নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উঁইপোকায় খাওয়া নষ্ট সময়

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২




মনিপুরী নৃত্যের মতন তোমার চলন ওগো প্রিয়সী
রহস্যময়, এন্টিক ভালোবাসাবাসি নেই প্রয়োজন
তোমার বাঁশি আর লাগে না ভালো অথবা গাঢ় চুম্বন
সব সুন্দরীরা দূরে থাক, জলন্ত সিগারেট ঠোঁটে থাক
তরুনীর চোখের ভরতনট্যম লাগে না আর ভালো
ভালো নেই, ভালো থাকার অভিনয় করছি মিছেমিছি।

অনেক রাত আমি জেগেছি- অনেক বেদনা ভুলতে গিয়ে
জেনে নিও কবি'রা রাগ হলে গালি দিতেও জানে
বাতাসে তোমার আঁচল এলোমেলো তুমি জানো না!
নিঃশেষ হতে হতে বিস্ময়ে ফিরেছি বারবার আক্ষেপে
ইচ্ছে হলে চিঠি দিও- আমার ঠিকানা নেই জেনেও
কতটা অসহায় হলে দেয়ালে পিঠ ঠেকে যায়, বুঝ?

আমাকে কেউ বলেনি, কী কীর্তি জলমলে ইতিহাসে
পথে সিগারেট খেতে খেতে গাল দেই ষ্টেশন মাস্টারকে
ফ্রেমে সাজাই রবীন্দ্রনাথ আর আইনষ্টাইনকে একত্রে
আদিবাসী'রা মজেছে রাশ উৎসবে নতুন জীবনে জন্য
দু'হাত পেতেছি আকাশের দিকে চেয়ে- তুমি জানো নি
এসে দেখে যেও, ঠিক তেমনি আছি আগেরই মতোন।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবিতা পাঠ করলাম কবি দা

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯

অধীতি বলেছেন: প্রেমিকাগণ কবিতা বুঝলেও কবিতার কবিকে বুঝেনি। কবির কবিতায় অন্যজনের প্রেম হয়,কবি নিঃস্ব তাই কবিতা লেখে।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হ্যা তাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.