নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তিনটি পুরান বিরক্তকর গল্প

১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯



১। এক মহিলা প্রতিদিন তার বাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করে- সকল প্রশংসা আল্লাহর।
পাশের বাড়ির এক নাস্তিক তাই শুনে জবাব দেয়- আল্লাহ বলতে কিছু নেই।

একদিন মহিলা উঠানে দাঁড়িয়ে চিৎকার করলো- হে আল্লাহ, আমার আজকের বাজারটা করে দাও।
একটু পরে সে দেখলো তার বাড়ির বাইরে ব্যাগ ভর্তি তরকারি-মাছ ইত্যাদি পড়ে আছে। মহিলা বাজার দেখে চিৎকার করে বললো- সকল প্রশংসা আল্লাহর।
পাশের বাড়ির নাস্তিকটি বললো, আল্লাহ বলে কিছুই নেই। আমি ওই বাজার করে দিয়েছি।
মহিলা বললো- সকল প্রশংসা আল্লাহর। তিনি শুধু আমার বাজারই করে দেননি, শয়তানকে দিয়ে তার দামও পরিশোধ করিয়েছেন।

২। এক গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছে টুনটুনি পাখি বাসা বেঁধেছে।
বাসার ভেতর তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। গৃহস্থের বিড়ালটা ছিল ভারি দুষ্টু। বিড়াল খালি ভাবে, টুনটুনির ছানা খাব। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, ‘কী করছিস রে টুনটুনি?’
টুনটুনি মাথা হেট করে বিড়ালকে বলল, ‘সালাম মহারানী।’
বিড়াল খুশি হয়ে চলে গেল।

এমনি রোজ আসে বিড়াল।
টুনটুনি তাকে সালাম জানায় আর মহারানী বলে। এর মধ্যে টুনটুনির ছানা গুলো বড় হয়েছে। সুন্দর পাখা হয়েছে।
একদিন টুনটুনি ছানাদের জিজ্ঞেস করল, ‘বাছা, তোরা উড়তে পারবি এখন?’
ছানারা বলল, ‘হ্যাঁ, মা, পারব!’ ছানারা তখনই উড়ে গিয়ে পাশের তাল গাছে বসল।
টুনটুনি খুশি হয়ে বলল, ‘এবার আসুক দুষ্ট বিড়াল।’

একটু পরেই বিড়াল এসে আগের মতো জিজ্ঞেস করল, ‘কী করছিস টুনটুনি?’
টুনটুনি তখন পা উঠিয়ে ‘দূর হ, লক্ষ্মীছাড়া বিড়াল।’ বলেই ফুড়ুত করে উড়ে পালাল।
দুষ্ট বিড়াল দাঁত খিঁচিয়ে মুখ উঁচিয়ে লাফিয়ে গাছে উঠে বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হলো। টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পারল না।

(টুনটুনির গল্প বই পড়ে যে আনন্দ ও শিক্ষা আমি পেয়েছি, সারা জীবন আমার কাছে তা এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।)

৩। অনেকদিন আগে একবার আমি মিসির আলির মতোন করে একটা সমস্যার সমাধান করেছিলাম।
সমস্যাটা ছিল এই রকম- একটা মাদ্রাসায় অনেক গুলো ছেলেমেয়ে থাকত। প্রতিটা ছেলেমেয়েই ধনী পরিবার থেকে এসেছে। মাদ্রাসা মানেই কিন্তু এতিম ছেলেমেয়ে- এই ধারনা সঠিক নয়। সেই মাদ্রসায় আমার পরিচিত মিশু নামে একটা ছেলে থাকত।

একদিন মিশু বলল- তাদের মাদ্রসায় অদ্ভুত একটা ব্যাপার এক মাস ধরে ঘটছে। অদ্ভুত ব্যাপারটি হলো- মাদ্রসার প্রতিটা ছেলেমেয়ের পেষ্ট টিউব থেকে নাই হয়ে যায়। দিনের পর দিন একই ব্যাপার টিউব থেকে পেষ্ট উধাও হয়ে যায়।

এই সমস্যার সমাধান আমি তিন মিনিটে করে ছিলাম।
মাদ্রাসার এক হুজুর প্রতিদিন রাতে বেসিনে গিয়ে টিউব থেকে সব পেষ্ট বের করে ফেল দিত। আমি মাদ্রাসার হুজুর কে জিজ্ঞেস করলাম- আপনি এই কাজ কেন করেন? হুজুর লজ্জায় মাথা নত করে বললেন- পেষ্ট টিপ দিয়ে বের করতে আমার অনেক ভালো লাগে। অনেক আনন্দ পাই।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বেগুন গাছের কাটায় বিড়ালের নাজেহাল হওয়ার এই গল্প আগেও পড়েছি। অথচো আমি কখনো বেগুন গাছে কাটা দেখেছি বলে মনে পড়ে না। হয়তো সেইভাবে লখ্য করিনাই কখনো।

পেষ্ট ফেলে দেয়ার সঠিক কারণটি আপনি ধরতে পারেন নি।

১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

রাজীব নুর বলেছেন: বেগুন গাছে কাটা আছে কিনা আমি জানি না। সেভাবে কখনও খেয়াল করি নাই।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব দা

১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

পদ্মপুকুর বলেছেন: কিভাবে পেস্টের টিউব খালি হওয়ার রহস্যভেদ করলেন, সেটা লিখুন, নিশ্চয় সুখপাঠ্য হবে।

বেগুন গাছে কাটা আছেতো !! @ মরুভূমির জলদস্যু

১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: রহস্য টা লিখলাম না। রহস্যই থাক। সব রহস্য বলতে হয় না।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: টুনটুনির অনেক বুদ্ধি।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বুদ্ধি থাকতেই হয়। তা না হলে জীবনে অনেক কষ্ট পোহাতে হয়।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪

কল্পদ্রুম বলেছেন: খুব বেশি বিরক্তিকর না তো।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: তাহলে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নাস্তিক মানবিক।সে মানবিক কাজ করেছে।সে ভেবেছে,মহিলার হয়তো আজকে বাজার করার কেই নেঁই বা টাকা নেঁই।আর মহিলা বিশ্বাসী তাই সত্যিটা শুনেও সে বিশ্বাসে দৃঢ় ছিল।
দুই রকমের বেগুন গাছ আছে।কাটা ওয়ালা ও কাটা ছাড়া।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে বেগুন সমস্যা মিটমাট করার জন্য।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: চড়ুই পাখির গল্প টা তো দারুন, আমি প্রথম পড়লাম।

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

সামিয়া বলেছেন: টুনটুনি হবে সরি

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২২

রানার ব্লগ বলেছেন: হ্যা এইরকম অদ্ভুত ব্যাপার অনেক আছে, আমার এক কাজিন সাবান খেয়ে ফেলে !! তার যন্ত্রনায় বাথরুমে সাবান রাখা যায় না, সে রাতে চুরি করে সাবান খেয়ে ফেলে।

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: হায় হায়----
বলেন কি !!!!!

১০| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১

এম. হাবীব বলেছেন: টুনটুনির মত মাথায় বুদ্ধি না রাখলে সমাজের কিট শ্রেণীর নির্বোধেরা জীবন নিয়ে ছিনিমিনি খেলবে।
গল্পগুলো বিরক্তিকর হয়নিতো! ভালই লেগেছে...

১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.