নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করলে সে সুখী হয় না, আনন্দ পায় না। শিং-এ শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে শিং ঘষলে সুখ পায় না, আনন্দ পায় না। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি! টেলিভিশন দেখে, আজাইরা আড্ডা দিয়ে জীবনের মূল্যবান সময়নষ্ট করি। অথচ আমাদের জীবনের আয়ু সীমিত।
প্রতি বছর ৫/৬ হাজার নতুন বই তো বের হয়। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বই পড়ার আগে ভাবতে হবে- আমি এই বইটি কেন পড়ব? বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন।
একজন অন্যতম সেরা লেখকের দুঃখ ছিলো মানুষ এক জীবনে ১০ হাজারের বেশী বই পড়তে সক্ষম হয়না। লেখকের নাম হুমায়ুন আহমেদ। আমেরিকান মিউজিসিয়ান, ফিল্ম ডিরেক্তর ফ্রাঙ্ক যাপ্পা এই কথায় হইতো বলেছিলেন অন্য ভাবে“ এতো এতো বই অথচ এতো কম সময়”। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি!
২। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।
৩। পুরুষের ভালোবাসাই মেয়েদের শক্তি। জীবনের মূলধন। এই জন্যই ঈশ্বর ভালোবাসা-মান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। ভালোবাসাবাসির বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দেওয়ার প্রয়োজন হয় নাই।
৪। ১০ বছরে মধ্যে তেলের সর্বোচ্চ দাম! ১ লিটার তেল ১৪০ টাকা! সরকারের কার্যকর কোন পদক্ষেপ নাই! চাউলের কেজি ৬৫ টাকা। সরকার চুপ কেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: চেষ্টা করি।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক জীবনেই যত বেশি কাজ করবো জীবন তত বড় হবে যত কম কাজ করবো জীবন তত ছোট হবে।
এই নাটকেই মনে হয় আছে( অনেক আগে পড়া) কোথাও সত্য নাই, তাইতো মিথ্যা দিয়ে করতে হয় সত্যকে প্রতিষ্ঠিত।দর্শনের অনেক কথা আছে এই নাটকে।
পুরুষ ও নারী দুটিই স্বয়ংসম্পর্ক সত্বা( আমার ধারনা)
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি কি কোনো ব্লগ পোষ্ট লিখবেন না??
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮
রক্ত দান বলেছেন: তার পরেও আপনার লেখা পেলে একটু পড়ি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া জনাব।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
ইসিয়াক বলেছেন: চাল ও তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধি। সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না।নিম্ন মধ্যবিত্ত লোকজনদের দূর্গতি দেখার কেউ নেই। মনে হচ্ছে দেশে কোন সরকার নেই। যে যার মতো করে চলছে। লুটপাট আর লুটপাট। অথচ গত দুই তিন বছর আগে সবকিছু অনেকটা সহনীয় ছিলো। শেখ হাসিনা কি একটানা এতোদিন ক্ষমতায় থেকে ক্লান্ত হয়ে পড়েছেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার জাগায় আপনাকে বসিয়ে দিলে বুঝতে কত ধানে কত চাউল।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭
এমেরিকা বলেছেন: দেশে সরকার না থাকলে এত রাস্তা এত ফ্লাইওভার কি হাওয়া থেকে এল? স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পদ্মা নদীর উপর কোনদিন সেতু হত কিনা সন্দেহ। আজকাল নির্বাচনের ফলাফল সবাই নির্বাচনের তারিখ ঘোষনার দিনই জেনে যাচ্ছে। এ সরকার না থাকলে তা কোন দিন সম্ভব হত? অন্য কোন সরকার ক্ষমতায় থাকলে আল জাজিরা সাহস করত এরকম একটা ডকুমেন্টারি বানাতে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
এম ডি মুসা বলেছেন: ৩নং পড়ে বিষ্ময় প্রকাশ
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: অনেকের বিষ্ময় প্রকাশ করার ক্ষমতাই থাকে না।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আসলেই জীবনটা খুবই ক্ষুদ্র!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: আফসোস হয়।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
৪ নং:
শেখ হাসিনা উনার শিক্ষা ও দক্ষতার তুলনায় কোটীগুণ বড় চাকুরী করেন, সেজন্য চাল ও তেলের দাম কত হওয়া উচিত, তা বুঝেন না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: আমি সহ সাধারণ মানুষ খুব কষ্টে আছেন।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৭
নেওয়াজ আলি বলেছেন: এক নাম্বার চির সত্য । চার নাম্বার চুপ থাকি
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলী সাহেব।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৫
তারেক ফাহিম বলেছেন: বই পড়ে আত্মিক উন্নয়ন না হলে তা কি কেবল সময় নষ্ট?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সময় নষ্ট হবে কেন?
বরং বলা যায় সময়টা কাজে লাগলো। সময় অপচয় হলো না।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথা বলেছেন রাজীব দা