নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লেখক, পাঠক এবং বইমেলা

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:১৬



লেখকের লেখার মধ্যে অবশ্যই সাহিত্যিক গুণাবলী থাকতে হবে।
একজন লেখকের পেশা হবে শুধু লেখালেখি। হুমায়ূন আহমেদ লেখক হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরী ছেড়ে দিয়ে শুধু লেখালেখি নিয়ে ছিলেন। একজন ভালো লেখকের লেখা সমাজে প্রভাব বিস্তার করে। যারা ব্লগে লিখেন তারাও লেখক। ইদানিং অনেক ব্লগার তাদের ব্লগের লেখা গুলো একসাথে করে বইমেলাতে বের করছে নানান প্রকাশনি থেকে। আমি মনে করি একজন লেখন হবেন সবার থেকে আলাদা। তাদের কোনো কিছুতেই লোভ থাকবে না। লেখকদের হতে হয় অনেক উদার। ‘লেখক’ শব্দের শাব্দিক অর্থ যিনি লেখেন। একজন লেখক কখনই পেটের দায়ে লেখক হয়ে ওঠেন না বরং মনের ক্ষুধা মেটানোর তাগিদায় তিনি লেখক হয়ে ওঠেন নিজের অজান্তেই। একজন লেখকেরও উচিত পাঠকের আসনে বসে নিজের লেখার যথাযথ মূল্যায়ন করা।

ভালো লেখক হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়।
প্রখর কল্পনা শক্তি থাকতে হয়। সর্বদা হাস্যমুখি থাকতে হয়। মন থেকে হিংসা সম্পূর্ণ দূর করতে হয়। দেশ এবং দেশের মানুষের প্রতি এক আকাশ ভালোবাসা থাকতে হয়। কৃপণতা ধুয়ে ফেলে দিতে হয় জীবন থেকে। সমালোচকদের গালাগালি করা থেকে বিরত থাকতে হয়। নিয়মিত পাঠকদের সাথে যোগাযোগ রাখতে হয়। সন্তানের প্রতি মায়ের যেমন টান সাহিত্যের প্রতি ঠিক তেমন টান থাকতে হয়। একজন লেখকে সব সময় বন্ধুসুলভ আচরণ করতে হয়। লেখকের কাছে ধর্ম কোনো ব্যাপার না। লেখকের ধর্ম হবে মানবধর্ম।

আইসল্যান্ড দেশটিতে প্রত্যেক ১০ জন লোকের মধ্যে একজনকে পাওয়া যাবেই যিনি বই প্রকাশ করেছেন। দেশটিতে লোকসংখ্যা মোটে ৩ লাখ। পৃথিবীতে কবি সাহিত্যিক হচ্ছে একমাত্র অবিনাশী সত্তা—রাজা, সম্রাট তাঁর কাছে কিছু নয়। তাই কবি বা লেখক হতে গেলে যেমন পড়াশোনা জরুরি, তেমনি দরকার লেখকের স্বাধীন সত্তা। কারও পরামর্শ নিয়ে কেউ কোনো দিন কবি সাহিত্যিক হতে পারেনি।
আদিম কাল হতেই মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য, মনের আকুতি মানুষের কাছে জানানোর জন্য কখনো পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, ভূর্জপত্র, কাঠ, গাছের চামড়া, ভেলাম, কডেক্স, প্যাপিরাস, তালপাতা, কাঁদামাটির ফলকসহ আরো নানাবিধ উপকরণে লিখে রাখতো। যার অন্যতম উদ্দেশ্য ছিলো তার পরবর্তী প্রজন্মকে তা জানানো। এভাবে লেখক তাঁর লেখার মাধ্যমে মানুষকে জানাতো। লেখার মাধ্যমে লেখক অন্য একজন মানুষকে বুঝানো, শেখানো সত্যিই কষ্টের ব্যাপার।

