নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লোহার দেয়াল

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮

ছবিঃ সুত্র

লোকটি বললেন, তুমি আমার সাথে চলো।
লোকটিকে আমি চিনি না। আগে কোনোদিন দেখি নি। বয়স্ক লোক। মাথা ভরতি এলোমেলো চুল। মুখে কাঁচাপাকা খোঁচা খোঁচা দাঁড়ি। চাপা ভাঙ্গা। চোখ গুলো গর্তে ঢুকে গেছে। লোকটির সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবু আমি লোকটির সাথে যাচ্ছি। আমার ধারনা তার সাথে না গেলে তিনি আমাকে জোর করে নিয়ে যাবেন। লোকটির সাথে যে আমি যাবো এটাই আমার নিয়তি। নিয়তিকে উপেক্ষা করা যায় না।

অচেনা পথে লোকটির সাথে আমি যাচ্ছি।
চারপাশ আমার কাছে অচেনা মনে হচ্ছে। কিছুক্ষন পর লোকটি আমাকে একটা বিশাল বাড়ির সামনে নিয়ে গেলেন। বাড়িটি বাইরে থেকে দেখতে ফাইভ স্টার হোটেলের মতোন। লোকটি বললেন, আমার দায়িত্ব শেষ। এখন তুমি একা এই বাড়িতে প্রবেশ করবে। এবং দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবে না। বাড়িত ভেতরে গেলেই তুমি তোমার সব প্রশ্নের জবাব পাবে। কি করবো বুঝতে পারছি না। নিয়তিতে যা আছে তাই হবে।

আমার খুব ভয় করছে।
ভয় নিয়েই আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীচ তলা কেউ নেই। আমি লিফটে করে দোতলায় উঠলাম। দোতলায় আলো কম। তবে চারপাশ দেখতে অসুবিধা হচ্ছে না। দোতলায় পা দিয়েই আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে অনুসরন করছে। অথচ কাউকেই দেখতে পারছি না। প্রথম ঘরটার দরজা খুললাম। সেই ঘরে অসংখ্য মানুষের গলা কাটা মাথা। মনে হচ্ছে কিছুক্ষন আগেই মানুষ গুলোর গলা কাটা হয়েছে। রক্তে চারিপাশ ভেসে গেছে। আমার প্রচন্ড বমি পাচ্ছে।

ভয়ে আমার সারা শরীর কাঁপছে।
আমি রক্ত সহ্য করতে পারি না। আমি কোনো দিন একটা মূরগী জবো করি নি। কোনো দিন গরু জবাই দেখি নি। আমি খুবই নরম মনের মানুষ। কাটা মাথা গুলো দেখে আমার বুক ধড়ফড় করছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি দৌড়ে লিফটে উঠলাম। বোতাম টিপার আগেই লিফট চলা শুরু করলো। লিফট থামলো। আমি নামলাম। এখানে চারপাশ লোহার দেয়াল, দরজা-জানালা। দুই পাশ থেকে লোহার দেয়াল আমার দিকে আসছে। বুঝতে পারছি কিছুক্ষনের মধ্যেই আমার মৃত্যু হবে। দুই পাশ থেকে লোহার দেয়ালের চাপ খেয়ে আমি চেপ্টা হয়ে যাবো। খুব কষ্ট হচ্ছে আমার। এইভাবে আমার মৃত্যু লেখা ছিলো!

আমার ঘুম ভাঙ্গল।
ফাইহা আর সুরভি গভীর ঘুমে। আমার সারা শরীর ঘামে ভেজা। বুক কাঁপছে। নিঃশ্বাস নিতে পারছি না। বুঝতে পারছি ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখেছি। প্রচন্ড ভয় পেয়েছি। এক গ্লাস পানি খেলাম। ঠিক তখন একসাথে তিনটা চারটা মসজিদে আযান হচ্ছে। আমি বিছানায় গিয়েছিলাম চার টায়। এখন সোয়া পাঁচ টা। ঘুমন্ত মেয়ের কাছে বসলাম। তার কপালে একটা চুমু খেলাম। সে একটু নড়ে উঠলো। আমি বললাম, ভয় নেই। আমি। তোমার বাবা। তুমি আরাম করে ঘুমাও। আমি আছি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: মৃত্যু চিরন্তন সত্য । সে আসবে তার জন্য নির্ধারিত সময়ে আমাদের সকলের জীবনে,তা সে স্বপ্নে কিংবা বাস্তবে ।

তার জন্য আমাদের সবারই প্রস্তুতি নেয়া ও পরকালের পাথেয় সংগ্রহ করা উচিত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে মরতে চাই।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



রাত জেগে আপনি কি করেন, ব্লগিং? রাত জেগে থাকলে, আপনার অনেকগুলো রোগ দেখা দেবে ১ সাথে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: রাত ইচ্ছা করে জেগে থাকি না। ঘুম আসে না। তাই জেগে থাকি।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নেই কাজ তো খই ভাজ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: খইও নাই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০

অক্পটে বলেছেন: আমি এমন একটা ইংরেজি ফিল্ম দেখেছিলাম। এখন নামরটা মনে কারতে পারছিনা। বিষয়টা অনেকটা আপনার স্বপ্নের মতোই।
তবে হ্যা, কিছু কিছু স্বপ্ন আছে যা দেখতে দেখতে খুব ভয় পেতে হয়। আমারও এমন হয় কখনো কখনো। স্বপ্নভাঙ্গার পর যখন দেখি আমি বিছানায় শুয়ে আছি, বিষয়টা আসলে সত্য নয়, নিছক স্বপ্ন! তখন খুব ভালো লাগে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: ্মুভিটার নাম কি?

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লৌহমাহফুজে লিখা আছে কোটি কোটি বছর আগে,সে ভাবেই সবকিছু চলছে,আপনার আমার কিছুই করার নেই।আমরা পুতুল মাত্র,সব দোষ তার।
যাই হোক,সব সময় কিছু রাস্তা ভাড়া পকেটে রাখবেন কখন রওয়ানা করতে হয় ঠিক নাই তো।
শব্দ দূষণ ছোট ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের পুরো দেশটাই দুষিত হয়ে পড়ছে দিনকে দিন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

মেহেদি_হাসান. বলেছেন: আপনি তো ভয়ংকর দুঃস্বপ্ন দেখেছেন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: ইদান্নিং প্রায়ই দেখছি।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭

অক্পটে বলেছেন: আর হ্যা, যারা বেকার থাকে তাদের কিন্তু রাতে ঘুম হয়না। তারা হয় অনিয়মের ঢেকি। আপনাকেতো প্রতিদিনের জন্য ২৪ ঘন্টা দেয়া আছে। এর থেকে ১৭ ঘন্টা আপনি পৃথিবীবাসীর জন্য রাখুন আর মাত্র ৭ ঘন্টা নিজের ঘুমের জন্য রাখুন। আপনি কিছু একটা করেন। দেখবেন জীবন আরো সুন্দর হয়ে উঠবে।

আপনার পরীটার জন্য শুভকামনা। ভাল থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮

নাসরীন খান বলেছেন: পরীর জন্য শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




অতিরিক্ত রাতজাগার কারণে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভবনা বেড়ে যেতে পারে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: হায় হায়----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.