নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৭

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৭



প্রিয় কন্যা আমার-
তোমাকে টিকা দেওয়া হয়েছে। এরপর তুমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছো। তোমাকে মোট একদিনে তিনটা টিকা দেওয়া হয়েছে। ডাক্তার বলেই দিয়েছেন, জ্বর আসতে পারে। শরীর ব্যথাও করবে এক দুই দিন। অবশ্য ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছেন। ফ্লাকল, পেডিগ্যাস, নাপা আর নরসল। তিনটা দিন তোমার খুব কষ্ট গিয়েছে। সুরভি আর আমি সারাক্ষণ চেষ্টা করেছি তোমার কষ্ট যেন না হয়। তোমার দেখভাল করতে গিয়ে দুপুরের খাবার খেয়েছি বিকেলে। আর ঘুম? না ঘুমাতে পারি নি। তোমার পাশে জেগে বসে ছিলাম। টিকা দেওয়ার কারনে তুমি বিছানা থেকে কোলে থাকতেই বেশী পছন্দ করছো। আমি আর সুরভি তোমাকে কোলেই রেখেছি।

তোমার মা তোমাকে তোমার নানার বাসায় নিয়ে যাবে।
হয়তো দুই তিন থাকবে। আমি যাবো না তোমার নানার বাসায়। তবে আমি তোমাদের দিয়ে আসবো। তোমাদের বেড়ানো শেষ হলে আবার তোমাদের নিয়ে আসবো। টানা দুই তিন দিন তোমাকে ছাড়া থাকতে হবে, ভাবতেই কষ্ট হচ্ছে। এদিকে সুরভিকে যেতে মানাও করতে পারি না। অনেকদিন সে তার বাবার বাড়ি যায় না। আগামী শুক্রবার একটা বিয়ের দাওয়াত আছে। তোমাকে সেই বিয়ের দাওয়াতে নিয়ে যাবো। আমি ঠিক করেছি আমি যেখানেই যাবো তোমাকে সাথে করে নিয়েই যাবো। আমার বাবা তার সাথে করে আমাকে খুবই কমই নিয়ে গেছেন। আমি সেই ভুল করবো না। আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছি। তিনি যে ভুল গুলো করেছেন, আমি সেই ভুল গুলো করবো না। নো নেভার।

প্রিয় কন্যা আমার-
আজ আমার প্রিয় কবির জন্মদিন। জীবনানন্দ দাশ। 'মহাপৃথিবী' কাব্য গ্রন্থের 'আট বছর আগের একদিন' কবিতায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর অর্থাভাব, কর্মহীনতা, বেকারত্ব ইত্যাদি নির্বিশেষে সামাজিক অবক্ষয়গুলো প্রকটভাবে প্রকাশিত। তার এই কবিতায় ঐ সময়ের মানুষের জীবনের যন্ত্রণময় পীড়ন, জীবনের প্রতি বিতৃষ্ণা, প্রতীকে, চিত্রকল্পে এ কবিতাটির উল্লেখযোগ্য অংশ। জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করা একাধিক বিদেশি স্বীকার করেছেন, এই কবির নোবেল না পাওয়াটা রীতিমতো অন্যায়! তুমি বড় হয়ে এই কবির সমস্ত লেখা পড়বে। এবং এই কবিকে জানবে। দরকার আছে। একসময় এই কবির অনেক কবিতা আমার মূখস্ত ছিলো। এই কবিকে নিয়ে ১০০ পর্বের একটা ধারাবাহিক লেখার ইচ্ছা ছিলো। বইপত্র যোগাড় করে উঠতে পারি নি। পড়া হয়নি, আর লেখা হয়নি। তবে তুমি বড় হতে হতে আমি তার সব বই সংগ্রহ করে ফেলব।

প্রিয়, ফারাজা তাবাসসুম খান (ফাইহা)
তুমি সংগীত পছন্দ করো। আমি খেয়াল করে দেখেছি, আমি গান ছাড়লেই তুমি গানের তালে তালে মাথা নাড়াও। তখন তুমি কান্না করো না। তখন তোমাকে দেখলেই বুঝা যায় তুমি সংগীত উপভোগ করছো। তুমি কি বড় হয়ে গান গাইবে নাকি? তোমার যদি গান গাইতে ভালো লাগে, তুমি অবশ্যই গাইবে। ছবি আঁকতে ইচ্ছা করলে ছবি আঁকবে। অভিনয় করতে ইচ্ছা করলে, অভিনয়ও করতে পারো। পাইলট বা ডাক্তার তোমার যা হতে ইচ্ছা করবে তুমি তাই হবে। আমি কখনই আমার কোনো ইচ্ছা তোমার উপর চাপিয়ে দিবো না। তবে জীবনে তোমাকে অবশ্যই বড় কিছু হতে হবে। লেখাপড়া শেষ করে, বিয়ে করবে তারপর আর দশটা মেয়ের মতন ঘরসংসার করে জীবন কাটিয়ে দেবে এরকম যেন না হয়। বিশ্ব, দেশ, সমাজ আর মানুষের জন্য অবশ্যই তোমাকে কিছু না কিছু করতে হবে।

