নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

৩৭ ডিগ্রি সেলসিয়াস

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭



চরণ যুগলে ধরি
হে কবি মিনতি করি
আমারে কোরো না অনুবাদ,
ইংরেজি জানে না যারা
কেমনে বুঝিবে তারা
আমাতে রয়েছে কিবা স্বাদ
দাঁড়িতে তেঁতুল গুড় মাখি আর করদূর
আমের সুস্বাদ যাবে জানা?

১। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, আওয়ামিলীগ, বিএনপি হওয়ার আগে মানুষ হতে হয়। অতএব আসুন পুলিশ, কোর্ট তুলে দিয়ে সকল বিচারের ভার আল্লাহর হাতেই অর্পন করি। তারপর আমরা হাত পা নিয়ে চুপ করে বসে থাকি।

২। বাস থেকে নামলাম পরীবাগ।
দেখি ফুটপাতে এক বুড়ি হাঁপাচ্ছে। স্বাভাবিকভাবে নি:শ্বাস নিতে পারছে না। একটা ছেঁড়া কম্বল গায়ে।
আমি বললাম, কি হয়েছে?
বুড়ি তার হাতে ইনহিলার দেখিয়ে বলল- শেষ।
আমার খুব মায়া লাগলো। আমি দৌড়ে গিয়ে শাহবাগ মোড় থেকে বুড়িকে একটা ইনহিলার কিনে এনে দেই।

৩। শীত নিয়ে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। সুন্দরবন যাচ্ছিলাম আমরা। বাবা, মা ভাই বোন এবং আমাদের সমস্ত আত্মীয়স্বজনরা। একটা তিনতলা লঞ্চ ভাড়া নিয়ে। যখন আমাদের এমভি মাছরাঙ্গা- ৩ লঞ্চটি বঙ্গোপসাগরে উঠল। তখন মধ্যরাত এবং ভয়াবহ শীতকাল। আমি একটা ঘটনা নিয়ে ছোট চাচার সাথে রাগ করে কেবিনে না ঘুমিয়ে লঞ্চের ছাদে উঠে গিয়েছিলাম। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তীব্র ঠান্ডা বাতাস। হাড় কাঁপানো শীত। শীতে আমি কাঁপছিলাম। আমার হাত পায়ের আঙ্গুল ঠান্ডায় বাঁকা হয়ে আসছিল। তীশ যে কি পরিমান তীব্র হতে পারে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। এরপর থেকে আমি শীতে দরিদ্র মানুষের কি পরিমান কষ্ট হয়- তা আমি বুঝতে শিখেছি।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আাপনার হৃদয়ে দয়া মায়া যেমন্ অনেক
তেমনি রাগও আছে প্রচুর। রাগ কমান !
রাগ স্বাস্থ্যের জন্য হানীকর !!

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৫

রাজীব নুর বলেছেন: বংশ থেকে মানুষ টাকা পয়সা জমিজমা পায়। আমি পেয়েছি শুধু রাগ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


২ নং:

বাস্তুহারা মহিলাদের সাহায্য করার জন্য শেখ হাসিনা একটা ফান্ড করতে পারতেন।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।
তবে প্রধানমন্ত্রীর ফান্ড আছে। সেই ফান্ড থেকে নায়ক, গায়ক, খেলোয়াড়, কবি সাহিত্যিকদের সাহায্য করা হয়।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: শীত কারো জন্য পিকনিক করার মরশুম।
কারো জন্য পৌষ পার্বণ।
হতদরিদ্র মানুষের কাছে শীত অভিশাপ। /:)

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: শীতের কষ্ট মারাত্মক জিনিস।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি যাতনা বিষে,——।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৩

কবিতা ক্থ্য বলেছেন: রাজীব ভাই,
আপনার সাথে লন্চে করে সুন্দর বন যাওার ইচ্ছা রাখি।
অবশ্যই শীতের রাতে-

সংগে রবে সুরার পাত্র,
একটুখানি আহার মাত্র,
আরেক খানি ছন্দ- মধুর কাব্য হাতে নিয়ে।

আচ্ছা, নুরু ভাই রে নিলে কেমন হয়? আর রাস্তায় থাইমা- গিয়াস উদ্দিন লিটন ভাইরে নিয়া নিলাম।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৬

রাজীব নুর বলেছেন: তা নেওয়া যেতে পারে।
চাঁদগাজী, ঠাকুর মাহমুদ এবং নুরুলইসলা০৬০৪ তাদেরও নেওয়া যেতে পারে। তবে শাহ আজিজ কে নেওয়া হবে না।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০১

কবিতা ক্থ্য বলেছেন: কেন ভাই,
শাহ আজিজ ভাই কি দোষ করলো?