কিছু লিখতে হলে শিখতে হবে।
আর শিখতে গেলে অবশ্যই পড়তে হবে। তুমি কিছু একটা লিখতে চাও, তাহলে লিখে ফেল। কি ভাবছ? যদি ভুল হয়! হোক না ভুল। আমাদের জীবনে কত ভুল হচ্ছে আমরা কি তা ঠিক শুধরে নিচ্ছি না? ভুল হোক ভুরি ভুরি। আগে লেখাটা লেখো, তারপর কেটে ছেটে শুধরে নেবে। প্রয়োজনে লাইনে লাইনে পরিমার্জন করবে। দেখবে সেই ভুল লেখাটাও ঠিক হয়ে গেছে। মনে রাখবে প্রথম লেখার সময় সব লেখকেরই বিস্তর কাটাকাটি করতে হয়, পরে এক সময় তা বশে চলে আসে। রবীন্দ্রনাথ আজ বিশ্ব কবি, তিনি প্রথম যে কবিতাটি লিখেছিলেন তার মধ্যেও বিস্তর কাটাকাটি হয়েছিল।

আজকাল লেখক হওয়াটা কোন বিষয়ই নয়।
অধ্যবসায়ের কোন প্রয়োজন নেই, পড়াশোনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই চিন্তা-ভাবনার। লেখক হবার মূলশক্তি এখন অর্থবিত্ত। আমলার বউ, মন্ত্রীর ড্রাইভার আর এমপির মেয়েরা এখন লেখকের তালিকার শীর্ষে। এসব মৌসুমী লেখকদের জন্য প্রস্তুত থাকে মৌসুমী প্রকাশকরা। সামনের মাসে শুরু হচ্ছে একুশে বইমেলা। গত বছর বইমেলাতে দেখলাম- দুইজন বয়স্ক ভদ্রলোক একজন আরেকজনকে বলছে- এবছর আমার চারটা বই বের হয়েছে। আপনার কয়টা বের হয়েছে? আরেকজন মুচকি হাসি দিয়ে বললেন আমার সাতটা।

একজন ভালো পাঠক সব সময় ভালো লেখকে পরিণত হয় তাতে কোনো সন্দেহ নেই। লেখকের মৃত্যু নেই, লেখক অমর।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৩:০২

অনল চৌধুরী বলেছেন: হুমায়ূন আহমেদ লেখক হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরী ছেড়ে দেননি দিয়েছিলেন জনপ্রিয় হওয়ারও অনেক পরে ৯০ এর দশকে চলচ্চিত্র বানানোর জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: আপনি সেই প্রথম থেকেই হুমায়ূন আহমেদের উপর রেগে আছেন।
হুমায়ূন আহমেদ একজন গ্রেট ম্যান।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৩:০৩

কবিতা ক্থ্য বলেছেন: লিখালিখি আমাকে দিয়া হবে না রে ভাই,
পড়তে দিলে আমি আছি।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: এটাও মন্দ নয়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



বইমেলাতে যেসব বই বিক্রয় হয় না, সেগুলোর কি হয়?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: সাধারনত প্রকাশকরা টাকার বিনিময়ে বই প্রকাশ করেন। কাজেই বই বিক্রি না হলে প্রকাশকের কিছু যায় আসে না।
যে বই একেবারেই বিক্রি হয় না, সেগুলো মফস্বলের লাইব্রেরীতে দান করে দেওয়া হয়। ফুটপাতে অল্প দামে বিক্রি করে দেওয়া হয়। অথবা লেখক জনে জনে বই গুলো বিলি করে দেন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:

লেখক, পাঠক ও বই মেলা নিয়ে মুল্যবান মতামত তুলে ধরেছেন ।

উপরে দেয়া জনাব চাঁদগাজীর উত্তরটি থেকে অনেক কিছু জানা যাবে মনে হলো ।




০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: শ্রধ্যেয় চাঁদগাজীর প্রশ্নের উত্তর দিয়েছি।
নতুন লেখকদের বই প্রকাশরা খুবই কম ছাপেন। যদিও প্রকাশকরা বলেন, কম পক্ষে তিন শ' বই ছাপাতে হয়। প্রকাশকরা দুই শ'র বেশী বই ছাপেন না।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩৩

