নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

The Vow মুভি রিভিউ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৩

ছবিঃ ছবি সুত্র।

স্বামী স্ত্রী অন্যরকম একটা সম্পর্ক।
বিয়ের পর যদি আপনার স্বামীর প্রতি প্রেম ভালোবাসা কমে যায়- তাহলে The Vow এই মুভিটি দেখুন। ইদানিং দেখা যায় আমাদের সমাজে বিয়ের পর ভালোবাসা উঠেই গেছে। এই মুভিটি স্বামী-স্ত্রীদের নতুন করে ভালোবাসাতে শেখায়। বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে তাহলে বেঁচে থাকা অর্থহীন।



ছবির কাহিনী অনেকটা এই রকমঃ
চরম রোমান্টিক একটি মুভি। ভালোবাসার মানুষটির জন্য মানুষ কি না কি করে মুভিটিতে তাই দেখতে পারবেন। মুভিতে লিও এবং পেইজ হচ্ছে দম্পতি যারা সবেমাত্র বিয়ে করেছে। একটি গাড়ি দুর্ঘটনায় পেইজ এবং লিও মারাত্মক ভাবে আহত হয়। লিও সম্পূর্ণ সুস্থ হলেও পেইজ তার স্মৃতিশক্তি হারায়। সে লিওকে চিনতে পারে না। লিও পেইজকে তার বাসায় আনতে চাইল, কিন্তু বাধ সাধল তার বাবা মা। যেহেতু লিও পেইজের কাছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। তাই সে চেষ্টা করতে থাকে পেইজের স্মৃতি ফিরিয়ে আনার।



ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
মুভিটি দেখার পর এক আকাশ আনন্দে আপনার মন ভরে উঠবে। নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে। অবচেতন ভাবেই স্বামী-স্ত্রী দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা বেড়ে যাবে। তো দেখে ফেলুন এই অসাধারন মুভিটি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

আখেনাটেন বলেছেন: বলছেন যখন তখন দেখায় যায়.......... :D

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা দেখুন। আশা করি ভালো লাগবে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


কোন দেশী মুভি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: আপনি এখন যে দেশে আছেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৪

কবিতা ক্থ্য বলেছেন: ভাই কি রোমান্টিকতার ট্যাবলেট খান নাকি?
পুরা ই টুই টুম্বুর....

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমি জন্মগত রোমান্টিক।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

মিরোরডডল বলেছেন:




এটা দেখা । খুব সুন্দর রোম্যান্টিক ড্রামা মুভি ।
বেইজড অন ট্রু স্টোরি ।







১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: ট্রাঙ্গেল মুভিটা দেখেছেন? অদ্ভুত মুভি।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন:




এদের দুজনের আরও দুটো মুভি রেকমেন্ড করছি ।
দেখা না থাকলে রাজীব দেখতে পারে ।
মুভি দুটো এটার চেয়েও সুন্দর ।

Rachel McAdams এর The Notebook এর আর Channing Tatum এর Dear John.











১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: নোটবুক দেখেছি। সাড়া সাজাগানো মুভি। চমৎকার মুভি।

পরের টা দেখি নি। দেখে ফেলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.