নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আঁকা আঁকি করতে আমি পছন্দ করি।
কিন্তু কোনোদিন আঁকাআঁকি শিখিনি। স্কুলে ড্রয়িং ক্লাশে যতটুকু শিখেছি। স্কুলে আঁকতাম আম, ঘর, গাছ ইত্যাদি। নিজের মন থেকে ছবি আঁকতেই আমি বেশী পছন্দ করি। যা মন চায় তা-ই এঁকেছি দিনের পর দিন। মানুষের কোনো কিছুই হারিয়ে যায় না, ফিরে-ফিরে আসে। আমার কিশোর বয়সের একটা ডায়েরী পেয়েছি। ডায়েরীটা অর্ডার দিয়ে বানিয়ে ছিলাম। সেই ডায়েরী ভরা ছবি। ছবির সংখ্যা তিন শ'। আমার আঁকা ছবি গুলো সুরভি দেখে হাসতে হাসতে শেষ। এটিএন বাংলার চেয়ারম্যান গান গাইতে পারলে, আমি ছবি আঁকতে পারবো না কেন? এখনও আমি ছবি আঁকি। তবে এখন, রঙ তুলি দিয়ে আঁকি। অলরেডি তিনটা এঁকেছি। ইচ্ছা আছে মোট একশ' টা ছবি আঁকবো। অনেক খরচের ব্যাপার। যাই হোক, সেই সব আঁকা ছবি নিয়ে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে। এখন আমার আঁকা ছবি গুলো দেখুন। প্রতিটা ছবি দেখতে দেখতে অতীতে ফিরে গিয়েছিলাম।
১।
এটা একটা গ্রামের ছবি। ছবিতে ধানক্ষেত, গাছ, ঘর সবই আছে। ছবির একপাশে চাপকল ছিলো। একটা বাচ্চা মেয়ে চাপকল থেকে পানি তুলছিলো। সেই চাপকলটা ছবিতে আসে নি।
২।
কাকে এঁকেছি এখন কিছুই মনে নেই। সৃতিশক্তি ভোঁতা হয়ে যাচ্ছে।
৩।
দুজন তরুন তরুনী রাস্তায় হাঁটছে। তারা অবশ্যই প্রেমিক প্রেমিকা। প্রেমিক বারবার তার প্রেমিকার দিকে তাকাচ্ছে।
৪।
একজন কিশোর। এই কিশোরটা মনে হয় আমিই।
৫।
প্রেমিক প্রেমিকা। তখন আমি প্রেম ভালোবাসা বুঝতাম অথচ প্রেমিক প্রেমিকার ছবি ঠিকই এঁকেছি।
৬।
সম্ভবত গ্রামের একজন বাউল। না মনে হয় বাউল না। বাউল হলে হাতে একতারা থাকতো।
৭।
এটা অবশ্যই শ্রেক্সপিয়ার। 'দ্য মার্চেন অব ভেনিস' 'ম্যাকবেথ' পড়ছিলাম।
৮।
একটা ছেলে মেয়ে। ছেলেটা বোধ হয় মেয়েটাকে গলায় চুমু খাচ্ছে। গভীর ভালোবাসাবাসি।
৯।
খুব সুন্দরী একটা মেয়ে আঁকতে চেয়েছিলাম। আমার আঁকার গুনে সুন্দরী হয়ে গেলো প্রেত্নী। হে হে হে---
১০।
এক বালক বিছানায় শুয়ে আছে। কিন্তু তার ঘুম আসছে না। অথচ আগামীকাল তার অনেক কাজ আছে। তার মা বলেছে, তাকে দশ মিনিটের মধ্যে ঘুমাতেই হবে।
১১।
এটা কি এঁকেছি আমি জানি না। ক্ষমা প্রার্থী।
১২।
কাকে এঁকেছি কে জানে!
১৩।
কলম, কাঠ পেন্সিল, রং পেন্সিল যখন যা হাতের কাছে পেয়েছি তাই দিয়েই এঁকেছি।
১৪।
এই ছবিটা সম্ভবত কোনো বইয়ের প্রচ্ছদ দেখে এঁকেছিলাম।
১৫।
এটা একটা শো-কেস। শোকেসের ভেতরে থালা বাটি এবং একপাশে বই রাখা।
১৬।
দেখা যাচ্ছে, মেয়েদের ছবি কম এঁকেছি। মেয়েদের ছবি আমার হাতে ভালো আসে না।
১৭।
ছবির যদি প্রান থাকতো, তাহলে তারা ছবি দেখে বের হয়ে এসে আমাকে মারতো। এত বাজে করে আঁকার জন্য।
১৮।
সিকিউরিটি গার্ড নয়। একজন স্কাউট বয়।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টার কথা সেদি আপনার এক পোষ্ট দেখেই মাথায় এসেছে।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার চেয়ে ভালো এঁকেছেন!!!
