নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ওয়াজ মাহফিল জাতিকে কি দেয়?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৭



এই আধুনিক যুগে ওয়াজ মাহফিল কতটা গুরুত্বপূর্ন?
ওয়াজ মাহফিল যদি সমাজ থেকে অপরাধ কমাতে সমর্থ হত, দূর্নীতি কমাতে পারতো, তাহলে এর পক্ষে থাকতে আমার আপত্তি ছিলো না। কিন্ত বাস্তবে তো এইসব ওয়াজের ইতিবাচক কোন প্রভাব চোখে পড়ে না। আমাদের বিনোদনের অনেক অভাব। তাই বহু লোক বিনোদন হিসেবে মাহফিলে বা ইউটিউবে ওয়াজ শুনে। আমি নিজেও শুনি। ওয়াজ ব্যবস্যা খুব জমজমাট। প্রতিটা ওয়াজে মানুষের ঢল নামে। এই মানুষ গুলো কারা? কোন শ্রেনীর? যারা ওয়াজ করছেন, তাদের পড়াশোনা কি? তারা আইনস্টাইন এর নাম শুনেছেন? তারা কি বিজ্ঞানের কোনো সুত্র জানেন? মোবাইল কি করে কাজ করে তারা কি জানেন?

শুধু ধর্ম জানলেই কি জীবন চলবে?
আমরা মহানবীর উম্মত, যিনি ক্ষুধায় পেটে পাথর বেধে রাখতেন, অথচ আল্লাহর কাছে চাইলে পাহাড় সমান স্বর্ন পেতে পারতেন, কিন্তু ছেড়া চাদরে আর শোয়ার অযোগ্য জায়গায় ঘুমাতেন। হুজুররা এক খতম কোরান পড়াতে আগে থেকেই অনেক টাকা দাবী করে বসেন। যদিও কাউকে দিয়ে কুরআন খতম করানোর নিয়মটাই ইসলামে নেই। ওটা আমাদের বাংলাদেশী মুসলিমদের মূর্খতা। কেউ মারা গেলে এতিমখানা বা মাদ্রাসা থেকে লোকজন এসে কোরআন খতম দিয়ে যায়। বিনিময়ে খেয়ে যায় এবং কিছু হাদিয়া নিয়ে যায়। আমার আব্বা যখন মারা গেলো। তখন এতিমখানার বারো জন ছেলেরা এসে কোরআন পড়লো। বিনিময়ে তারা পাঁচ হাজার টাকা নিয়েছে।

ওয়াজ গুলোতে অদ্ভুত বানোয়াট কথা বলা হয়।
এক হুজুরের চেয়ে আরেক হুজুর এগিয়ে এক্ষেত্রে। ইদানিং হুজুরেরা খুব রসিক হয়েছেন। খুব রসিয়ে রসিয়ে কথা বলেন। হুজুর গুলোর ইউটিউব চ্যানেল আছে। যেমন দেশ তেমন ওয়াজ, লক্ষ লোকের সামনে তাই 'বেল গেড, আইফোনের মালিকের সাথে সাক্ষাতের গল্প' আয়েশ করে বলা যায়, জো বাইডেন এর জন্ম বাংলাদেশে বলা যায়, তারপর জোর করে জোর গলায় 'সোবহান আল্লাহ' আদায় করা যায়। হারাম টাকা নেয়ার ব্যপারে আমাদের হুজুরদের খুব আগ্রহ দেখা যায়। আসল কথা, হুজুরেরা টাকা দিয়ে মার্সিডিজ চালান নাকি রকেটে করে চাঁদে যান, সেটা মোটেও বিবেচ্য না। তাদেরকে টাকা দিয়ে আমরা কি পেলাম, সেটাই বিবেচ্য। সরকারি ভাবে কি ওয়াজ বন্ধের ঘোষনা দেওয়া যেতে পারে না? জিয়ার খেতাব মুছে দেওয়া সম্ভব। তাহলে ওয়াজ কারিদের ভন্ডামি বন্ধ করা নিশ্চয়ই অসম্ভব নয়।

মানুষ যদি ধর্ম জানতে চায়-
বই পড়ে জানবে। প্রচুর ভালো ভালো ধর্মীয় বই আছে। সবচেয়ে বড় কথা এত এত বই না পড়ে কোরআন আর হাদীস ভালো করে পড়লে আর কিছু পড়ার দরকার নাই। যা আছে কোরআন হাদীসেই আছে। হযর‌ত আব্দুর রাহমান ইবন আওফ রাঃ ধন-সম্পদে অনেক ধনী ছিলেন। উনারা ঐ সময়ের জন্য বিলগেটসের চেয়েও কম ছিলেন না। কিন্তু তাদের প্রত্যেকটি আয় স্বচ্ছ ছিলো। ভালো মানুষের কাছে যদি অর্থ থাকে, ধন-সম্পদ থাকে, ক্ষমতা থাকে -সেটা সবার জন্য মঙ্গল। তবে, হ্যাঁ। সেই ধনী হওয়াটা একেবারে ক্লিন হতে হবে। আমাদের দেশে তো সৎ লোকের বড় অভাব। চারপাশে যারা জাকজমক অনুষ্ঠান করে তারা কালো টাকার মালিক চোখ বন্ধ করেই বলা যায়। এদের সংখ্যা হু হু করে বাড়ছে।

