নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জাত লেখকরা বেশিরভাগই গরীব হন।
নয়তো টাকা দিয়ে বই করার তাঁদের রুচি থাকে না।
হাতে দেদার পয়সা।
মাঝ বয়সের ক্রাইসিস।
সবসময় কী করব? কী করব? ভাব।
তারা এই বাজারে খুব চটপট লেখক হয়ে যাচ্ছেন। যেকোনো কিছু হওয়ার জন্য একটা জার্ণি থাকে। অনেক দিনের একটা প্রয়াস থাকে, সম্পাদকের সঠিক বিচারে মনোনীত হওয়া থাকে। সেসব কিছুই নেই। কোনো ছোটো, বড়, মেজো পত্রিকায় তাদের লেখা দেখবেন না। লিখলেও এক- আধটা। সে লেখা পড়েই বোঝা যায় বাজে প্রকাশকের মতো লোভী সম্পাদক ও হন। হয়তো একটি গল্প ছাপানোর সালামী এক বোতল বিদেশী স্কচ। কাজেই এদিক, ওদিক টুকে ফুকে একটা গল্প বা কবিতা বেরোতেই পারে। আর আমাদের দেশের বেশিরভাগ প্রকাশক তো একটু জাতে ওঠার জন্য বইয়ের ব্যবসায় নেমেছে। কাজেই টাকা ঢাললেই চুটকিতে তিনি লেখক হয়ে যাবেন।
শুধু কী তাই? সত্যিকারের বড় লেখকদের দিয়ে ধূমধাম করে বইমেলার হাটে বই প্রকাশের ব্যবস্থাও হয়ে যাবে। শুধু টাকা চাই। তারপর সেই লেখক বই তার খাটের তলায় রেখে দিল কী গাড়ির ডিকিতে নিয়ে বাড়ি, বাড়ি বিলোতে গেল তার ব্যাপার। সেসবের আর কে খোঁজ রাখে? এর ফলে যা হচ্ছে সত্যিকারের ভাল লেখকদের খুঁজে পেতে অসুবিধে হচ্ছে। কারণ জাত লেখকরা বেশিরভাগ ই গরীব হন নয়তো টাকা দিয়ে বই করার তাঁদের রুচি থাকে না।
এই অরুচিকর পরিবেশে তাঁরা ক্রমশ ভিড় এর মধ্যে একা হয়ে যাচ্ছেন। এইভাবে চললে বাংলা সাহিত্যের সামনে বাজে সাহিত্যের ঝা চকচকে জরি, চুমকি ছাড়া আর কিছুই পড়ে থাকবে না। একটা অন্তহীন মরুভূমির মধ্যে ওয়েসিস যে অমরত্ব রচনা করে তেমনটি অবসিত হলে সৎ পাঠকের কী হবে?
(এই লেখাটি কলকাতার একজন লিখেছেন। তাকে আমি চিনি না। লেখাটি বাংলাদেশের জন্যও প্রযোয্য।)
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: কলকাতার প্রকাশকদের নিয়ে লিখবেন।আমার জানার ইচ্ছা আছে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
আমাদের প্রকাশকদের সেই প্রাজ্ঞতা নেই যে, একজন লেখক সৃষ্টি করার যোগ্যতা ও দূরদৃষ্টি রাখেন। তারা লেখকদেরকেই লেখক বলে তুলে ধরে মিথ্যে সৃষ্টির বড়াই করেন। এমন হলে আপনি নতুন লেখক পাবেন কোথায় ?
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: তাও তো ঠিক।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৫
এম ডি মুসা বলেছেন: ভালো কথা, পণ্ডিতের মতেই
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭
ইসিয়াক বলেছেন: ছবিটি সুন্দর।
ছবিটি দেখে মনে পড়ে যাচ্ছে আমি একদিন একজন গর্বিত কৃষক ছিলাম। ধানের চারা লাগিয়েছি,নিড়ানি দিয়েছি,সার বুনেছি, ধানও কেটেছি। পরিশ্রমি কাজ কিন্তু অপার আনন্দের।
শুভরাত্রি বন্ধু।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: বাহ!!!
আপনি তো গ্রাম বাংলার মানুষ। কৃষি কাজ করার ইচ্ছা আমার ছিলো। জমিজমা নাই। তাই করতে পারি নাই।
ছবি টা কিছুদিন আগে তুলেছি। আমাদের গ্রাম থেকে।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১১
চাঁদগাজী বলেছেন:
যেখানে ধান, সেখানেে কি খাল ছিলো?
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: খাল নয়। নদী ছিলো। পদ্মা নদী। এখন চর পড়েছে। খালি জাগায় ধান লাগিয়েছেন কৃষক।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা পোষ্টার ছাপাতাম তেমন আর কি।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পোষ্টার নিজের টাকায় ছাপাতে হয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪
জুল ভার্ন বলেছেন: কেউ পড়ুক কিম্বা না পড়ুক, আমার লেখা বিনে পয়সায় অনলাইন ছাড়া অন্য কোথাও প্রকাশিত হবার সম্ভাবনা নাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: আমি একটা প্রকাশনী দিলে আর চিন্তা নাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: লেখাটা ভালো লেগেছে। কিন্তু ভালো লেখককেও ভালোত্ব প্রমান করতে হলেও প্রথমবার টাকা দিয়ে বই ছাপানো ছাড়া উপায় কি?
যাইহোক আমার লেখা নেই,টাকা নেই; বই ছাপানোর চিন্তাও নেই।কি মজা.....