নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৫

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৮



প্রিয় কন্যা আমার-
প্রতিদিন কত কিছু যে ঘটে যাচ্ছে। তোমার ছোট চাচার খুব শ্রীঘই বিয়ে হয়ে যাবে। আজ বাসায় অনেক লোকজন এসেছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তোমার মা, আর তোমার বড় মা অনেক কিছু রান্না করেছেন। সাথে আছে নানান রকমের পিঠা। আমার প্রিয় বিবিখানা পিঠাও বানানো হয়েছে। পোলাউ, গরুর মাংস, চিংড়ি ফ্রাই, রোস্ট, টিকিয়া, সেমাই, পায়েস ইত্যাদি। প্রতিটা খাবারই খুব মজা হয়েছে। চিংড়ি ফ্রাইটা আর গরুর মাংসটা অসাধারণ হয়েছে খেতে। অবশ্য আমি খুবই অল্প খেয়েছি। কারন সকাল থেকেই আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। খুব গলা বুক জ্বলছিল। যদিও গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। কিন্তু কোনো উপকার পাইনি।

গতকাল রাতেও পোলাও টোলাউ খেতে হয়েছে।
এলিফ্যান্ট রোড গিয়েছিলাম আমার ফুপুর বাসায়। রাত বারোটায় বাসায় ফিরেছি। ফুপু দুনিয়ার খাবার রান্না করেছেন। যদিও পোলাউ এখন ভালো লাগে না। ভালো লাগে সাদা ভাত। ঝরঝরে সাদা ভাত। আজ সকালেও পোলাউ খেতে হয়েছে। ফুপু অনেক খাবার দিয়েছেন। সকালে ভাবী গরম করে পোলাও আর রোষ্ট খেতে দিয়েছেন। যখন ভাবি খাবার খাওয়া কমিয়ে দিবো, তখনই আরো বেশী খেতে হয়। আমার একমাস আগে ওজন ছিলো ৮৫ কেজি। আজ মেপে দেখলাম ওজন হয়েছে আশি কেজি। অর্থ্যাত পাচ কেজি কমেছি। আমি আরো দশ/বিশ কেজি কমতে চাই। আমি চাই আমার ওজন ৬০ কেজির মধ্যে থাকুক।

প্রিয় কন্যা আমার-
ছাদে আমার যে আম গাছটা রয়েছে তাতে মুকুল দিয়ে পুরো গাছ ভরে গেছে। মনে হচ্ছে এবার খুব আম হবে। অবশ্য এবার আমি আম গাছের খুব যত্ন নিয়েছি। আম গাছের পাশে আছে পেয়ারা গাছ। তবে পেয়ারা গাছটা মনে হয় বাঁচবে না। সব পাতা পড়ে গেছে। অথচ অনেক যত্ন করেছিলাম। যাই হোক, এখন তোমাকে অন্য খবর জানাই। আমাদের দেশে করোনা পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। নতুন আক্রান্ত হয়েছে ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ৩৩৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১২০৮৪ জনের। এখন পর্যন্ত মোট মৃত ৮১১১ জন। আক্রান্ত ৫৩৪৭৭০, সুস্থ ৪৭৯২৯৭ জন। এদিকে চিন্তার কিছু নাই- ভ্যাকসিন এসে গেছে আমাদের দেশে।

প্রিয় কন্যা আমার-
ফারাজা তাবাসসুম খান (ফাইহা)। তোমার নামটা কি তোমার পছন্দ হবে? আমার নাম রেখেছিলেন আমার দাদা। তোমার নাম রেখেছেন তোমার বড় চাচা। আজ তোমার এক মাস হয়ে গেছে। এই তো সেদিন তোমার জন্ম হলো! সময় কত দ্রুত চলে যায়। আমি তোমাকে প্রতিদিন কোলে নিই। তোমার সাথে অনেক গল্প করি। তুমি আমার কথা গুলো খুব মন দিয়ে শুনো। তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি- তুমি আমার কথা গুলো বুঝতে চেষ্টা করছো। হয়তো বুঝতেও পারো। তোমাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমার কোলে উঠতে তুমি খুব পছন্দ করো। মাঝে মাঝে আমি তোমাকে গোছল করিয়ে দেই। তোমার ডায়পার বদলে দেই। জামা পড়িয়ে দেই। ছাদে নিয়ে গিয়ে তোমাকে রোদে দেই। এত বেশী রোদে দিয়েছি যে তোমার গায়ের রঙ কালো হয়ে গেছে।

