নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসে গেছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬




আগামীকাল বসন্ত।
বসন্ত এসে গেছে। মেয়েরা বাসন্তী শাড়ি পড়বে। গত বছর আমি আর সুরভি বসন্তের প্রথম দিনে ঘুরে বেড়িয়ে ছিলাম। সুরভি শাড়ি পরেছিলো। এবছর কোথাও যাওয়া হবে না। একে তো করোনা, তার উপর ছোট বাচ্চা। বাচ্চাকে আজ তিনটা টিকা দেওয়া হয়েছে। সে ব্যথায় কাঁদছে। ডাক্তার বলেছেন, জ্বরও আসতে পারে।

মানুষের হাসি মুখ দেখতে খুব ভালো লাগে।
আগামীকাল ঢাকা শহরের সব মেয়ে শাড়ি পড়বে। যেন চারিদিকে শুধু হলুদ প্রজাপতি উড়াউড়ি করবে। সবাইকেই খুব সুন্দর লাগবে। কেউ কেউ আবার মাথায় ফুল দিয়ে বানানো মুকুট পরবে। মেয়ে গুলো তার প্রিয় মানুষের সাথে হাঁটছে, রিকশায় করে ঘুরছে- গল্প করছে। সবার মুখে এক আকাশ হাসি আর আনন্দ- ভাবতেই ভালো লাগছে।

আমাদের সবার'ই দুঃখ-কষ্টের শেষ নেই।
আমরা প্রতিদিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, ধুলো-বালিতে সারা শরীর মাখি, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকি, প্রতিদিন বেশ কয়েকবার নানান কারনে ক্ষুদ্র ক্ষুদ্র অপমানের ভেতর দিয়েও যেতে হয়। চারপাশে দুষ্ট লোকের অভাব নেই। দরিদ্র একটা দেশে, বিশেষ একটা দিনে সবাই আনন্দ করছে। সবার মুখে হাসি- এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি।

আমি আগামীকাল রাস্তায় বের হবো-
মানুষের হাসি মুখ দেখতে। ভোর দেখা যেমন দারুন আনন্দের ব্যাপার। তেমনি মানুষের হাসি মুখ দেখাও আনন্দের ব্যাপার। যাই হোক, শীতকাল বিদায়। ফাগুনের দিন শুরু। রবীন্দ্রনাথ বলেছেন, মা ফাগুনে তোর আমের বনে---। আমাদের জাতীয় সংগীতের লাইন। অসাধারণ সুন্দর একটা গান। এই বসন্তেই আমাদের দেশ থেকে করোনা পুরো বিদায় নেবে- এটাই আমার চাওয়া।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের সাজগোজ দেখলে ব্লগার নীল আকাশ একটা হাদিস দিয়ে বসবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: এরা সংকীর্নমনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: উনি বাইরে এক। ভিতরে আরেক।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভেচ্ছা রইল রাজীব দা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০

নেওয়াজ আলি বলেছেন: ঋতুতে বসন্ত আসার সাথে সাথে মানুষের মনে প্রাণেও বসন্ত আসুক

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: শুভেচ্ছা।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

জহিরুল ইসলাম কক্স বলেছেন: বসন্তের শুভেচ্ছা, রাজিব ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: আপনাকেও। ভালো থাকবেন।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫

রেজওয়ান ইসলাম বলেছেন: আজকেই ঘোরাঘুরি শুরু হয়ে গেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: ঘুরুক। আনন্দ করুক। দরকার আছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ফাগুনের শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন। ভালো থাকবেন।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথায় কোথায় ঘুরলেন ছবি দিবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: ব্লগে আমার ব্যক্তিগত ছবি দেওয়া নিষেধ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত এসেই গেলো। ঋতুরাজ বসন্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: বসন্ত আমাদের জন্য সু সময় নিয়ে আসবে।

আপনি এত দিন কোথায় ছিলেন?

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাবীকে নিয়ে ঘুরতে গেলে বাসন্তি রঙের মাস্ক পড়তে ভুলবেন না যেন। টিকা নিয়ে থাকলেও মাস্ক পড়তে হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: না কোথাও যাওয়া হবে না।
ঘরে ছোট বেবি আছে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০

কল্পদ্রুম বলেছেন: বাসন্তী রঙের মাস্কের বুদ্ধি খারাপ না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: আকশি রঙের এক বক্স কিনে রেখেছি।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

শায়মা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ভাইয়া!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: সবার প্রথমে আপনিই শুভেচ্ছা জানালেন বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.