নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক, দুই, তিন---

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১



১। হাজার বছর আগের ঘটনা।
এথেন্সের রাস্তায় দুই কবির দেখা হল।
একজন জানতে চাইল, কি হে, কেমন আছ? নতুন কিছু লিখলে নাকি?

শুনে অপরজন গর্বের সাথে জবাব দিলেন, আমি মাত্রই আমার জীবনের সেরা কবিতাটা লিখেছি। এটাই সম্ভবত গ্রীক ভাষার সেরা কবিতা।আমি এই কবিতাটা লিখেছি জিউসকে নিয়ে।
এরপর কবি পকেট থেকে এক টুকরো কাগজ বের করে বললেন, কবিতাটা আমার সাথেই আছে। তোমাকে পড়ে শোনাই।
এরপর কবি তার সুদীর্ঘ কবিতা পড়তে শুরু করলেন।

শুনে দ্বিতীয় কবি বললেন, অসাধারন লিখেছন।
যুগের পর যুগ তোমার এই কবিতা টিকে থাকবে। আর তার সাথে টিকে থাকবে তোমার নাম।
শুনে প্রথম কবি খুশি হলেন। জানতে চাইলেন, আর বলো, তুমি ইদানীং কি লিখছো?

দ্বিতীয় কবি জবাব দিলেন, আমি সম্প্রতি বলতে গেলে কিছুই লিখিনি। খালি সেদিন একটা বাচ্চাকে বাগানে খেলতে দেখে আটটা লাইন লিখেছি। এই বলে ''আমি তুমি আমরা'' দ্বিতীয় কবি তার লেখা আটটা লাইন আবৃত্তি করলেন।
শুনে প্রথম কবি বললেন, খারাপ না। চালিয়ে যাও।
এরপর দুজন দুই পথে চলে গেলেন।

আজ দুই হাজার বছর পর, সেই আটটা লাইন প্রতিটি শিশুর মুখে মুখে। এই লাইনগুলো গেয়ে তারা হাসে, খেলে, আনন্দ করে।
প্রথম কবির কবিতাটাও আজও বেচে আছে। কিন্তু সেটা শুধুই লাইব্রেরীতে, বইয়ের পাতায়। না কেউ কবিতাটা ভালবাসে, না কাউকে সেটা পড়তে দেখা যায়।

২। মানুষের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে মানুষ সৃষ্টিকর্তা। আজকের দিনের সভ্যতা মানুষকে মজুর করছে, মিস্ত্রি করছে, মহাজন করছে, লোভ দেখিয়ে সৃষ্টিকর্তাকে খাটো করে দিচ্ছে। মানুষ নির্মাণ করে ব্যবসায়ের প্রয়োজনে, সৃষ্টি করে আত্মার প্রেরণায়। --- রবীন্দ্রনাথ ঠাকুর ।

৩। স্ত্রীর কোনো দোষ ছিল না- তবু স্বামীর সুখ ছিল না।
তাহলে সমস্যা টা কোথায়?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫

এম ডি মুসা বলেছেন: কবিতা বেঁচে থাকলে ভালো

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

এম ডি মুসা বলেছেন: আপনার ফেসবুক আইডি লিংক দেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: সার্চ দিলেই আমাকে পাবেন।
ইংরেজীতে আমার নাম লিখুন। রাজীব নূর খান। পেয়ে যাবেন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা টিকে থাকুক হাজার বছর

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: থাকবে। অবশ্যই থাকবে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখ একান্ত নিজস্ব ব্যক্তিগত উপলব্ধির বিষয়।কেউ কাউকে দিতে পারে না।
জাগতিক সুখের জন্য কিছু উপাদান লাগে যেমন,অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা।ভারত যুক্ত করেছে সম্পত্তির অধিকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: সুখ আদান প্রদান করা আয়। করতে হয়।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

নাহিদ ২০১৯ বলেছেন: সেই আটটা লাইন কি ছিল জানতে চাই

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: গুড।
আর কেউ জানতে চায়নি। আপনিই চেয়েছেন শুধু।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

পুকু বলেছেন: আপনার ফেসবুকের ছবিরা কথা বলে আর ব্লগে আপনি।দুটোই কিন্তু কিছু ভাবতে বাধ্য করে আনমনে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বিভিন্ন রকম পরিবেশে মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.