নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ওগো স্বর্গের রাজকন্যা
অনন্ত নক্ষত্র বীথির অপ্সরী-
একটু উদারতা দেখাও, নমনীয় হও!
বলো তুমি, কিভাবে পৌছাবো তোমার দ্বারে?
বহু বছরের গোপন থাকা মহান সত্য, জানিয়ে দাও
সহজলভ্য করো নিজেকে, আমার জন্যে
তোমাকে ভালোবাসতে দাও।
ওগো আমার প্রিয়তমা-
আসো, কিছু ভালোবাসা দাও
ওগো স্বর্গের পরী-
তুমি তো স্বর্গের একটুকরো বাগান
এতোটা নিষ্ঠুর হয়ো না।
দয়া আর করুণা করে
নিজের ভালোবাসার শিখা জ্বালাও
নিজেকে আমার কাছে সমর্পণ করো
আমি তো অপার হয়ে তোমার'ই অপেক্ষাতে
পৃথিবীতে বিছিয়ে রেখেছি মসৃন চাদর
রাত ভালোবাসার জন্যে প্রস্তুত
সূর্য তার আলো নিভিয়ে দিয়েছে।
নক্ষত্রময় রাতের আকাশ
এখন'ই উপযুক্ত সময়।
ওগো আমার স্বর্গের সুন্দরী
জলদি আসো, আওয়াজ দাও
তীর্থের কাকের মতো অপেক্ষায় আছি
উপভোগ করতে চাই তোমার সান্নিধ্য
ওগো আমার প্রিয়তমা
পৃথিবীর রাজকন্যা
দেখাতে দাও আমার পৌরুষত্ব আর সাহসীকতা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পৃথিবীর রাজকন্যা
দেখাতে দাও আমার পৌরুষত্ব আর সাহসীকতা।
কবিদের ভাবনার গ্রহের অপ্সরীরা মর্ত্যে নামবেই!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হৃদয় দিয়ে ভাল বাসুন
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০০
সাইন বোর্ড বলেছেন: প্রিয়তমা কখনো স্বর্গের সুন্দরী কখনো পৃথিবীর রাজকন্য হতেই পারে, সমস্য নেই, ভালবাসা দিবসে কবির প্রেমের আকুতি একটাই, কাছে এসে ধরা দিক ..............কবিতা ভাল লেগেছে ।