রামিসা রোজা বলেছেন:

একজন ভালো পাঠক সব সময় ভালো লেখকে পরিণত হয়
তাতে কোনো সন্দেহ নেই -সঠিক কথা ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকবেন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৮:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই মেলার জন্য কিছুটা ব্যস্থ মনে হয়।অনেক লেখা জমেছে। প্রকাশ করার মতো কিছু ভাল গল্প আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: না আমি ব্যস্ত না। একটুও ব্যস্ত না।
ভালো লেখা নাই। বই আকারে ছাপার মতোন কিছু নেই।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক পাঠক লেখক হন সব পাঠক নন। ++++++

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: জ্বী।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ উৎসহ দেওয়ার মতো লেখা রাজীব দা অনেক শুভেচ্ছা রইল

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

পদ্মপুকুর বলেছেন: তুমি কিছু একটা লিখতে চাও, তাহলে লিখে ফেল। কি ভাবছ? যদি ভুল হয়! হোক না ভুল। আমাদের জীবনে কত ভুল হচ্ছে আমরা কি তা ঠিক শুধরে নিচ্ছি না? ভুল হোক ভুরি ভুরি। আগে লেখাটা লেখো, তারপর কেটে ছেটে শুধরে নেবে। প্রয়োজনে লাইনে লাইনে পরিমার্জন করবে। দেখবে সেই ভুল লেখাটাও ঠিক হয়ে গেছে। মনে রাখবে প্রথম লেখার সময় সব লেখকেরই বিস্তর কাটাকাটি করতে হয়, পরে এক সময় তা বশে চলে আসে। রবীন্দ্রনাথ আজ বিশ্ব কবি, তিনি প্রথম যে কবিতাটি লিখেছিলেন তার মধ্যেও বিস্তর কাটাকাটি হয়েছিল।

এটা ঠিকই বলেছেন, পরিমার্জনহীন লেখা যখন সহজেই প্রকাশ হয়ে যায়, তখন লেখকের কাছে সেটা আর পরিমার্জনীয় থাকে না। বর্তমান সময়ে লেখা প্রকাশ খুব সহজ হয়ে গেছে। এতে করে আখেরে লেখকেরই ক্ষতি হয়।

গুড রাইটিং স্যার।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাঝে মাঝে আপনাকে ব্লগে পাই না। কই চলে যান!

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

পদ্মপুকুর বলেছেন: এটা ঠিকই বলেছেন, তবে পরিমার্জনহীন লেখা যখন সহজেই প্রকাশ হয়ে যায়, তখন লেখকের কাছে সেটা আর পরিমার্জনীয় থাকে না। বর্তমান সময়ে লেখা প্রকাশ খুব সহজ হয়ে গেছে। এতে করে আখেরে লেখকেরই ক্ষতি হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: ক্ষতি বলতে শুধু আর্থিক ক্ষতি হয়।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৩

এম এ হানিফ বলেছেন: আপনার কথার সাথে অনেকটা একমত।



মৌসুমি লেখকদের বই বের হয় সত্যি কিন্তু তারা লেখক হয়ে উঠতে পারেন না।
যারা প্রকৃতই লেখক তারাই কেবল লেখক হয়ে ওঠেন, পাঠক কেবল তাদের কথাই মনে রাখে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার কোন বই কি বের হবে এবার?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: আরে নাহ।
বাঁচি না নিজের জ্বালায়।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ২টা বই লেখার ইচ্ছা, টাকা নাই দেখে লিখি না। যোগ্যতা নাই, সেইটা ভিন্ন কথা। টাকা নাই এ্‌ইটা মূল কথা।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আমার একটা প্রকাশনী দেওয়ার ইচ্ছা আছে। প্রকাশনী দিলে আমি আপনার বই বের করবো। টাকা লাগবে না।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২

মেহেদি_হাসান. বলেছেন: একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেখানে একজন লেখক প্রতিবছর যে বই ছাপায় তার অর্ধেক কিনে নিয়ে আসে তার বউ, বউয়ের বাবার অনেক টাকা। এরপরে টুকটাক যা সাধারণ মানুষের কাছে বিক্রি হয তা দিয়েই সে বেস্টসেলার লেখক হয়ে যায়।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ওয়েব সিরিজের নামটা কি?