আপাতত তোমাকে নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে-
তুমি যখন হাঁটতে শিখবে, তোমাকে নিয়ে কক্সবাজার যাবো। সমুদ্রের পাড়ে তোমাকে ছেড়ে দিবো। বিশাল সমুদ্রের সামনে তুমি কি করো সেটাই আমার দেখার শখ। পদ্মা সেতুটা হয়ে গেলে সেখানে তোমাকে নিয়ে যাবো। ঢাকার মেট্রোরেল হয়ে গেলে তোমাকে নিয়ে মতিঝিল থেকে উত্তরা যাবো। প্রতিবছর তোমাকে বইমেলাতে নিয়ে যাবো। তুমি আমার হাত ধরে ধরে সারা বইমেলা ঘুরে বেড়াবে। যে যে বই তোমার ভালো লাগবে তোমাকে কিনে দিবো। তবে আমি পছন্দ করেও তোমাকে কিছু বই কিনে দিবো। তোমাকে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। হবেই। আমি তোমাকে যা শিখাতে পারবো না, বই তা তোমাকে শিখিয়ে দিবে। তোমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু হবে দুইজন। এক, আমি। এবং দুই হচ্ছে বই।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এ ভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কিছুটা উন্নত হয়।এটাই প্রগতি

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম হয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৫

ওমেরা বলেছেন: মাশাআল্লাহ্। খুব সুন্দর লাগছে আপনার মেয়েটাকে । মেয়েকে নিয়ে আপনার পরিকল্পনটাও সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফাইহা মামনি'র জন্যে অনেক শুভেচ্ছা। সে বড় হয়ে বাবার শিক্ষা, দাদার না বলা কথাগুলো গ্রহণ করুক, সেই কামনা করি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

অজ্ঞ বালক বলেছেন: পুস্ট প্রিয়তে, অতি অসাধারণ লিখসেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কন্যার জন্য পিতার ভালোবাসা
সকল কন্যার জন্য সকল পিতার ভালোবাসা

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:




আপনি যা লিখেছেন, মেয়েকে তা শুনায়েছেন নাকি? ছবিতে মেয়েকে খুব উৎসাহিত দেখাচ্ছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৫

রাজীব নুর বলেছেন: মেয়ে আমার কথা খুব মন দিয়ে শুনে। তার ভাব ভঙ্গি দেখে মনে হয় সে আমার কথা বুঝতে পারে।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৫

রোকনুজ্জামান খান বলেছেন: মা মাণীর জন্য রইলো অনেক অনেক দোআা, একদিন হয়তো দেখতে পাবো, ফাইহা আমাদের সাথেই ব্লগ লিখছে, আমিও ফাইহা র সকল পোষ্ট পড়ব এবং অভিমত প্রকাশ করবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: আমিও চাই সে ব্লগিং করুক।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫২

রামিসা রোজা বলেছেন:

ফাইহার জন্যে দোআ করি , সুস্থ থাকুক সবসময় ।
সুন্দর লিখেছেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রোজা। ভালো থাকুন।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

রক বেনন বলেছেন: আপনার দুই মেয়েকেই কারাতে শিখাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: যা শিখতে চায় শিখবে। কারাতে জুড়ো, বক্সিং। আমার আপত্তি নাই।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৯

বিভক্ত আত্মা বলেছেন: পুত্র সন্তানরাও কিছুতে কম না হলেও কন্যা সন্তান মাত্রই একজন বাবাকে অনেক বেশি মোহিত করে তুলে। জয়তু

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘প্রিয় রাজকণ্যে’কে নিয়ে আপনার সুন্দর ভাবনা পুরোপুরি পরিপূর্ণ হোক এই শুভকামনা জানাই ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: উভয় কন্যাকে নিয়ে আপনার স্বপ্ন ও পরিকল্পনাগুলো সফল হোক, এই দোয়া রইলো।

৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধ্যেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.