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: উনার নাক বেশী উঁচা।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ করোনা দিয়া বহুত মছিবতে রাখছে,নিজের চেষ্টায় কোন রকম আছি।২৩ খুঁজে পেতে ঘাম বের গেছে,এর পরও যদি নাহয় তবে২৪,২৫—১০০।
এখানে যখন-৪০/৪৫ হয় তখন ঠোঁট ,নাক বা হাত কিছুক্ষন খোলা থাকলে কোন কষ্ট পাবেন না কিন্ত চীরতরে হারাতে হবে।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আল্লাহর উপর কি আপনার অনেক রাগ ক্ষোভ জমে আছে?

৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৯

কাছের-মানুষ বলেছেন: লঞ্চ ভ্রমনের সুযোগ হয়েছিল জীবনে কয়েকবার। লঞ্চ ভ্রমণ আমার ভাল লাগে।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: টানা তিন চার দি লঞ্চের উপর থেকেছি। নানান রকম নদী ঘুরে শেষে গিয়েছি বঙ্গোপসাগরে।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: চারিদিকে পানি আর পানি। কোন পাড় দেখা যায় না। তখন এক ঘেয়েমি লাগে।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ক্থ্য বলেছেন: রাজীব ভাই,
আপনার সাথে লন্চে করে সুন্দর বন যাওার ইচ্ছা রাখি।
অবশ্যই শীতের রাতে-

সংগে রবে সুরার পাত্র,
একটুখানি আহার মাত্র,
আরেক খানি ছন্দ- মধুর কাব্য হাতে নিয়ে।

আচ্ছা, নুরু ভাই রে নিলে কেমন হয়? আর রাস্তায় থাইমা- গিয়াস উদ্দিন লিটন ভাইরে নিয়া নিলাম।


আমি সুরা পান করিনা ! তবে আজিজ ভাই পছন্দ করলেও করতে পারে তাকে সাথে চাই। কবিতা কথার সাথে কবিতা পড়ার প্রহর থাকলে জমবে ভালো!

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: করোনা গেলেই চলেন প্লান করে ফেলি।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১২

নেওয়াজ আলি বলেছেন: হাপানি যখন উঠে তখন খুব কষ্ট হয়। আমার আব্বা আজ তিন দিন হাসপাতালে আছে । শীতে হাপানি বেড়ে যায় এবং ইনহিলারও কাজ হয় না। আজ কিছুটা ভালো আছে। ওই বুড়ির দোয়া আজীবন আপনার সাথে থাকবে। এইবার শীতে চুপ আছি।

০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৭

সোহানী বলেছেন: ভালো লাগলো আপনার সুহ্নদের গল্প।

বাই দা ওয়ে ব্লগে কি সুখবরটা পোস্ট করেছেন?

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: এই তো আজ করলাম।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে হয় ধর্মের কারনেই মানুষ পিছিয়ে আছে,বিশেষ করে ইসলাম ধর্মের কারনে।আল্লাহ সাথে তো জমি জমা নিয়ে আমার কোন সমস্যা নাই,এটা আদর্শীক সমস্যা।এ জীবনে হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারবো না।চেষ্টাও করি না।তা হলেতো অতীত টাই বাদ হয়ে যায়।
আপনারা অনেক বই পড়েন।আমি কোন বই পড়ি না।চলমান বিশ্বের ঘটনাবলির দিকে সামান্য দৃষ্টি রাখি,পত্রিকা গুলো পড়ি।বইয়ে নতুন করে আর কি লিখবে,পুরনো কথাই ঘুরিয়ে ফিরিয়ে লিখবে বরং নতুন কিছু ঘটবে,সেটাই পড়ি।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য টি আমার পছন্দ হয়েছে।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৭

কালো যাদুকর বলেছেন: মানুষের জন্য মানুষ। শীতে গরীব মানুষের কস্টের শেষ থাকে না।

আপনার "নতুন" কি খবর?

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এই তো।
বেঁচে আছি।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

ইসিয়াক বলেছেন: লঞ্চ ভ্রমণ মন্দ নয়। অনেকদিন লঞ্চে চড়ি না।

০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আপনাকে সাথে নেবো। কোনো চিন্তা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.