নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাসান রাজা এবং রবীন্দ্রনাথ

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫০

ছবিঃ আমার তোলা।

হাসান রাজার গান গুলো শুনতে ভালো লাগে।
রবীন্দ্রনাথের সাথে হাসান রাজার পরিচয় কখনও হয়নি। সেরকম কোনও তথ্য নেই। যদিও পরিচয় হতে পারত। হাসান রাজা রবীন্দ্রনাথের থেকে মাত্র সাত বছরের বড়, তিনি বেঁচে ছিলেন ১৯২২ সাল পর্যন্ত। অবশ্য তার পরিচয় তখনও সীমাবদ্ধ ছিল সিলেটের একটি ছোট গন্ডির মধ্যে। তার গানের সংগ্রহ ছাপা হয়েছিল ১৯১৪ সালে। সে বই যে রবীন্দ্রনাথের চোখে পড়েনি, তার প্রমাণ আছে।

এই দুইজন মানুষের দেখা হলে ভালো হতো।
যতদূর জানা যায়, প্রভাতচন্দ্র গুপ্ত নামে সিলেটের মুরাদি চাঁদ কলেজের একটি ছাত্র তার কলেজ ম্যাগাজিনে হাসান রাজার গান সম্পর্কে একটি প্রবন্ধ লিখেন। হাসান-ভক্ত এই ছেলেটির সাধ হয়েছিল হাসানের গান রবীন্দ্রনাথের গোচরে আনার। সে উদ্দেশ্যে সে চলে এসেছিল শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তার সাথে দেখা করেন এবং তার কথা শুনে হাসানের আটটি গান পড়ে দেখেন। তিনি বলেছিলেন, মাত্র এই ক'টি গানে ঠিক সিলেটের কবিটির পরিচয় বোঝা যাচ্ছে না, আরও কিছু লেখা চাই।

প্রভাতচন্দ্র ভুল করেছেন।
তার উচিত ছিলো হাসান রাজাকে সাথে করে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া। যাই হোক, সিলেটে ফিরে এসে প্রভাতচন্দ্র তার সংগ্রহ থেকে ৭৮টি গান পাঠিয়ে দেয় রবীন্দ্রনাথকে। সেসব পড়েই রবীন্দ্রনাথ বুঝতে পারেন হাসান রাজার জীবন-ভাষ্য। এতই মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ যে ১৯৩১ সালে অক্সফোর্ডের বিখ্যাত হিউবার্ট লেকচারে হাসানের নাম উল্লেখ করে বলেছিলেন যে, "It is a village poet of East Bengal who preaches in a song the philosphical doctrine that universe has its reality in its relation to the person." তারপর থেকেই হাসান রাজা সম্পর্কে শিক্ষিত সমাজের আগ্রহ জন্মায়।

"আমিই মূল নাগর রে আসিয়াছি খেউড় খেলিতে ভব সাগরে
আমি রাধা, আমি কানু, আমি শিব শংকরী অধর চাঁদ হই আমি, আমি গৌর হরি
আমি মূল, আমি কূল, আমি সর্ব ঠাঁই আমি বিনে এ সংসারে অন্য কিছু নাই...

(হাসান রাজার এই গানটি রবীন্দ্রনাথকে খুব প্রভাবিত করেছিল।)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৪

অনল চৌধুরী বলেছেন: পাত্রে কি তরমুজ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: না।
মোমবাতি। সুরভি আড়ং থেকে কিনেছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


হাসান রাজার যুগে কতজন মানুষ লিখতে পড়তে জানতেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: খুবই অল্প মানুষ। অল্প । খুব অল্প।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: হাসান রাজা- জানলে ভালো
না জানলে - সমস্যা নাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: কথাটা ঠিক না।
একজন আধুনিক মানুষের সব কিছুর উপর জ্ঞান থাকা দরকার।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইদানিং আপনার বিভিন্ন লেখায় গবেষণার গন্ধ পাওয়া যায়।কোথাও কোন গবেষণায় যুক্ত হয়েছেন কি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমি হলাম ভাঙ্গা কূলা। আমি কোনো কাজের না। প্রতিভাহীন মানুষ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩৭

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নুর,
আমিতো জানতাম হাসন রাজা তার নাম ।
২০১৫ সালের বই মেলায় মওলা ব্রাদার্স তার ওপর সামারীন দেওয়ানের লেখা "হাসন রাজা জীবন ও কর্ম" টাইটেলে একটা বইও পাবলিশ করেছিল । আপনি যে হাসান রাজার কথা বলেছেন সেই লোক আর সিলেট বা সুনামগঞ্জের এই গানের হাসন রাজা কি কাছাকাছি নামের দুইজন মানুষ নাকি ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যা হাসন বলেন সমস্যা কি? আবার হাসান বললেও সমস্যা কি?
গোলাপকে যদি গেন্দা, গেদু বলেন- তাতে গোলাপের কিছুই যাবে আসবে না। সে বাগানে ফুটবে, গন্ধ ছড়াবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.