নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ভদ্রলোকের নাম রশিদ তালুকদার।
বাড়ি সন্দ্বীপ। তবে তিনি ঢাকা থাকেন। কৃষি ব্যাংকে চাকরি করতেন। অবসর নিয়েছেন তেরো বছর হয়ে গেছে। স্ত্রী মারা গেছেন অনেক আগেই। দুই ছেলে বিয়ে করে আলাদা থাকে। রশিদ তালুকদার বর্তমানে দুই রুমের ছোট্র বাসা নিয়ে একা থাকছেন। পত্রিকা পড়ে সময় কাটান। বুড়ো বয়সে লোকেরা নামাজ কালাম নিয়ে পড়ে থাকেন। কিন্তু ধর্ম কর্মে তার মন নেই। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, 'ধর্ম একটা ফালতু জিনিস'। তার দুই ছেলে নিয়মিত বাবার খোঁজ খবর নেয়। দুই ছেলে আমার চেয়ে বয়সে বড়। সকালে আমি যে হোটেলে মাঝে মাঝে নাস্তা খাই, সেখানেই তার সাথে আমার পরিচয়। ভদ্রলোক আমাকে খুবই পছন্দ করেন। এখন হোটেলে গেলে আমাকে না পেলেই ফোন দেন। নাস্তা না খেয়ে আমার জন্য অপেক্ষা করেন।
রশিক তালুকদার আমাকে সন্দ্বীপ নিয়ে যেতে চান।
তার গ্রামের বাড়ি নাকি অনেক সুন্দর। বিশাল একটা দীঘিও নাকি আছে। সেখানে তিনি আমাকে সাঁতার শেখাবেন। বরশি দিয়ে কিভাবে অতি দ্রুত মাছ ধরতে হয় সেটাও শেখাবেন। বঙ্গোপসাগরের মাছ খাওয়াবেন। রশিদ তালুকদার বলেন, তুমিও বেকার, আমিও বেকার। আমাদের হাতে অনেক সময়। সময়টা কাজে লাগাতে হবে। সময়কে অবহেলা করা যাবে না। সময়কে অপচয় করা মোটেও বুদ্ধিমানের কাজ না। ক্লিয়ার? রশিদ তালুকদারের বয়স আমার বাবার চেয়ে বেশী। অথচ তিনি আমার সাথে বন্ধুর মতো মিশেন। গল্প করেন। মাঝে মাঝে আমাকে গান গেয়েও শুনান। এর মধ্যে তিনি একবার আমাকে প্রায় জোর করেই তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে নিয়ে গেছেন। আগামী সপ্তাহে নাকি গাজীপুর আরেক আত্মীয়ের বাসায় নিয়ে যাবেন।
রশিদ তাকুলদারের একটা ভেসপা আছে।
বহু পুরানো। ভট ভট শব্দ হয়। চলন্ত অবস্থায় হঠাত থেমে যায়। তখন ঠেলতে হয়। রশিদ সাহেব বলেন, এই ভেসপা আমার সাথে অনেকদিন ধরে আছে। আমার স্ত্রীও আমার সাথে এত দিন ছিলেন না। রশিদ সাহেব মাঝে মাঝে আমার কাছ থেকে চেয়ে সিগারেট খান। অথচ তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন ত্রিশ বছর আগে। সেদিন তিনি আমাকে নিয়ে হাঁটে গিয়েছেন। ঢাকা শহরেও গ্রাম দেশের মতো হাঁট বসে আমি জানতাম না। মেরাদিয়া প্রতি বুধবার হাঁট বসে। হাঁট দেখে আমি অবাক। একদম গ্রামের মতো হাঁট। একদিন নিয়ে গেলেন নন্দীপাড়া। সেখানে ধান ক্ষেত দেখালেন। ঢাকায় যে ধানক্ষেত আছে আমি জানতাম না। রশিদ সাহেব কোনো এক বিশেষ কারনে আমাকে চমকে দিতে পছন্দ করেন। গত পরশু ঘুম থেকে ঢেকে তুলে আমাকে নিয়ে গেলেন রমনা পার্কে। সকালে নাকি রমনা পার্কের বাতাস গায়ে মাখা স্বাস্থ্যের জন্য ভালো।
রশিদ সাহেব এখন বারডেম হাসপাতালে।
গতকাল রাতে তিনি আমাকে ফোন করে অনুরোধ করলেন তাকে যেন আমি অবশ্যই একবার দেখতে যাই। হ্যা, আজ আমি তাকে দেখতে যাবো। বয়স হয়ে গেলে মানুষের যে রোগ গুলো হয় রশিদ সাহেবের তার সব গুলোই আছে। ডায়বেটিকস প্রচন্ড পরিমানে। অথচ তিনি চায়ে আমার চেয়ে বেশী চিনি খান। ভদ্রলোক খেতে এবং খাওয়াতে পছন্দ করেন। আমার ধারনা তিনি ইচ্ছা করেই তার ছেলের সাথে থাকেন না। কারন ছেলেরা তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে চিনি ছাড়া চা দিবে। খাবারও দিবে হিসাব করে। অথচ রশিদ সাহেব হিসাবের মধ্যে থাকারে মানুষ না। যখন যা ইচ্ছা করছেন। খাচ্ছেন। কোনো নিয়ম কানুন এর ধারধারেন না। সব মিলিয়ে রশিদ সাহেবের সঙ্গ আমার খারাপ লাগে না। জ্ঞানী মানুষ। রশিদ সাহেব বলেছেন, তিনি আমার বন্ধু। ভালো বন্ধু।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: ওকে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২
এম. হাবীব বলেছেন: জ্ঞানী মানুষের বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার; এদিক থেকে আপনি ভাগ্যবান
বন্ধুর সাথে সময়গুলো ভালই কাটছে দেখছি; আপনাদের উভয়ের জন্য শুভকামনা।
ভদ্রলোকের মনে আপনার জন্য একটা জায়গা তৈরী হয়েছে; উনাকে দেখে আসলে মানসিকভাবে প্রশান্তি পাবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪
অক্পটে বলেছেন: "বন্ধু হয় অনেকে, মনে দাগ একজনই তো আঁকে।"
আপনাদের জন্য শুভ কামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫
ওমেরা বলেছেন: একটা মাত্র জীবন একটু হিসাব করে চলতেই হবে—-।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: আর হিসাব!!!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু সৎ নয়
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু সৎ নয়
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: সব মানুষ অসৎ নয়।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
উনার বয়স কত হবে? উনাকে প্রতিদিন ৩/৪ মাইল হাঁটতে বলবেন
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: অনেক বয়স।
আইলসা। হাঁটে না। খেতে পছন্দ করে।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১
মেহেদি_হাসান. বলেছেন: ভালো বন্ধু পেয়েছেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: হ্যা তা পেয়েছি।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩২
মুজিব রহমান বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভেচ্ছা।
স্বাস্থ্য সচেতন হওয়া মন্দ নয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
রশিদ সাহেব হয়তো নিজের জীবন নিজের মতো বাঁচতে চান। ভালো লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: হ্যা আমারও এরকমই মনে হয়।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর হিসাব!!!
মারজুক রাসেলের একটা উক্তি মনে পড়ে গেল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: কোন উক্তি?
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০
ইসিয়াক বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভকামনা।
#আপনাকে আমি একটা গান শোনাতে চাই। আপনি কি শুনবেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই শুনবো।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫০
ভুয়া মফিজ বলেছেন: আপনার বন্ধুভাগ্য ভালো। নিজের চরিত্রের কপি-বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। অবশ্যই দেখতে যাবেন।