নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জয় গুরু

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬



লেখক শিবরাম চক্রবর্তী বিহারে রাতের ট্রেনে ভ্রমন করছিলেন। রাত বাড়তে পাশে বসা সহযাত্রীরা ক্রমশঃ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলেন। লেখকের ট্রেন যাত্রায় ঘুম আসেনা। তিনি একটি ব‌ই খুলে পড়তে শুরু করলেন উল্টো দিকের সিটে বসা ৫-৬ জনের মাঝখান থেকে লেখককে উদ্দেশ্য করে বললেন- "আপনি ঘুমাবেন না?" "না ট্রেনের দুলুনিতে ঘুম আসেনা। ব‌ই পড়ে রাত কাটিয়ে দেব"--
" -তাহলে আমার একটা উপকার করতে হবে"_
"কী?
রাত আড়াইটায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। তার পরেই আমার ষ্টেশন এসে যাবে
লেখক সন্মত হলেন। যাত্রীটি অন্যদের মতোই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন।

শীতের শেষ রাতে লেখকের‌ও চোখের পাতা জড়িয়ে এলো।
হঠাৎ সহযাত্রীর চিৎকারে সচকিত হলেন। চোখ খুলে দেখেন, সেই সহযাত্রী তার‌ই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামরা মাথায় তুলছেন। অন্য যাত্রীরাও জেগে গিয়েছেন। জানলার ওপাশে হালকা ভোরের‌ আলো ফুটেছে। সময় মতো জাগিয়ে না দেওয়ার জন্য ও নির্দিষ্ট ষ্টেশন পার হয়ে যাওয়ার জন্য লোকটি লেখককে তুমুল গালাগালি দিতে লাগলো। লেখক ফ্যালফ্যাল করে চেয়ে নীরবে তিরষ্কার হজম করতে লাগলেন। কামরার অন্য যাত্রীরা এবার লেখকের পক্ষ নিয়ে এগিয়ে এলো এবং ওই যাত্রীকে থামিয়ে বললো, অনুরোধ রাখতে না পারা এমন কোনো অপরাধ নয় যে, ওই ভদ্র সন্তান কে এত গালাগালি শুনতে হবে। যাকে মাঝরাত পার করে নামতে হবে, জেগে থাকার দায় তার‌ই।"

লোকটিকে কোন মতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে বললেন, আপনি বা কেন নীরবে এত তিরষ্কার হজম করছেন? আমরা আপনার হয়ে কথা বলছি, অথচ আপনি আগাগোড়া চুপ,আশ্চর্য্য তো?
লেখক শান্ত ভাবে বললেন, যে লোকটাকে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে দিয়ে অন্ধকার ষ্টেশনে নামিয়ে দিলাম, সে না জানি কত গালাগালি করছে। তার কথা ভেবে এনার কথায় চুপ করে আছি।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


যাক, শিবরাম বাবু অন্তত চেষ্টা করেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: শিবরাম সমগ্র পড়েছেন? অত্যন্ত চমৎকার বই। না পড়লে আমি বলব অবশ্যই পড়েন। এতটুকু বলতে পারি বিরক্ত লাগবে না। সৈয়দ মজতুবা আলী থেকেও শিবরাম বেশী রসিক লোক।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শিব্রাম চকরবরতী।
অনেক মজার এক জন লেখক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: ইয়েস। সঞ্জীব থেকেও শিবরাম বেশী মজার লেখক।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

দীপঙ্কর বেরা বলেছেন: মজার লেখক। দারুণ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্যের দুঃখ যে নিজের হৃদয়ে অনুভব করতে পারে সেই তো প্রকৃত মানুষ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর বলেছেন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০

এম ডি মুসা বলেছেন: শুভ রাত্রি, মানুষ মানুষের ভেতরে প্রবেশ ‌করে অনুধাবন করতে পারে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রী। ঘুমান। সুন্দর ঘুম হোক।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

অধীতি বলেছেন: শিবরাম চক্রবর্তীর লেখাও অনেক হাস্যরসে ভরপুর

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি এমন বোকার বোকা শিবরাম চক্রবর্তী নামে যে একজন লেখক আছে এটাই জানা ছিল না।আমাদের পাঠ্য বইয়ে তার কোন লেখা ছিল বলে মনে পড়ছে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: হায় হায়---
প্রচন্ড দুঃখজনক।

যতই চোখে সমস্যা থাক, যতই অলস হোন, আর যতই বিরক্ত লাগুক শিবরা, সমগ্র পড়ে ফেলুন। তা না হলে মরার পর আফসোস করবেন।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৬

সোহানী বলেছেন: পড়েছিলাম অনেক আগে বাবার কালেকশানে ছিল বইগুলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.