নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছয়

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

ছবিঃ আমার তোলা।

১। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কৌতুক গল্প চালু আছে হাঙ্গেরিতে। হাঙ্গেরিয়ানদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরো নামটা উচ্চারণ করা বেশ শক্ত। ওদেশে কেউ যখন খুব মাতাল হয়ে যায়, তখন তার বন্ধুরা তার নেশার পরিমাণ পরীক্ষা করার জন্য জিগ্যেস করে, রবীন্দ্রনাথ ঠাকুর বানান কর তো। এই গল্প শুনে রবীন্দ্র ভক্তদের ক্ষুদ্ধ হওয়া উচিত না, কারণ এই গল্পেও প্রমাণ হয় যে ওদেশে সাধারণ মানূষের মনে রবীন্দ্রনাথ কতখানি জুড়িয়ে আছেন!

২। নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

৩। লেনিন যাঁরা ভালো করে পড়েছেন তাঁরা জানেন বিপ্লব করতে হলে বিপ্লবী তত্ত্বের প্রয়োজন পড়ে। তবে তাঁর সঙ্গে প্রয়োজন হয় বিপ্লবের রণকৌশল।

৪। জীবনানন্দ বাড়ি ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালাকে থ্রেট করার জন্য দীপেন বন্দোপাধ্যায়কে সিঙারা খাইয়েছিলেন।

৫। আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, বন্ধুদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল বন্ধুরাই।

৬। মহাবিশ্ব অসীম ও অনন্ত, সূর্য মহাবিশ্বের কেন্দ্রে নয়- সূর্য এক নক্ষত্র মাত্র- ক্যাথোলিক ধর্মবিরোধী এই মতবাদ প্রকাশের জন্য জিওর্দানো ব্রুণো কে পুড়িয়ে হত্যা করা হয় ১৬০০ খ্রীষ্টাব্দের ১৭ই ফেব্রুয়ারী ৷ উনি খ্রীষ্ট ধর্মের অলৌকিক কাহিনী গুলোর বিরোধিতা করেন সেই যুগে। মুক্তচিন্তা ও বিজ্ঞানসম্মত ভাবনা প্রচার করার জন্য প্রথম শহীদ মহামানব ব্রুনো।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:




৬ নং

ইউরোপের মানুষ পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন, আমাদের দেশে পড়ালেখা করেও অনেক মানুষ বেকুব হয়ে যাচ্ছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ লেখাপড়া করে শুধু চাকরির জন্য।
আর তারা চাকরির জন্য লেখাপড়া করতে গিয়ে দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৫ নম্বরটা চরম সত্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: হ্যা জানি। এই অভিজ্ঞতা আমার হয়েছে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

ফয়সাল রকি বলেছেন: জ্ঞানী জ্ঞানী কথাবার্তা!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: ''জ্ঞান'' ই সম্পদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

নেওয়াজ আলি বলেছেন: সব জায়গায় এখন শুধু হাঙ্গেরির নাম । ডর লাগে শুনলে। ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: না। ডরের কিছু নাই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, প্রতি দিনের জীবনযাপন শেষ হয়ে যায় নি।প্রতি দিনই নতুন কিছু ঘটে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: ঘটাই উচিত। তা না হলে বোরিং লাগবে।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, সেই সাথে প্রয়োজন হয় সেই সমাজ কে জানা,সেই সমাজের শ্রেনী গুলোকে বিশ্লষণ করা ,প্রধান দ্বন্দ্বটি খুঁজে বের করা,সবার আগে প্রয়োজন হয় একটি সঠিক বিপ্লবী দলের।বিপ্লবী দল ছাড়া বিপ্লব অসম্ভব।বাংলা দেশে অনেকেই চেষ্টা করেছেন, অনেকে এখনো চেষ্টা করছেন।
৬, মহা বিশ্বের কেন্দ্র হল মক্কা শরীফ।বলেন,আমিন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: আমীন। ছুম্মা আমিন।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৬

মুজিব রহমান বলেছেন: সব গল্প লেখা হয়েছে এটা কথার কথা। এখনও বহু নতুন ধরনের গল্প আসছে। গল্প বলায়ও নতুনত্ব আসছে। এ ধারা শেষ হবে না। রিভার গডের গল্প চার হাজার বছর আগের কিন্তু আগে লেখা হয়নি। দি দ্য ভিঞ্জি কোডের মতো করে কখনো কোন গল্প উপস্থাপন করা হয়নি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটা কি আপনার নতুন দলের পতাকা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: ৫ নম্বরটা যেমন চরম সত্য, ২ নম্বরটা তেমনি চরম ভুল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

এমেরিকা বলেছেন: খিস্টান ধর্মের আমি কিছু বুঝিনা। পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র হিসেবে স্বীকার না করায় গ্যালিলিওর মৃত্যুদন্ড হল, আবার সূর্যকে কেন্দ্র না মানায় ব্রুনোকে পুড়িয়ে মারা হল। খ্রিস্টান ধর্ম অনুযায়ী মহাবিশ্বের কেন্দ্র আসলে কি?
ইসলাম ধর্ম অনুযায়ী মহাবিশ্বের কেন্দ্র হল এক আলো যা সম্পর্কে সূরা নূরে বলা আছেঃ মাসালা নূরিহী কামিশকাতুন ফিহা মিসবাহ। আর মিসবাহু ফি যুজাজাহ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: তর্কে যাবো না। তর্ক ভালো জিনিস না। আমি শান্তি প্রিয় মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.