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

আখেনাটেন বলেছেন: বেশ বলেছেন।

তবে লেখকের লেখার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই অন্যের লেখা কপি-পেস্ট না হয়। আর বিশেষ কারণে করলেও সেটার জন্য অনুমতি বা ক্রেডিট দিতে হবে অবশ্যই। তা না হলে সেটি হবে একটি জঘন্য কাজ। আপনার কি মনে হয়, রাজীব ভাই?





০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ন সহমত।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২১

অনল চৌধুরী বলেছেন: আমি ব্যাক্তিগত কারনে কাউকে সন্মান বা ঘৃণা করিনা। করি তার আচরণ ও কর্মকান্ডের উপর।
হুমায়ন একটা বড় মাপের প্রতিভাবান ব্যাক্তি কিন্ত একটা চরম নীতিহীন টাকালোভ ও লম্পট লোক।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

সোহানী বলেছেন: সহমত।

তবে কেউ যখন বই ছাপায় তার সাথে অনেক কিছু জড়িত। শুধুমাত্র লেখক হবার তাগিদে কেউ লিখছে তা কিন্তু সত্য নয়। যার যার স্বার্থের টানে লিখে ও ছাপায়।

তাই চাঁদগাজির ভাইয়ের মতো আমিও বলি অনেক লেখকই আছেন তবে সত্যিকারের লেখক কয়জন? সত্যিকারের লেখক হতে হলে পড়াশোনা, অভিজ্ঞতা, ম্যাচুরিটি অনেক প্রয়োজন।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন বোন।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

কল্পদ্রুম বলেছেন: লেখকের পেশা হবে লেখালেখি এটা আমার ঠিক মনে হয় না। পেশা মানেই সেখানে টাকা পয়সার হিসাব থাকবে। টাকা পয়সা যেখানে আছে, সেখানে লেখক নির্লোভ থাকবে এটা আশা করা যায় না। তবে এটা ঠিক। হুমায়ূন আহমেদ কিংবা পাশ্চাত্যের অনেক লেখক যেমন ড্যান ব্রাউন কিংবা জে কে রাউলিং এর মতো লেখকদের ক্ষেত্রে ওনাদের বই এত বেশি বিক্রি হতো যে অন্য পেশার আর দরকার হয়নি। এটা সৃজনশীল লেখকদের ক্ষেত্রে আমার মত। লেখক তো অনেকরকম হয়। সংবাদ লেখাও তো লেখালেখি। ওগুলো পেশা হতে পারে। সেটা ভিন্ন বিষয়।
বাকী কথাগুলোর সাথে একমত।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি ভালো কথা বলেছেন। আমি এভাবে চিন্তা করি নি।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২১

অনল চৌধুরী বলেছেন: কোনো ব্যাক্তি বা বিষয়ের প্রতি অন্ধ সমর্থন বা ঘৃণা থাকলে কোনোদিনও সত্য জানতে পারবেন না।
এধরণের চিন্তা করে জঙ্গীরা, যারা তাদের বিশ্বাস আর মতে বাইরে সবকিছুকে ঘৃণা করে।
সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে হয়।

০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: যুক্তিই দুনিয়ার সব না। যুক্তির বাইরেও অনেক কথা থাকে।

২০| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৩

নীল আকাশ বলেছেন: আখেনাটেন বলেছেন: বেশ বলেছেন। তবে লেখকের লেখার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই অন্যের লেখা কপি-পেস্ট না হয়। আর বিশেষ কারণে করলেও সেটার জন্য অনুমতি বা ক্রেডিট দিতে হবে অবশ্যই। তা না হলে সেটি হবে একটি জঘন্য কাজ। আপনার কি মনে হয়, রাজীব ভাই? - লোল!

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: লোল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.