নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমার জন্য আর ঝরে না শিশির...
পাপড়িতে জমে না সুগন্ধ...
১। আমরা ঘাটের পয়সা খরচ করে নিজ ইচ্ছায় ব্লগ লেখি।
আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন বিষয়ের পক্ষে বিপক্ষে কমেন্ট যুদ্ধ হয়। এই আমাদের বেঁচে থাকা। এই আমাদের আলিংঙ্গন। তারপরও আমরা একটি পরিবারের মত। আমরা সবাই ভাই বোন। আমরা যুক্তি তর্ক নিজ জ্ঞান কাজে লাগিয়ে ভালোটা বুঝতে শিখি। আমরা ব্লগাররা অস্ত্র হাতে নিতে জানি না, রগ কাটতে পারি না, গলা কাটার কথা ভাবি না, টেন্ডারবাজি-চাঁদাবাজি করি না।
২। হুমায়ূন আহমেদকে নিয়ে সব কথাই বলা হয়ে গেছে,সব বিশেষণই দেওয়া হয়ে গেছে। তিনি আমাদের কালের সবচেয়ে বড় নায়ক, আমাদের সময়ের সবচেয়ে ধারালো চোখের অধিকারী, সবচেয়ে বড় ম্যাজিশিয়ান। কিন্তু সময় এসেছে হুমায়ূন আহমেদ মানুষটাকে নির্মোহভাবে বোঝার। যে যার মতো করে বুঝুক। গল্পের চরিত্রকে যেমন একেকজন পাঠক একেকভাবে বোঝেন, একেকভাবে পাঠ করেন, সেই রকম করে তাঁকে বোঝাবুঝি হোক।
৩। “মহাত্মা গান্ধী মৃত্যুর আগে বলে গেছেন, ভগবান তুমি ভারতকে দেখো। পাকিস্তানের লিয়াকত আলী খান মৃত্যুর আগে শেষ কথা বলেছেন, আল্লাহ পাকিস্তানকে হেফাজত করো। পৃথিবীর বিখ্যাত নেতারা মৃত্যুর আগে শেষ কথাটি বলে গেছেন দেশ ও দেশের মানুষ সম্পর্কে। দেশের কল্যাণ কামনা করেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের এক নেতা গুলি খাওয়ার পর দেহরক্ষীর নাম ধরে বললেন, ‘আমাকে শেষ করে ফেলেছে, আমাকে বাঁচা।’
৪। একটা সিগারেট ধরালাম।
দেখতে দেখতে সিগারেট শেষ হয়ে যাচ্ছিল। খুব সাধানে টান দিচ্ছিলাম যাতে ছাইটা না ভাঙ্গে। আগুনটা যত নেমে আসছে তত সিগারেটের চেহারা বদলে যাচ্ছে। হালকা ছাইটা লম্বা হয়ে একটু বেঁকে আছে। দুই আঙ্গুলে সেটাকে ধরে রেখেছি। শেষের দিকে আর টান দিতে ভরসা পাচ্ছি না। এখন একটু নড়াচড়া হলে ছাইটা নির্ঘাৎ পড়ে যাবে। অথচ এখন ধোয়া টানতে ইচ্ছা করছে। আমি সাবধানে ওটাকে ঠোটের কাছে নিয়ে আসতেই ঝুরঝুর করে ঝরে পড়ল এতক্ষণের বাঁচানো ছাই। নিজের উপর বিরক্ত হয়ে আমি ছুড়ে ফেললাম সিগারেটটা।
৫। জীবন শেষ করে দেওয়ার মতন অনেক কিছু আছে- রেললাইন আছে, সমুদ্র আছে, দড়ি আছে, বাড়ির ছাদ আছে, আগুন আছে, পাহাড় আছে, বিষ আছে- আমাকে আলিঙ্গন করতে সবাই প্রস্তুত।
দু'কূল রাখা যায় না । ছাইটা হলো গিয়ে সৃস্মি আর আগুনটা হলো বর্তমান ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
১ নং:
ব্লগ থেকে আমার একটা ধারণা হয়েছে, বাংলাদেশের শিক্ষিতরা অন্য জাতির লব্ধ-জ্ঞান গুলো রপ্ত করতে পারবে না, ক্রমাগতভাবে বরাবরই পেছনে পড়ে থাকবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আপনাকে আশাবাদী হতে হবে।
আমরা তো উন্নত বিশ্ব থেকে সারাক্ষণ শিখছি। জামা কাপড়, খাওয়া দাওয়া, ভ্রমন-- সব শিখছি।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৩
কালো যাদুকর বলেছেন: ১ নং , তাই আমরা সহজ টার্গেট।
ছবিটি সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৪
কবিতা ক্থ্য বলেছেন: হূময়ুন আহমেদ - একজন - স্কুল, একজন কলেজ, একজন বিশ্ব বিদ্যালয়।
উনার সম্পর্কে যা কিছুই বলা হোক না কেনো, কম হবে- তাই না বলা টাই ভালো।
সিগারেট থিওরী- ভালো লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: সিগারেট ভুলেও খাবেন না।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,বাংলাদেশের সবাই ভাবে আমার মতো সবাই হলে দেশটা কতো সুন্দর হয়ে যেত।
২, এটা ঠিক যে ম্যাজিকের প্রতি একটা ঝোঁক তার ছিল।ছোট খাট কিছু ম্যাজিক তিনি দেখাতেন।
৩,আপনার নেতার কথা লজিকাল সেন্স ধারন করে,বাকি দুটি কথা আওদো বলা হয়েছে কিনা সন্ধেহ আছে।বলা হয়ে থাকলেও কোন সেন্স ধারন করে না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ১। যেভাবেই হোক দেশটা সুন্দর করে সাজাতে হবে।
২। ম্যাজিক আমারও খুব প্রিয় বিষয়।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০
অজ্ঞ বালক বলেছেন: দুই নাম্বার পয়েন্টের লাইগা আপনেরে খাড়ায়া স্যালুট। এমন তো না লোকটা সব মাস্টারপিস লেখসে, গার্বেজও আছে। কিন্তু সেইটা নিয়া কোনো বইয়ের গ্রুপে কথা কওয়া আর নিজের পায়ে ইলেকট্রিক করাত চালানো একই কথা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: যেদিন হুমায়ূন আহমেদের প্রথম বই পড়েছি, আমি সেদিন থেকেই তার ভক্ত হয়েছি।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর ছবি তুলেছেন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: না ছবিটা তেমন ভালো হয়নি।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন:
-------সামুতে উপযুক্ত লেখার জন্য / ব্লগারদের মতামতের ভিত্তিতে মাসের সেরা লেখার জন্য সম্মানীর ব্যবস্থা রাখা উচিত। এমনিতেও সামু ব্যাকডেটেড হয়ে আছে। সবার কাছে /সব ডিভাইসে ইউজার ফ্রেন্ডলি না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: মনে হয় এটা সম্ভব।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮
কল্পদ্রুম বলেছেন: ৪ নম্বরটা ভালো একটা গল্পের সূচনা হতে পারে৷রাজনীতি কারো কাছে পেশা। কারো কাছে এটা একরকম নেশা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮
কাছের-মানুষ বলেছেন: সবগুলোই ভাল!
আমাদের নেতারা চাচা আপন প্রান বাচা নীতিতে বিশ্বাস করে। এর জন্যই হয়ত গুলি খাওয়ার পর তাই হয়ত বলেছে আমাকে শেষ করে ফেলেছে আমাকে বাচা!