বাংলাদেশে ওয়াজ নতুন কিছু না।
দেশে ডজন ডজন শত শত ওয়াজি মওলানা। এরা গ্রামে গঞ্জে ওয়াজ করতো, যাচ্ছেতাই ভাষায় সত্য মিথ্যা মুখে যা আসে তাই বলতো। এখনো বলে। ওয়াজের নামে অত্যাচার ও দান খয়রাতের নামে অর্থের লোপাট বন্দ হোক। ইউটিউবে আমি প্রচুর ওয়াজ শুনেছি। এবং বিরক্ত হয়েছি। ওয়াজে মানুষ মানবিক হওয়ার মতো কথা বলা হয় না। নিজ আঞ্চলিক ভাষায় হুজুরেরা ফালতু এবং অদরকারী কথা বলেন। এদের শাস্তি হওয়া দরকার। প্রতিবন্ধীদের প্রতি মায়া দয়া করা যায়। কিন্তু ওয়াজ কারিদের জন্য নয়। এদের ব্যাপারে সরকার চুপ কেন? নব্য ধনীদের বিষয়ে সরকার চুপ। হুজুররা তো আর দূর্নীতিবাজ না। তবে দুষ্টলোক।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



জাতিকে বেকুব উপহার দেয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৭

রাজীব নুর বলেছেন: কিন্তু বাঙ্গালী তো চালাক।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৩

রোকসানা লেইস বলেছেন: পিছনে টেনে নিয়ে যাওয়া আর ধর্মের নামে মুখ বন্ধ রাখা শিখায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরেই তো এরকম চলছে। আর কত?!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব থেকে ভাল লেগেছে এই জোকসটা,ধর্মের ভাল ভাল বই

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।
আপনার চোখ কিচ্ছু এড়ায় না। !!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১০

স্প্যানকড বলেছেন: হাসির খোরাক দেয়, যৌনতার সুড়সুড়ি দেয়। অসাড় কথার ফুলঝুরি এ ছাড়া আর কি!

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: এগুলোর কোনো প্রয়োজন নেই।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৬

স্প্যানকড বলেছেন: তাইলে কাইটা দেন মানে এডিট করে শোনেন। হুদা টাইম লস! ওয়াজ এর নামে কত ব্যবসা যে চলে কইতে গেলে রাইত পোহাই যাইব। এক দুই বছর ওয়াজ কইরা বহুজন কোটিপতি ! এই রাস্তা এহন বহু জন ফলো করতাছে। ইসলাম এর প্রচার এর নামে ওল কচু খাওয়ানো হচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩৮

রাজীব নুর বলেছেন: কেউ প্রতিবাদ করে না।
সরকারও চুপ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৫

স্প্যানকড বলেছেন: সবাই নিজের পেটের চিন্তা করে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: যারা শুধু পেটের চিন্তা করে তাদের পেট কোনো দিন ভরে না।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি যদি এ ব্যাপারে কিছু বলতে যাই তখন সবাই মারমার কাটকাট শুরু করবে।
তাও বলতে পিছপা হবোনা !
কোরআন কারিমের ৭৭টি নামের এক নাম হলো ‘ওয়াজ’ বা উপদেশ।
মহান আল্লাহ হলেন প্রথম ওয়ায়েজ বা ওয়াজকারী। প্রিয় নবী হজরত
মুহাম্মদ (সা.) হলেন দ্বিতীয় ওয়ায়েজ—এই সূত্রে নবী করিম (সা.)-
এর উত্তরাধিকারীরা ওয়ায়েজিন।
ওয়াজ মানুষকে শুদ্ধ হতে শিখায়। ওয়াজে আওলাদে রসুল (সঃ) এর
সাথে সাক্ষাৎ হয় যাদের ওসিলায় আপনি পরকালে মুক্তিও পেতে পারেন।
ওয়াজ, নসিহত, বয়ান, খুতবা, তাফসির ইত্যাদি দাওয়াতের প্রচলিত মাধ্যম।
আল্লাহ তাআলা বলেন, ‘তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও
সদুপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে তর্ক করবে উত্তম পন্থায়।’ (আল কোরআন, পারা-১৪, সূরা: নাহল, আয়াত: ১২৫)।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: ওকে। জানলাম।
তবে ভিত্তিহীন মনে হলো।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে রাজনৈতিক জনসভা থেকে যেমন ভালো কিছু পাওয়া যায় না তেমনি অধিকাংশ ওয়াজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওয়াজের মান ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য প্রকৃত আলেমদের সমন্বয়ে একটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ থাকা উচিত যারা নিম্নমানের ওয়াজের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। কোরআন, হাদিসের আলোকে জ্ঞানী মানুষদের দ্বারা ওয়াজ খারাপ না কিন্তু আমাদের দেশে এটা নিয়ে এখন ধর্মীয় দলগুলির মধ্যে দলাদলি আর ব্যবসা হচ্ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: ইয়েস ইউ রাইট।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: বর্তমান জামানার ওয়াজ হচ্ছে স্রেফ ধর্ম ব্যবসার একটা উদাহরন । ধর্মকে কাজে লাগিয়ে টাকা আয়ের পন্থা !