প্রিয় কন্যা আমার-
আমি প্রতিদিন তোমার কপালে একটি করে চুমু দেই। তোমার জন্য প্রার্থনা করি। এখন আমি নিজেকে নিয়ে ভাবি না। তোমাকে নিয়ে ভাবি। আমি যতক্ষন বাইরে থাকি, একটু পরপর বাসায় ফোন দিয়ে তোমার খবর নিই। রাতে ঠিক মতো ঘুমাই না। একটু পরপর ঘুম থেকে উঠে তোমার দিকে তাকাই। তোমার গায়ে কোনো মশা বসেছে কিনা চেক করি। যদিও প্রতিদিন মশারী টানাই। কিন্তু আগে কোনো দিন আমি মশারীর ভেতর ঘুমাই নাই। আমি ঘরে আলো জ্বেলে ঘুমাতে পারি না। অথচ এখন সারারাত ঘরে বাতি ছাড়াই থাকে। এক মুহুর্তের জন্যও বন্ধ করি না। আমার দীর্ঘ দিনের রুটিন পুরো বদলে দিয়েছো তুমি। মুভি দেখি না, ব্লগেও বসতে পারি না। গান শুনতে পারি না। বাইরে বেশীক্ষন আড্ডা দিতে পারি না। তবু আমি খুশি তোমাকে নিয়ে।

সেদিন সামুর ব্লগার কবীর হুমায়ূন তোমাকে নিয়ে একটি সুন্দর সনেট লিখেছেন।

অতুল সুগন্ধী যতো পৃথিবীতে আছে,
আনন্দের সুখকর; কবি-গৃহকোণ
আলোকিত করে যেনো এলো ধরা মাঝে
এক টুকরো হীরে-খণ্ড; ঘটে বিচ্ছুরণ
বছরের শেষ দিন বৃহস্পতিবারে।
দুই হাজার একুশে করোনার ত্রাসে
কম্পমান বিশ্ব; তুমি যে এলে সংসারে
ফারিজা ফাইহান নামে, অনন্ত উল্লাসে।

মানুষের দাসত্বের সকল শৃঙ্খল
একদিন ছিন্ন হবে পরশে তোমার;
এমন বলিষ্ঠ জ্ঞান, মেধা, শক্তিবল
অর্জন করো হে তুমি, প্রার্থনা আমার।
সুস্থ ও সুন্দর থেকো এই কামনায়;
স্নেহ ও প্রেমে, এ চাচ্চু আশিস জানায়।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৮

রামিসা রোজা বলেছেন:

মাশাআল্লাহ কি সুন্দর করে হাসছে , ভালো লাগলো ।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১৯

রাজীব নুর বলেছেন: আমি কোলে নিলেই সে খুব খুশি হয়।
আমি তার সাথে নানান রকম গল্প করি। আমার কথা শুনে আর হাসে।

২| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



ছবিটা অদ্ভুত সুন্দর হয়েছে, মনে হচ্ছে, আপনার কথা শুনে হাসছে।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: হ্যা ওর মুখের ভাব ভঙ্গি দেখে মনে হয়- ও আমার কথা বুঝতে পারেছে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সারটা জীবন এমনি করে আগলে রাখবেন মেয়েদের।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
দোয়া করবেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ অসাধারণ রাজীব দা

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: আপনি কিভাবে ওজন কমালেন আমাকে প্লিজ জানান। আমার ওজন কিছুতেই কমছে না :( । যদিও এখন আর তেমন খাওয়া দাওয়া করি না।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: কম খেয়েছি। আর হেটেছি।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: আপনার কন্যা ফাইহাকে নিয়ে এই লেখাগুলো খুব ভালো লাগছে। সন্তানের প্রতি তার বাবার নিবিড় ভালোবাসা ফুটে উঠছে, অসাধারণ।

আপনি এই লেখাগুলোকে বই আকারে রূপ দিতে পারেন। ভেবে দেখবেন আশা করি।

যখন ফাইহা বড় হবে, বুঝতে শিখবে তখন লেখাগুলো পড়বে ও অবাক হয়ে ভাববে ওর প্রাণপ্রিয় বাবা ওকে কত না ভালোবাসে ।

আরেকটা কথা আপনি আপনার বড় কন্যা পরিকে নিয়ে যদিও অনেক লিখেছেন তবুও তাকে নিয়েও আরো লিখবেন। তারা বেড়ে ওঠার সকল দৃশ্যপট চিত্রিত হয়ে থাকবে আপনার লেখায় মাধ্যমে।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: কন্যাকে নিয়ে লেখা গুলো বই আকারে প্রকাশ করার চিন্তা মাথায় আসে নি। এরকম কোনো ইচ্ছাও নেই।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

ইসিয়াক বলেছেন: গতকাল আমি এ্যলিফ্যান্ট রোড়ে ছিলাম সারাদিন। আপনি তো আমায় একবারও ডাকলেন না দেখা করার জন্য। আমিও আর রাগ করে আপনার নাম্বারে ফোন দেইনি। দরকার নেই দেখা হবার :( । যদি ভার্চুয়ালি বন্ধু ব্লগারদের মধ্যে আপনার সাথে সর্বপ্রথম দেখা করার ইচ্ছা ছিলো খুব। যাহোক ভালো থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

