নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্ট

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩




সাইকেল চালানো যেকোনো দেশের অর্থব্যবস্থার জন্যই ক্ষতিকারক।

কারণ :
• সে গাড়ি কেনে না,
• সে লোন নেয় না,
• সে গাড়ির বীমা করায় না,
• সে গাড়ির তেল কেনে না,
• সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না,
• সে গাড়ি পার্কিং এর খরচ করে না,
• সে মোটা হয় না,

হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়, কারণ :-

• সে ওষুধ কেনে না,
• সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না,
• সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।

ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে 30 জনের চাকরি তৈরি করে, কিভাবে ?

10 জন Heart এর চিকিৎসক,
10 জন দাঁতের চিকিৎসক,
10 জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।

বিশেষ দর্শন :-
যারা পায়ে হেটে যাতায়াত করে তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,
কারণ, সে তো সাইকেলটাও কেনে না ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



করোনার টিকা বাঁচিয়ে দিবে বাংগালীরা

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: বাজেট তো হয়ে গেছে। কাজেই পাবলিক টিকা নেক বা না নেক। খরচ হবেই।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরন: সাইকেলে চলাচল ও পায়ে হাঁটা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। ;)

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গাড়ি দেশে তৈরি হলে কিছুটা ঠিক ছিল।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯

কলাবাগান১ বলেছেন: অন্যের লিখা দিয়ে পোস্ট দিলে সোর্স টা দেওয়া উচিত বলেই মনে করি....সব কিছুই হে হে হে বলে উড়িয়ে দেওয়া ঠিক না

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সোর্স টা আপনি দিয়ে দিবেন। তাই দেই নি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই চাকার সাইকেলের চেয়ে ছোটোদের তিন চাকার সাইকেল নিরাপদ।
ঢাকা শহরে মানুষ সুস্থ থাকে কিভাবে এটা নিয়ে গবেষণা করা উচিত। গবেষকদের আয় বাড়বে। পরিনামে দেশের জিডিপি বাড়বে।
দেশের সব স্লো ফুড বন্ধ করে দেয়া উচিত। স্লো ফুড খেয়ে ব্লগাররা স্লো হয়ে যাচ্ছে।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষ কেউ সুস্থ না। সবারই কোনো না কোনো রোগ আছেই।
দেখেন না হাসপাতাল গুলোতে কি ভয়াবহ ভিড়

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার কাছে সাইকেল জার্নি বেষ্ট ;)

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

ঢাকার লোক বলেছেন: হল্যান্ডে প্রচুর লোকজন সাইকেল ব্যবহার করে, ছোট দেশ, শহরগুলো একটা থেকে আরেকটার দূরত্ব কম, তাই গাড়ির চেয়ে সাইকেল বেশি জনপ্রিয়। শহরে গাড়ি পার্কিং এর মত সাইকেল পার্কিংও আছে যাতে লোকজন সাইকেল রেখে প্রয়োজনীয় কাজ কর্ম করে আবার ফিরে যেতে পারে। একবার এক ডাচ্ দম্পতি প্লেনে আমার পাশের সিটে বসে লন্ডন থেকে ঢাকা আসছিল, ওদের ছেলের বউ ঢাকায় কোন এক সাহায্য সংস্হায় কিছু দিনের জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। ওকে দেখতে আসছে। আমাকে জিজ্ঞেস করল, ঢাকায় সাইকেল চালানোর সুযোগ সুবিধা কেমন? আমি শুধু বললাম, ঢাকা ইজ ভেরি ভেরি ডিফারেন্ট দ্যান ইওর আমস্টারডাম! এর চে বেশি কিছু আর বলতে পারিনি!

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: আমস্টারডামকে সাইকেলের শহর বলা যেতে পারে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: অনেক আগে ফেসবুকে পড়েছি

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.