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: এটা কি বন্ধ হবে না? বন্ধ হওয়া দরকার।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগের দিনে পাড়া মহল্লায় যে যাত্রা পালা হত,তার বিকল্প হচ্ছে ওয়াজ মাহফিল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: একদম উচিত কথা বলেছেন।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

এম ডি মুসা বলেছেন: বাঙালি, যতক্ষণ ওয়াজ ততক্ষণে চোখে হিসু করে। তারপরও শয়তানের গোলামী খাটে।
নিজেকে উপরে তোলবার জন্য আস্তা মিথ্যা কথা বলা তখন জায়েজ বলে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

এম ডি মুসা বলেছেন: নিজে মানুক না মানুক পরকে বুঝাইতে ভালো ইপারে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: এটা একটা গুন। মন্দ গুন।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৯

পুকু বলেছেন: যেখানে গিয়ে যুক্তি ও বুদ্ধি শেষ হয় সেই জায়গা থেকে ধর্ম শুরু হয়।বাকিটা নিজেই বুঝে নিন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: বুঝেছি।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,






ওয়াজ মাহফিল জাতিকে একদঙ্গল আহাম্মক উপহার দেয়, ধর্মের বারোটা বাজায় আর নুরানী চেহারার কিছু আলেম (?)দের দেখায় .................

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: উচিত কথা বলেছেন।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০৫

ঈশ্বরকণা বলেছেন: লেখাটা একপেশে হয়েছে । আর তাতে চিহ্নিত মহলের সুর মূর্ছনাও শোনা যাচ্ছে । এই টাইটেলে একটা সিরিজ লেখাও হতে পারে ।যেমন,

আমাদের সাংসদরা জাতিকে কি দেয় ?
আমাদের রাজনৈতিক দলগুলো জাতিকে কি দেয় ?
আমাদের পুলিশ প্রশাসন জাতিকে কি দেয় ?
আমাদের ব্যবসায়ীরা জাতিকে কি দেয় ?
আমাদের জিপিএ ফাইভ মার্কা শিক্ষা ব্যবস্থা জাতিকে কি দেয় ?

যেসব শ্রেণী বা প্রতিষ্ঠানের কথা বললাম তাদের কেউই জাতিকে কিছুই দেয়না চুরি ডাকাতি করে জাতির সম্পদ লুটে নেওয়া ছাড়া। তাই ভারসাম্য রেখে কিছূ লেখতে চাইলে ঝেড়ে কাশুন। শুধু গ্রাম্য কোনো মোল্লার কথায় দেশ গেলো বলে সুর নিনাদ তুলে পাড়ায় শোরগোল তুললে সবটুকু বলা হয় না।আমার লিস্ট দিয়ে শুরু করতে পারেন পাঠকরা আরো যোগ করে দেবেন নিশ্চই !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যা, ভালো মন্তব্য করেছেন।
সামনের দিন গুলোতে ঝেড়ে কাশোতে চেষ্টা করবো।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৮

এমেরিকা বলেছেন: এই প্রথম আপনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। তবে একটা কথা, দেশে অন্যায়ের প্রতিবাদ একদম মুখ থুবড়ে পড়েছিল। কেবল ফেসবুক আর ব্লগ ছাড়া কোথাও জোর গলায় অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যায়নি। ওয়াজ মাহফিলে কোন কোন ক্ষেত্রে এই অভাব কিছুটা হলেও পূরণ হচ্ছে।

https://www.youtube.com/watch?v=OJ45xnfFmuU

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: হুজুররা সাধারনত দেশের রাজনীতি নিয়ে ওয়াজ করেন না।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বিনোদন দেয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: এই বিনোদন ক্ষতিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.