আমি ছোটকালে অংকনে সব চেয়ে কম নম্ব্র পেতা। অথচ, আমার ছোট ভাইদের আঁকা ছবি আমাদের বাসার দেয়ালে ঝুলানো!
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
শায়মা বলেছেন: প্রেমিক প্রেমিকা সুন্দর হয়েছে।
পেত্নীটাও। একদম সত্যিকারের পেত্নী!
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: হে হে হে হে----
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: নাম্বার ছাড়াটা সবচেয়ে ভালো হয়েছে।
কিছু ভালো কিছু মন্দ হয়েছে। তবে আপনি ভালো আঁকতে পারেন সেটা বুঝা গেছে।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: হায় হায়--- কন কি!!!!!
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫
জুন বলেছেন: আমারতো দুই নম্বর ছবিটা দেখে সুরভী ভাবীকেই মনে পরছে রাজীব নুর
যদিও বলছেন কিশোর বয়সের আঁকা
অনেক অনেক মজার ছবি ।। দিতে থাকুন ব্লগে--- আছি
২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: মনে হয় সুরভি মনের গভীরে লুকিয়ে ছিলো।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রচেষ্টার অভাব নেই।
২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬
রাজীব নুর বলেছেন: একটা দামী কথা বলেছেন।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন:
ভাইয়ের ছবি আঁকার হাত বেশ ভালো। তবে একটু ঘষামাজা করলে সোনা ফলবে। 10 নম্বর ছবিটি সামুর জনপ্রিয় ব্লগার রাজীব নূরের মতো লাগছে।
শুভকামনা রইলো।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: হ্যা আমিই।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭
রামিসা রোজা বলেছেন:
মজার মজার কিছু ছবির ব্লগ সাথে যে ক্যাপশন দিয়েছেন
সত্যিই খুব হাসি পাচ্ছে ।
১১ নং ছবি দেখে মনে হচ্ছে এটা মহিলা রাজিব ।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২,মনের মাঝে লুকিয়ে ছিল নীলা
সবথেকে পরিচ্ছন্ন ছবি।মনোযোগ দিয়ে আঁকা।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: আপনার দেখার চোখ আছে।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর চেষ্টা ।
২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪০
মেহেদি_হাসান. বলেছেন: বাহ দারুন একেছেন তো!
২নং ছবিটা বোধহয় সুরভি ভাবী আঁকার পরে তার সাথে মেলেনি বলে স্মৃতির কথা বললেন
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
না না তা না।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: ৫ নং টা ভাল পেয়েছি। আপনি চাইলেই তো একজন আকিয়ে হতে পারতেন। অসাধারন।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: প্রতিভা ছিলো আমার। কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারলাম না। দেশ, সমাজ বা পরিবারের জন্য।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: হা হা হা.......।অভিনন্দন! অভিনন্দন!!
আঁকতে থাকুন মন খুলে। আপনার ছবি আঁকা দেখে আমারও ছবি আঁকতে ইচ্ছে করছে ।
ছবি ভালো হয়েছে।
শুভকামনা সতত
২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি ব্যস্ত মানুষ। ছবি আঁকার সময় কই আপনার?
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আপনি ব্যস্ত মানুষ। ছবি আঁকার সময় কই আপনার?
আগে আঁকা ছিলো । ঠিক আছে আবার এঁকে দেখাবো।
২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: অপেক্ষায় থাকলাম।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চর্চা না করলে সুন্দর হবে না আঁকাআকি।
২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আর চর্চা।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উম্মাদ কার্টুনিস্টদের মতো সুন্দর হয়েছে
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: হে হে হে----
কি যে বলেন!!!
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
কল্পদ্রুম বলেছেন: আরো চেষ্টা করলে ভালো হয়। রবীন্দ্রনাথ শেষ বয়সে আঁকা আঁকি করতে পারলে আপনিও পারবেন। আপনার প্রিয় লেখক হুমায়ূন আহমেদও তো ছবি আঁকতেন।
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: ছবি আঁকা আঁকি করতে ভালৈ লাগে। কিন্তু অনেক খরচ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ কী সুন্দর ছবি
মেয়েদের অবস্থা বারোটা বাজায় দিছেন
তবুও অনেক ভালো লাগছে আকাআকি।
আকুন মন খুলে আকুন
(চন্দ্রবিন্দু দিতাম না, কীবোর্ড থেকে আঙ্গুলতুলতে মন চায় না )