নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২১


ছবিঃ আমার তোলা।

১। সব মানুষের একটা ভরকেন্দ্র থাকা উচিত। আমার ভরকেন্দ্র রবীন্দ্রনাথ। যেখানে যাই আর যতোই চেচাই বুড়োটায় এসে সব ঠান্ডা। বাঙালির ১৪ না ১১৪ পুরুষের ভাগ্য যে রবীন্দ্রনাথ বাংলায় জন্মেছিলেন।

২। আমাদের দেশের মানুষের অল্পতেই চোখে জল আসে, বিশেষ করে মেয়েদের। এই দেশটা আসলেই বড় বিচিত্র, প্রাকৃতিক দৃশ্যে, সম্পদের উপকরনে, মানুষের স্বভাব এবং চরিত্রে। তাই তো এই দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না। অটল বিশ্বাসে দাঁড়িয়ে থাকে অফুরন্ত প্রানশক্তি নিয়ে।

৩। ঈশ্বর আমাকে সৃষ্টি করেছিলেন নিতান্তই অবহেলায়। ঘাসের বুকে শিশিরের যে সৌন্দর্য তাও তো আমার নেই। শুধু বঞ্চিত আর অবহেলিতদের দলে ভিড় বাড়াতেই আমার জন্ম হয়েছে।

৪। এক ব্রাহ্মন জঙ্গলের লতা-পাতায় পা জড়িয়ে কুয়োতে পড়ে গেছে। কুয়োর মুখে একটা পাগলা হাতি দাঁড়িয়ে। নিচে এক বিষধর সাপ ফনা তুলে ফসফস করছে। ব্রাহ্মনের পা ওপরে মাথা নীচে, ঝুলছে। যে লতা জড়িয়ে ঝুলছে সে লতার গোড়াও ঘষঘষ করে কাটছে একটা ইঁদুর । লতায় অজস্র ফুল। ফুল ভরা শাখায় মৌচাক। সেখানে ঝাঁক ঝাঁক মৌমাছি উঁড়ছে। ওই ভয়ঙ্কর দশাতেও লোকটার মুখে মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে। কী আশ্চর্য, এখনি মরবে তবু লোকটার তৃষ্ণার শেষ নেই। এক ফোঁটা মধু পড়ে মুখে, তৃষ্ণা আরও বাড়ে।
জীবন হলো ওই রকমই। ফোঁটা ফোঁটা মধুর লোভেই আমাদের বেঁচে থাকা।

৫। অধিকাংশ বাঙালি ২১ ফেব্রুয়ারি সম্পূর্ণ বাঙালি হ'য়ে ওঠার চেষ্টা করেন।
বাকি ৩৬৪ দিন আন্তর্জাতিক হওয়ার।

৬। হঠাৎ যদি না ফেরার দেশে চলে যাই,
ক্ষমা করে দিবেন সবাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



যারা নাম লিখতে পারে না, ২১ শে'র দিন তাদের ব্যাপারে কার কি প্ল্যান?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: তারা আজ খিচুরী খাবে। ফ্রি।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০

ডাব্বা বলেছেন: একদিনই একদিন দু'দিন হবে, তারপর তিনদিন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩

জগতারন বলেছেন:
এর আগে আপনার লিখা ব্লগ প্রবন্ধে আপনার মন্তব্যের প্রতি মন্তবা করে এসেছি দয়া করে দেখে আসবেন। আর কিছু বলার থাকে তো বলবেন। কিন্তু অবান্তর কিচ্ছু না।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
মন্তব্য দেখেছি। আপনি সঠিক।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০২

কালো যাদুকর বলেছেন: ৬ নং টি কেন?
১ নং রবীন্দ্রনাথ না থাকলে বাংলাভাষার কি প্রভাব পড়ত, ভেবে দেখা দরকার।
৫ নং ইন্ট্যারন্যাশলান হলে ক্ষতি নেই, তবে নিজের ভাষাটা ভুলে না গেলেই ভাল। বেশীর ভাগ মানুষ নিজের ভাষাটাও আজকাল ভুলে যাচ্ছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: আপনার এই টুকরো টুকরো লেখাগুলি ভালো লাগে বেশ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: এটা আপনার মহানুভবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.