নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষ যা ভাবছেন

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৪৬



যে পাঁচজন প্রথম করোনার ভ্যাকসিন নিলেন-
সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা
মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মোবেন
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা
পুলিশ সদস্য দিদারুল ইসলাম
বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ

১। কবে যে পাবো ভ্যাকসিন?! মায়ের হাঁপানি, ডায়াবেটিস, হাই প্রেশার উনার জন্য জরুরি দরকার।

২। মুড়ি-মুকড়ির মত এ্যান্টিবায়োটিক খাওয়া আমরা যখন ভ্যাকসিনের ভয় করি, তখন ভ্যাকসিন বেচারা আত্বহত্যা করতে চায়!

৩। ভ্যাক্সিন নিলে যদি চুল পড়া কমায় তাইলে আমি সবার আগে লাইনে দাঁড়াবো!

৪। টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না; সবাইকে দিয়ে নেই, তারপর নেবো।’

৫। দেশের একজন সিআইপি, ভিআইপি, মন্ত্রী, এমপি, আমলা বাদ থাকাবস্থায় আমি টিকা নিতে চাই না! কারণ আমার বেঁচে থাকার চাইতে ওনাদের বেঁচে থাকাটা দেশের জন্য বেশি জরুরী।

৬। করোনা Covid-19 : -
হয়তো ইহা একটি আশির্বাদ সৃষ্টিকর্তা বা প্রকৃতি হতে।
কারণ মানুষ জানোয়ার থেকে অধম এর পর্যায়। হয়তো সংকেত আসছে আবার তোরা মানুষ হো!
আলো আসবেই...

৭। 'ভ্যাকসিন কূটনীতি'তে জয়ী বাংলাদেশ। বিশ্বের ৫৪ তম রাষ্ট্র হিসেবে আজ বাংলাদেশে শুরু হলো করোনা টিকাদান কর্মসূচি।

৮। বড্ড অসময়ে জীবনে যা আসে তা হাত পেতে নেয়ার ক্ষমতা সবার নেই বলেই আমরা পূর্ণ নই!

৯। তোমার করোনাপ্রবণ এলাকায় আমি টিকা হয়ে এসেছিলাম
অথচ তুমি সংশয়ে পড়ে আমাকে ফিকা (ছুড়ে) মারলে।

১০। রংপুরে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১°সেলসিয়াস।

১১। শীর্ষ নেতারা প্রথম করোনা টিকা (এলার্জি-প্রদাহ) নেয়ার সাহস দেখাতে পারেনি।

১২। মানুষ করোনা বা করোনার ভ্যাকসিন নিয়ে মোটেও চিন্তিত না। নির্বাচন নিয়েও চিন্তিত না। জনগন যা বুঝার বুঝে গেছে।


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


দেশে কি হচ্ছে? আমি তো মনে করেছিলাম, শেখ হাসিনা একা নিলেই জাতির টিকা নেয়া হয়ে যাওয়ার কথা! আপা সব জানেন, আপা নিলেই সবার নেয়া শেষ!

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আপাকে শুধু তার দলের লোকজন ভালো বলেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



শেষ অবধি, বাংলাদেশের বেশীরভাগ মানুষের টিকা নেয়া হবে না, হয়তো

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আপনার এরকম্মনে হচ্ছে কেন?
পর্যায় ক্রমে সবাই টিকা পাবে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩০

কবিতা ক্থ্য বলেছেন: করোনার টিকা জনগনের স্বাস্হ্যের জন্য না- কারো জন্য ইহা রাজনীতি, বাকীদের জন্য পলিটিক্স।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: এই দেশে রাজনীতি, নির্বাচন, ভোট এসব নিয়ে কেউ আর ভাবে না।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৪

নাসরীন খান বলেছেন: সবকিছু আউলা লাগতাছে।কোনডা যে ঠিক বুঝতাছি না রাজীব ভাই।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: মন যা বলে সেটাই শুনুন। মন ই যে ঈশ্বর।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৮

সাসুম বলেছেন: বাংলাদেশে একটা বিশাল অংকের মানুষ এখনো বিলিভ করে আল্লামা লইট্টাফিস চাদে গিয়ে চন্দ্র বিজয় করেছেন।
একটা বিশাল অংশ এখনো বিলিভ করে ইব্রাহিমস্টাইন হুজুর এর কথা এক্কেরে ঠিক, চালের দানার মত ভাইরাস মানুষের পুটকিতে ঢুকিয়ে মাইক্রোসফট এর মালিক সবাইকে বশে নিয়ে আসবেন।
একটা শ্রেনী এখনো বিলিব করে, হুজুর ট্রেক মনোয়ার নিজে এক ঝাড়ফুক দিলেই সব কোরোনা চলে যাবে।
একটা শ্রেণী এখনো বিলিভ করে, করোনা বলে কিছু নেই, সব আম্রিকার চাল।

একটা শ্রেণী এখনো বিলিভ করে, করোনা আমাদের দেশে আসলে কোরান মিথ্যা হয়ে যাবে।
একটা শ্রেনী এখনো বিলিভ করে, শেখ হাসিনা দেশে বেঁচে থাকতে করোনা আসবে না।
একটা শ্রেণী এখনো বিলিভ করে, ওবায়দুল কাদেরের আওয়ামীলীগ , করোনার চেয়ে বেশী শক্তিশালী।

একটা শ্রেণী এখনো বিলিভ করে, ভারত গরুর মুত ভরে করোনার টিকা পাঠাচ্ছে আমাদের দেশে।
একটা শ্রেণী এখনো বিলিভ করে, টিকার মধ্যে শুকর এর চর্বি আছে, তাই টিকা হারাম।

এখন আমাকে বলেন, এত এত ভক্সড দেশে থাকতে, সবাইকে টিকা দেয়া যাবে এটা কিভাবে ভাবতে পারলাম আমরা?
এই উপমহাদেশ এর মানুষ হল ছাগল। আর আমাদের বংগভূমের মানুষ গুলা হল, রাম ছাগল। একদম পিউর কাঠাল পাতা খোর।

আমাদের দেশের সাধারণ মানুষ জীবনেও নিজ ইচ্ছায় টিকা নিবেনা। এটা লিখে নিতে পারেন। একান্ত বাধ্য না হলে কেউ টিকা নিবেনা।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ফ্রি পেলে এই টিকা অনেকেই নিবে।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাধারন মানুষের ভাবার খুব একটা সময় নাই,ভাবছে অসাধারন মানুষরা।যারা সাধারনদের প্রভাবিত করতে চায়।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

জুল ভার্ন বলেছেন: আমি ভ্যাক্সিন নিচ্ছিনা -এটা নিশ্চিত।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: আমিও নিবো না।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: চাইলেও হয়ত সবাইকে ভ্যাক্সিন দেয়া সম্ভব হবেনা এই মুহুর্তে। শংকা-আশংকা থাকবেই। যারা নিচ্ছে তাদের সাহসিকতার জন্যে অভিনন্দন এবং শুভকামনা। আমি আলহামদুলিল্লাহ ভাল আছি।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: পর্যায় ক্রমে হয়তো সবাই পাবে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭

নেওয়াজ আলি বলেছেন: তবুও মানুষের হুশ হয় না। তবুও মানুষ করে দাদাগীরি

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

কল্পদ্রুম বলেছেন: এগুলো তো সাধারণ মানুষের অসাধারণ ভাবনা।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.