছে।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: আপনি ইরাকে ছিলেন?

২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: কাতার নিয়েও এখন এমন একটা ভাব আসছে, বাহারাইন থেকে কাতারের মধ্যে ফাইটার উড়িয়ে দিয়ে গায়ে পড়ে যুদ্ধ যুদ্ধ খেলা চাইছে এখন। কাতারের শাসকেরা মাথা গরম করলেই নুতন খেলা শুরু হবে। তবে এত কিছুর মাঝেও ইরান ভাল এগিয়েছে। ইরানের সাধারন মানুষের জীবন যাত্রা এখন বেশ ভাল।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: হ্যা ইরান বেশ উন্নত।
ইরান দেশের জনগন অনেক ভদ্র।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩

ফটিকলাল বলেছেন: যারা বলতে চাইছেন ইরান অনেক এগিয়েছে তারা এটা পড়ে দেখতে পারেন। যদিও সেখানকার নেতারা জনগনকে মিথ্যা কথা বলে কষ্টে রাখছে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় ওষুধ পড়ে নি। সরকারী তহবিল নেতারা খরচ করছেন বিভিন্ন দেশের প্রক্সি যুদ্ধ ও গোয়েন্দা কর্মকান্ড চালানোর জন্য। ইরানের নেতাদের মিথ্যা কথার বেসাতি কিছু দিন আগে যাত্রীবাহী প্লেন উড়িয়ে দেবার সময়ই প্রমানিত হয়। এটাও দেখা যায় বস্তুত এদের দেশের ভঙ্গুর শাসনব্যাবস্থা। গত বছর দেশের উত্তরাঞ্চল দুর্ভিক্ষে পড়েছিলেন তার আগে ছিলো পানির সমস্যা। ইসরাইল সহ বিভিন্ন দেশ সহায়তা দিতে চাইলে শুধু মাত্র নিজেদের হিংসা কদর্যতার কারনে নিজের দেশের মানুষকে কষ্ট দিয়েছে । এদের জালিম নেতারা মনে করে দেশের মানুষের পেটে ভাতের চে ইসরাইল ধ্বংস করা গুরুত্বপূর্ণ যদিও তাদের সামরিক শক্তি চুরি করা টেকনোলজির মাধ্যমে চলছে সেটা তো তাদের ত্রুটিপূর্ন ক্ষেপনাস্ত্রের ব্যাপারটাই খোলাসা করে দিয়েছে। ৭০ এর দশকের শাহ এর দুর্নীতিও দেশের এমন ধ্বংস করেনি

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: তাহলে বলব মধ্যপ্রাচ্যের কোনো দেশই ভালো নেই।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৯

ঢাবিয়ান বলেছেন: ইরাক, ইরান, সিরিয়া এই সমৃদ্ধশালী দেশগুলোকে শেষ করেছে আমেরিকা এবং ইসরাইল ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: না ঠিক না।
ভুল কথা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সকল ইসলামিক দেশগুলি ভিতরে ভিতরে ফোকলা

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ইসলামিক দেশ গুলো ভালো নেই। কারন তারা ধর্মকে আকড়ে ধরে আছে বলে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

কথক আরমান বলেছেন: বাংলাদেশ ও ভালো নেই ইহা একটি হতাশ জনপদ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে বাংলাদেশ ভালো আছে।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অতীতের কর্মকাণ্ডের ফল ওরা ভোগ করেছে। বর্তমানে ইরাকে কি সমস্যা আছে?

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ইরাকে দরিদ্র মানুষের সংখ্যা অনেক। সরকার তাদের জন্য ভালো কিছু করতে পারছে না।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাদ্দাম হোসেন ভাল শাসক ছিল না।যেমন ছিল না গাদ্দাফি।এরা ছিল সামরিক একনায়ক।দেশ দুটি ধ্ংসের জন্য তারাই দায়ী।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০

সোহানী বলেছেন: আমি অনেক ইরানীকে পেয়েছি বিভিন্ন দেশে কিন্তু এ পর্যন্ত কোন ইরাকীর সাথে পরিচয় হয়নি।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ইরান ইরাকের চেয়ে অনেক ভালো আছে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:




বড়পীর ইরাককে রক্ষা করছেন!
সাধারণ আরবদের গাধা বানায়ে রেখেছে কিছু হায়েনা আরব ও শিয়ারা

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে। কিন্তু অনেকের ধারনা এর পেছনে আছে আমেরিকা।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪২

নেওয়াজ আলি বলেছেন: ইরাকের অনেক অবৈধভাবে সৌদি প্রবেশ করে এবং খুব অল্প বেতনে কাজ করে

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: ইরাক দরিদ্র দেশে পরিনত হয়েছে।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩২

অনল চৌধুরী বলেছেন: জাপান,কোরিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাওস,আফগানিস্তানের মতো ইরাক, লিবিয়া, সিরিয়া-সব ধনী দেশ ধ্বংস করেছে সন্ত্রাসী এ্যামেরিকা তাদের তেল লুটের জন্য।
এটা যদি মিথ্যা হয়, তাহলে সত্য কি??????????

২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমি তো জানি, আমেরিকা সভ্য দেশ। তারা নিজ দেশের মতো অন্য সব দেশের মঙ্গল চায়।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৫

অনল চৌধুরী বলেছেন: ১৯৯০ সালে কুয়েত ইরাককে আক্রমণ করে সর্বশেষ সর্বনাশ করে দেয়- ভুল লিখেছেন। কুয়েত না, ইরাকই কুয়েত আক্রমণ করেছিলো।

২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ঐ একই কথা।
তখনও কিন্তু কুয়েত এবং ইরাকে আমেরিকার সৈন্যদের ঘাটি ছিলো।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৩

অনল চৌধুরী বলেছেন: একই কথা কিভাবে হলো?
হিটলার সোভিয়েত উইনয়নে হামলা করেছিরে, সোভিয়েতরা জার্মানী আক্রমণ করেনি।
মধ্যপ্রাচ্যের কোথাও এ্যামেরিকার সেনাবাহিনী ছিলো না। সাদ্দাম ১৯৯০এর ২ অঅগষ্ট কুয়েত আক্রমণ করে এই সুয়োগ করে দেয়, যার ফলে এখনও পুরো অঞ্চল ভুগছে।কুয়েত আক্রমণ

২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: ১৯৫৯ সাল থেকে নাকি মধ্যরপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান সৈন্যরা ঘাটি গেড়েছিলো?

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

শোভন শামস বলেছেন: এক বছরের কিছু বেশী সময় সেদেশে ছিলাম।
বেবিলন, নাজাফ, কারবালা, কুফা, মসুল, কুর্দিস্তান এসব জায়গা দেখেছি।
মানুষের দুঃখ কষ্ট আর মর্ম যাতনা অনুভব করেছি তখন।

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের দেশ গুলোর মধ্যে কাতার আর দুবাই ভালো আছে। বাকি সবাই কষ্টে আছে।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৮

অনল চৌধুরী বলেছেন: না। পড়ে দেখেন।Al Udeid Air Base

২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে Wikipedia তে চোখ রাখি।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০৪

অনল চৌধুরী বলেছেন: আমি তো জানি, আমেরিকা সভ্য দেশ। তারা নিজ দেশের মতো অন্য সব দেশের মঙ্গল চায়- এই কৌতুকের জন্য আপনাকে চাদগাজী পুরস্কারে ভূষিত করা হলো।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

আপনি সহ অনেক ব্লগারকেই দেখছি আমেরিকার উপর খুব রাগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.