নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

The truth is that there is no better time to be happy than right now.

২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১



১। কিছু মানুষ উপহাস এবং সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে।
সহজ সরল সত্য হলো- যারা সমালোচনা করে ওরাই বেশি সমালোচিত হয় এবং যারা উপহাস করে ওরাই উপহাসিত হয়।

২। একবার আপনারা ভাবুন কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন ভবিষৎ প্রজন্মর জন্য ! গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই। বাসায় শান্তি নাই, এমন কি ব্লগে- ফেসবুকেও শান্তি নাই। কেন আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করছি? আসুন আমরা সবাই চেষ্টা করে দেখি- সুখে শান্তিতে বাস করতে পারি কিনা।
কীভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না।

৩। কোনো সুস্থ মানুষের পক্ষে 'saw' মুভি টা দেখা সম্ভব নয়। 'SAW' মুভিটা দশ মিনিট দেখার পর, আমার দম বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। কাটাকাটি, রক্তপাত সবমিলিয়ে ভয়াবহ অবস্থা। বাকিটুকু দেখার ইচ্ছা বা সাহস হয়নি। দশ মিনিট দেখেই- আমার অবস্থা কাহিল। তবে এই ছবির একটা ভালো দিক বলি- যদি মানুষকে বলা হয়- যদি তোমরা দুনিয়াতে খারাপ কাজ করো- তাহলে তোমাদের মৃত্যুর পর এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে খারাপ মানুষ গুলো সব ভালো হয়ে যাবে।

৪। অলিম্পিকে ৯ জন প্রতিবন্ধী অংশ গ্রহন করেছিল, তারা সকলেই ছিল মানসিক বা শারিরীক ভাবে প্রতিবন্ধী। সকলেই বাঁশি বাজার সাথে সাথে দৌড় শুরু করে দিল।

একজন খোঁড়া ছেলে দৌড়তে দৌড়তে হঠাৎ আছড়ে পড়ল মাটিতে, যন্ত্রনায় কুঁকড়ে উ্ঠল তার মুখ! চিৎকার করে আকাশের পানে তাকিয়ে সে হতাশায় কেঁদে ফেলল! যে সকল দর্শকেরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছিলেন –এই আকস্মাৎ দুর্ঘটনায় থেমে গেল তাদের করতালির তান! বাকি আট জন তার কান্না শুনে যখন উপলব্ধি করল তারা তাদের বেগ কমিয়ে দিল!
তারা সেই ছেলেটির যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকালো? আবার দৌড় শুরু করল? না ...... সকলকে অবাক করে দিয়ে তারা আট জনই ফিরে আসল... সেই আট জনের দলের মধ্যে মারাত্মক মারণ ব্যাধিতে (ডাউন সিন্ড্রোম, এটি একটি জেনেটিকাল ডিসঅর্ডার) আক্রান্ত এক মেয়ে ছিল সেই মেয়েটি খোঁড়া ছেলেটিকে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলল....
“Feeling better now?” তারপর ৯ জন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ভিক্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে গেলো।
সেই জয় অমলিন .... সেই জয় সকলের জয় ...
উপস্থিত সকল দর্শক দাঁড়িয়ে উঠে হাততালি দিল আর সেই হাততালির শব্দের রেশ রইল অনেক অনেক.... অনেকক্ষন।

৫। কোনো মানুষ যখন কোনো জিনিসকে পছন্দ করে ফেলে, তখন তার গুন বৈশিষ্ট প্রমান করার জন্য অসংখ্য যুক্তি খুজে বের করতেও তার বেগ পেতে হয় না। তেমনি কোনো জিনিস যদি অপছন্দ হয়, তবে তার দোষ-ক্রুটি প্রমানের ক্ষেত্রেও তার যুক্তির অভাব হয় না।

৬। আমার প্রিয় দশটি সিনেমা-
১/ A Beautiful Mind
২/ Children of Heaven
৩/ The Blind Side
৪/ Fire Proof-
৫/ Though None Go with Me
৬/ inception
৭/ Life is Beautiful
৮/ Who Am I
৯/ Home alone
১০/ A walk to remember

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: মুভিগুলো কোথায় পাবো...?

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: কিছু পাবেন ইউটিউবে।

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: এক নাম্বারটা কি নিজের ওস্তাদকে বললেন? :-B

আপনার প্রিয় দশটা সিনেমায় তো ভেবেছিলাম উইল স্মিথের The Pursuit Of Happyness নামটা থাকবে। যতোদুর মনে আছে, আপনি মুভিটা দেখেছেন। এটা কি আপনার সেরা দশে আসার মতো মুভি না?

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সারা বিশ্বের সম্পদ।

গত অক্টোবর এ এই মুভি গুলো দেখেছি।
আমার প্রিয় মুভি গুলো এখানে নেই।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


২ নং:

শেখ হাসিনা ও প্রশাসন দেশকে এমন অবস্হায় এনেছে, ইহাকে কেহ ফিক্স করতে পারবে না।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: দেশে তো কেউ না খেয়ে নেই।
বরং বাড়ি বেশি হচ্ছে। লোকজন পাগলের মতো গাড়ি কিনছে।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: ৪ নম্বরটা সবচেয়ে বেশি ভাল লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: কারন আপনি মানবিক মানুষ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫

Subdeb ghosh বলেছেন: মুভিগুলোর নাম লিখে রাখলাম।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: হ্যা দেখবেন। ভালো লাগবে।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৫

ঢাকার লোক বলেছেন: আপনার প্রিয় ১০ টা মুভির মাঝে একটও বাংলা মুভি নেই, মানলাম; একটাও হিন্দি মুভি নেই, সে কেমন? শুনি আজকাল সবাই হিন্দি মুভি দেখে!

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: এখানে আসলে সবভ মুভির নাম দেই নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.