জুন বলেছেন: ইশ কি মিষ্টি হাসি মাশায়াল্লাহ। ওকে নিয়ে লিখবেন সাথে পরীকেও ভুলবেন না।

@ইসিয়াক, প্রথমে চেক করেন আপনার থাইরয়েডের প্রব আছে কি না। এই সমস্যা থাকলে হাজার ডায়েটিং এ ও কাজ হবে না চিকিৎসা না করা পর্যন্ত। না থাকলে প্রতি রাতে এক/দুই চামচ জিরা এক গ্লাস পানিতে ভিজিয়ে সকালে খাবেন। অথবা জিরা গুড়াও পানিতে গুলে খেতে পারেন। এক মাস পরে আমাকে জানাবেন :)

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: পরী ফাইহা আমার কলিজা। ভুলে যাওয়ার প্রশ্নই আসে না।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মাশাআল্লাহ

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: মেয়ের জন্য আন্তরিক দোয়া রহিল। মাশাল্লাহ

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫

রক বেনন বলেছেন: আপনি একজন ভাগ্যবান বাবা, নিজের সন্তানকে সারাদিনে অনেক খানি সময় দিতে পারেন। আপনার কন্যাও ভাগ্যবতী কারণ সে সারাদিন মায়ের পাশাপাশি বাবাকে ও কাছে পায়! ভালো থাকুন চিরদিন।

৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। মন্তব্য করার জন্য।

১২| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: আহালে বেবিটা। একটা পুতুল পুতুল বেবি।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

তারেক ফাহিম বলেছেন: সন্তানের জন্য বাবা অনেক অভ্যাসকে বদলে দিতে পারে।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: হতা তাই তো হচ্ছে।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

এম ডি মুসা বলেছেন: নতুন শিশু দেখলে সুকান্ত ভট্টাচার্য কবিতা মনে পড়ে
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
কতটুকু পেরেছি মোরা সরাতে জঞ্জাল, নাকি অহংকার বুকে রেখেছি পুরোনো স্মৃতিকে, বুকে জড়িয়েও সে কতইনা আদরে। সময় বদলিছে, কিন্তু সেটা মিছে, ভাবে বসে বর্ষীয়ান। তাই সে বলে, আমাদের সময় সে দিব্যি যথার্থ, কত কিনা করলাম, কত কিনা খাইলাম। মানুষে মানুষে কতইনা সৌহার্দ্য ছিল। বর্ষীয়ান করে ধুলো নতুন প্রজন্মগুলো, নাকি বহু বেয়াদব। কেমনে করে সে আশা, না সরায়ে জঞ্জাল; চায় নতুন প্রজন্মও তাতে দিবে গাছের ডাল। কিন্তু চেষ্টা সে করিবে, বুড়ো বুকের বলে, মান্য করিতে বাধ্য নতুন প্রজন্মকে ছলে। নতুন প্রজন্ম তাই বাধ্য হয়ে, জঞ্জালের ওপর জঞ্জাল ঢালে। তাহলে নতুন প্রজন্ম এগোবে কীভাবে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: সেটাই। এই চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

এম ডি মুসা বলেছেন: সনেট ভু....... ছিলো, যুগল শব্দ, অক্ষরবৃত্ত চার মাত্রা

কবিতা উপহার সবচেয়ে একটি নির্ভুল কবিতার শুভেচ্ছা

ফারিজা ফারহানের নেমে।।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: মেয়ের নাম হচ্ছে ফারাজা তাবাসসুম খান (ফাইহা)।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:

খুব সুন্দর মাশাআল্লাহ
ফারিহা সাথে পরীর জন্যও এক রাশ শুভেচ্ছা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: ফারিহা না স্যার। ফারাজা।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১০

ডঃ এম এ আলী বলেছেন:
ভ্রমের জন্য সরি । এর পর থেকে মনে থাকবে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৮

করুণাধারা বলেছেন: শুধু নিজের কথা বলছেন কন্যাকে। ওর মা আর বোনের খবরো কিছু বলেন ওকে!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: হ্যা ওদের কথাও বলব সামনের দিন গুলোতে।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: মাশাআল্লাহ, রাজকন্যার হাসিটা খুব সুন্দর!
খুব ভাল হচ্ছে আপনার এ সিরিজ টা। + +
পরীকে নিয়ে এমন সিরিজ লিখেছিলেন? না হলে বড় হয়ে দু'বোনে মিলে আবার ঝগড়া ঝাটি লেগে যেতে পারে। উভয় বোনের জন্য শুভকামনা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: না পরীকে নিয়ে এভাবে ধারাবাহিক লেখা হয়নি। তবে মাঝে মাঝে দুই চার টা লিখেছি।
দোয়া করবেন। এবং আপনি ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.