নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
নিউ মার্কেটে এক বিকেলে হাজার লোকের ভিড়ে-
আমি দু'টি মানুষকে দেখছিলাম,
শ্যামলা একটি মেয়ে, সুন্দর মুখশ্রী
মেয়েটি একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছে
তখন সন্ধ্যা ঘনায়মান।
তবু মেয়েটির চোখে সোনালী ফ্রেমের চশমা ছিল
মেয়েটির পাশে একজন বয়স্কা মহিলা,
সাদা শাড়ি তার পরনে, মুখে এক আকাশ বিষন্নতা
একটা ফাজিল রিকশাচালক তার সাথে খারাপ ব্যবহার করছিল,
আমি কাছে গিয়ে শুনলাম-
বয়স্ক মহিলা বলছেন- এতো ভাড়া চাইছো কেন!
ওই ভাড়ার চেয়ে কমে সিএনজি'তে আসা যেত
রিকশাচালক তাকে অপমান করার জন্যই চেঁচিয়ে বলল-
হেঁটে গেলে আরো সস্তা হয়, হেটেই চলে আসতেন!
বয়স্ক মহিলাটি বললেন, শহরে নতুন এসেছি বলে... তোমরা ঠক, প্রতারক
হঠাৎ নীল শাড়ি পরা মেয়েটি বয়স্ক মহিলার হাত ছুঁয়ে বলল- বাদ দাও মা।
মেয়েটির গলা এমন ভদ্র, এত সুন্দর!
যেন পৃথিবীর কারো উপর সে কখনো রাগ করেনি
তারপর বয়স্ক মহিলাটি বলল,
আমি আমার অন্ধ মেয়েটিকে নিয়ে বেরিয়েছি বলে...!
আমি রিকশাচালকটিকে ধমকাতে পারতাম
কিন্তু আমি কিছুই পারি নি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: ব্যর্থ মানুষ আমি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৮
কবিতা ক্থ্য বলেছেন: আপনার জায়গায় আমি হলে, রিক্সাওয়ালা কে কিছু বলতে পারতাম না।
কারন- ময়য়াটির কথা নিষ্চয় কানে বাজছিলো; ওই অনুূভূতি থেকে বেরহয়ে, কারো সাথে কথাবলার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয়নাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার তো রাজীব দা
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০০
রক্ত দান বলেছেন: আপনি সেটা পারবেন কেন? আপনি ঐ রকম!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: সবাই সব কিছু পারে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চোখের সামনে একটা অন্যায় হতে দেখেও কিছু না বলা কি ঠিক?