নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুষ্ট জ্বীন

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৪


ছবিঃ ফেসবুক।

এক লোকোকে জ্বীনে ধরেছে।
সেই লোক এখন মরে যেতে চায়। তার কিচ্ছু ভালো লাগে না। তাকে এখন চোখে চোখে রাখতে হয়। সুযোগ পেলেই সে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে চায়। ছুরি, বটি দিয়ে নিজেকে শেষ করে দিতে চায়। এখন সে আগের চেয়ে তিন গুন বেশী খায়। দুই কেজি আঙ্গুর এক বসায় খেয়ে ফেলে। অথচ এই লোক আঙ্গুর পছন্দ করতো না আগে। এই জ্বীনে ধরা লোককে নিয়ে তার পরিবার বিরাট বিপদে পড়েছে। সারারাত ঘুমায় না। চিৎকার চ্যাঁচামেচি করে। পরিবারের প্রধান ব্যাক্তির এই রকম দশা হলে সেই পরিবারে অন্ধকারে নেমে আসে।

ঘটনা চক্রে এই জ্বীনে ধরা লোকটাকে আমি চিনি।
ভদ্রলোক ভালো মানুষ। ব্যবসা করেন ফারফিউমের। বাবু বাজার ব্রীজের নিচে তার দোকান ছিলো। কোটি টাকার ব্যবসা। ধরে নিলাম ভদ্রলোকের নাম আবদুল জলিল। জলিল সাহেব বিয়ে করেছেন। তার এক ছেলে, এক মেয়ে। ছেলের বয়স পাঁচ বছর। মেয়ের বয়স তিন বছর। জলিল সাহেব ভালো মানুষ। দুই হাতে টাকা খরচ করেন। সব মিলিয়ে তার সুখের সংসার। আমি তার দোকানে গেলেই জলিল সাহেব নাজিরা বাজার থেকে বিরানী আনাতেন। বড় ভালো লোক ছিলেন।

জলিল সাহেবকে নাকি কুফরি করা হয়েছে।
কুফরি হচ্ছে কোরআন শরীফ উলটা করে পড়া। এরকম কিছু একটা হবে। আমি সঠিক জানি না। জলিল সাহেবের অনেক শত্রু। সেই শত্রুদের মধ্যে কেউ একজন কুফরি করেছে। এখন খারাপ একটা জ্বীন জলিল সাহেবের উপর আছর করেছে। জলিল সাহেব কথা বললে অন্য ভয়েসে কথা বলেন। সেই কন্ঠস্বর শুনলেই কলিজা কেপে উঠে। ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কোনো ওষুধ দেয় নি। বলেছে, বিশ্রাম নিতে। এবং ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। চিন্তার কিছু নাই। কিন্তু তার পরিবারের ধারনা জলিলকে খারাপ জ্বীন ধরেছে।

একজন পীরের সন্ধান পাওয়া গেলো।
কেরানীগঞ্জ থাকে। খুব পাওয়ার ফুল পীর। তার জ্বীন সাধনা আছে। উনি জলিল সাহেবকে সুস্থ করে তুললেন। এখন জলিল এক বসায় দুই কেজি আঙ্গুর খায় না। ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করে না। রাতে আরাম করে ঘুমায়। চিৎকার চেচামেচি করে না। জলিলকে আছর করা খারাপ জ্বীনটাকে পীর সাহেব বন্ধী করে ফেলেছেন। সেই জ্বীন পীরের কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশ ছেড়ে ভেগেছে। কামিলদার পীরের কেরামতি দেখে তাকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। যে কাজ ডাক্তার পারেনি, পীর পেরেছেন।

পরিশিষ্ঠঃ
কিছু কিছু ঘটনার শেষ পরিনতি খুব মর্মান্তিক হয়।
জলিল সাহেবের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জলিল সাহেব একদিন হঠাত মরে যান। তার সমস্ত সম্পত্তি কে বা কারা দখল করে নেয়। জলিল সাহেবের স্ত্রী তার সাবেক প্রেমিকের সাথে পালিয়ে আমেরিকা চলে যায়। জলিল সাহবের দুই সন্তান (ছেলে মেয়ে) এতিমখানায় বড় হচ্ছে এখন। আমার ধারনা জলিল সাহেবকে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে তার স্ত্রীর হাত আছে। সঠিক তদন্ত হয়নি। সব ধামাচাপা পরে গেছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৮

তারেক ফাহিম বলেছেন: জলিল সাহেবের দোকানে গেলে আপনাকে খাওয়াতে বলে সে ভালো লোক?

আসলে দুষ্ট জ্বীন ছিল? নাকি জলিল সাহেবের শত্রুই দুষ্ট জ্বীন হয়ে কাজ করছে?


১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: না না সামান্য বিরানী কেউ খাওয়ালে তাকে ভালো বলব, আমি এই রকম না।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সে যদি স্ত্রীর বিষয়টাকে স্বাভাবিক মেনেনিয়ে প্রথমেই আলাদা হয়ে যেত এমন কিছুই ঘটতোনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: একদম আসল পয়েন্ট ধরেছেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিনদের মাঝে দুইটি শ্রেনী আছে। ভালো আর দুষ্ট।
ইসলামের মতে, শয়তান হচ্ছে দুষ্ট জিনদের নেতা।
ইবলিশ বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল।
দুষ্ট জিনরা মানুষের অনিষ্ট করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: জ্বীনের ক্ষমতা বেশী না মানুষের ক্ষমতা বেশী ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ জাফর ইকবাল একবার প্ল্যানচেট করতে গিয়ে ওনার এক বন্ধুকে বিপদে ফেলেন। সেই বন্ধুকে জীনে আছর করে। পরে নিকটস্থ মসজিদের ইমাম সাহেব সুরা জীনের কিছু আয়াত পড়ার পর সে জীন মুক্ত হয়। এটা জাফর ইকবাল সাহেবের নিজের লেখা বই থেকে বলছি। হুমায়ূন আহমেদের ভাই বোনেরা এইভাবে প্ল্যানচেট করার চেষ্টা করেছে বিভিন্ন সময়। হুমায়ূন আহমেদের আত্মজীবনী মূলক কিছু লেখাতেও জীন জাতীয় সত্ত্বার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। অনেক আগে পড়েছি তাই বিস্তারিত মনে নাই। শয়তানও একটা জীন। তবে কিছু ভালো, পরহেজগার জিনও আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি হুমায়ূন আর জাফর স্যারের বই আপনি বেশ ভালৈ পড়েন।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



জ্বীন মুসলিম বিশ্বে বাস করে, মাদ্রাসায় আরবী ভাষা শিখে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বীন সব ভাষা জানে।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @নূরু ভাই,কোন বিষয়েই কি আপনার নিজস্ব মতামত বা বিশ্লেষণ নাই।চৌদ্দশ বছর আগে কি বলেছে তাই হাজির করতে হবে।নবী ঠিকই বলেছেন, মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উট,যেদিকে টানবে সেদিকেই যাবে।
সুনানে ইবনে মাজাহ, পরিচ্ছেদ :৬। মান সহীহ
বর্ননাকারী:ইরবাজ ইবনু সারিয়াহ( ( রা:)

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: একদম রাইট কথা বলেছেন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: মানুষ দুষ্ট জ্বীনের চাইতেও ভংকর।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: চালাক লোক নিজের প্রয়োজনে জ্বীন নিয়ে কারসাজি করে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১

কল্পদ্রুম বলেছেন: ছবিটা মনে হচ্ছে আলিফ লায়লার।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.