নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ ফেসবুক।
মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা।
শত্রুকেও দিনের পর দিন ভালোবেসে গেলে শত্রু একদিন না একদিন মাথা নত করবে। নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানুষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি। এবং অবহেলিত হই, অপমানিত হই। তবু সব কিছু ভুলে গিয়ে ভালোবেসে যাই। একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে।
আজ ভালোবাসার দিন।
অথচ এই দিনে- রাজগুরু, সুখদেব, ভগৎ সিংহকে ফাঁসি দেওয়া হয়েছিলো। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় আজকের দিনে। নেতাজির অন্তর্ধান দিবসও আজই। ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল কবে? ঠিক ধরেছেন, ১৪ ই ফ্রেবরুয়ারী। জন এফ কেনেডিকে ডালাসে গুলি করে করে হত্যা করা হয়েছিল সেই আজকেই। ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, জালিয়ানওয়ালা বাগ, হিরোশিমা, নাগাসাকি, পম্পেই নগরীর ধ্বংস হওয়া, নুহু'র মহাপ্লাবন, ডাইনোসরের অবলুপ্তি সব আজকেই।
আজকের দিনটিকে বিশেষ দিন মনে করার কিছুই নাই।
তাই আজকে প্রেম ট্রেম নাম দিয়ে নষ্টামি না করে সবার উচিত সকাল থেকে বাড়িতে বসে গোবর মেখে হাউ হাউ করে কান্নাকাটি করা। আর দিনের শেষে এক কাপ কফি খেয়ে টিভি দেখা। টিভি দেখে কিছু পড়তে অথবা লিখতে বসা। তাছাড়া আমাদের মতো গরীব দেশে রঙ ঢং করা মানায় না। জানেন তো আজও মানুষ ফুটপাতে ঘুমায়। কত লোক টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। কত লোক বেকার। কত লোক না খেয়ে আছে। রাস্তায় বের হলেই ভিক্ষুক আর ভিক্ষুক।
আমি সুরভিকে বলেছি-
একটিও গোলাপ তোমাকে দেইনি, অথবা কোনো কোনো গিফট- তার মানে এই না যে তোমাকে ভালোবাসি না। তারপর দুই লাইন গান শুনিয়ে দিলাম- ''তুমি যে তুমিই, ওগো/ সেই তব ঋণ/ আমি মোর প্রেম দিয়ে/শুধি চিরদিন''। আমি জানি, প্রতিটি মানুষ তার মনে এক আকাশ ভালবাসা জমিয়ে রাখে। তার কিছুটা মা-বাবার জন্য, কিছুটা ভাই-বোনের জন্য, কিছুটা পছন্দের মানুষটির জন্য। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। তবেই না পৃথিবীটা সুন্দর হবে। তাহলে সুন্দর করে বাঁচা যাবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
মানিক_চন্দ্র_দাস বলেছেন: ছবি টা সুন্দর
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: এটা আকা ছবি।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯
ফয়সাল রকি বলেছেন: দ্বিতীয় প্যারা শুরু করার পর ভাবছিলাম- আজকে যে আর কার কার মৃত্যুদিবস বানায় ফেলেন!!! মাঝের অনেকখানি বাদ দিয়ে ডাইনোসরদের যুগে চলে যাবার জন্য অভিনন্দন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: লেখার মজাই এইখানে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুরনো কোন ভালবাসার কথা মনে করে এই ব্যবস্থা।কি লিখবো খুঁজে পাচ্ছি না।আপনার মতো বিশ্ব প্রেমিক যদি এই কথা বলে তবে অন্যরা কি বলবে।ছাদ থেকে একটা ফুলএনে ভালবাসা জানাতে পারতেন।যাক এটা আপনার ব্যক্তি স্বাধীনতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: হ্যা একবার পাশের বাসা থেকে ফুল চুরী করে এনে সুরভিকে দিয়েছিলাম।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক দিন বাংলাদেশে ভালোবাসা দিবস বাদ দিয়ে দেবে!
অপেক্ষা করুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: যদি জামাত ক্ষমতায় আসে। তবেই সম্ভব।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
মানিক_চন্দ্র_দাস বলেছেন: ভালো লিখেছেন।