নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্বামী স্ত্রী

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৪




একদিন শফিক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন?
সহকর্মী বলল- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না।
শফিক জিজ্ঞেস করলো- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন?

সহকর্মী বলল, যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই। আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী। আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাই না। এই জন্য আমাদের সংসারে ঝামেলা হয় না। ঝগড়া হয় না। আমার স্ত্রীও খুশি, আমিও খুশী। পাড়া প্রতিবেশী অবাক আমাদের ঝগড়া হয় না দেখে।

শফিক তখন বললো, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।
সহকর্মী বলল, ছোট-খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, নিউ মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট-খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।

শফিক জিজ্ঞেস করলো- তাহলে সংসারে আপনার ভূমিকাটা কি?
সহকর্মীটি তখন বললো- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে। যেমন আমেরিকা ইরানকে আক্রমন করা উচিত কিনা, ভাসান চরে রোহিংগাদের স্থায়ী বাস হবে কিনা। বিএনপি আগামীতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে কিনা, ব্রাজিল ফুটবল টিমের কোচ কাকে বানানো উচিত ইত্যাদি। এবং আপনি কি জানেন, আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায় নি।


ছবিঃ আমার তোলা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখের সং ষাড়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: সুখ তো দুনিয়া থেকে উঠেই গেছে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুনিয়া থেকে উঠে যায় নাই,বলেন কোন কোন দেশ থেকে উঠে গেছে।গাজী সাহেব ভাল বলতে পারবেন, কোন কোন দেশে দোজখের আজাব চলছে।একটু সাবধানে থাকবেন, কেউ কেউ হুমকি দিচ্ছে,আর ছাড় দেয়া হবে না।
না পড়া থাকলে পড়ে নিবেন,বিশ্বাসের ভাইরাস।লেখক নিজেই এই ভাইরাসের শিকার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৯

রাজীব নুর বলেছেন: জানি, পড়েছি।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংসার সুখের হয় রমনীর গুণে
যদি তার স্বামী কানে কম শুনে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: হুম, ঠিক।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন:
" ত্যাগ এবং সমঝোতা " সংসারের সুখের মূলসুর।যদিও এটা নর-নারী উভয়ের জন্যই প্রযোজ্য তবে সুখী সংসারের মূলই হল ভালবেসে :(( (চোখ-কান বুজে) স্ত্রীর সব কথা-কাজ স্বামীর মেনে চলার মাধ্যমে।

আর যদি এটা মেনে না চলা হয় তাহলে কি হয় তা তারাই জানে যারা বউয়ের সাথে মতবিরোধে জড়িয়ে সুখ-শান্তি বিসর্জন দিয়েছে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.