নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিনয়

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯



হুমায়ূনকে আমি প্রথম দেখি একুশের বইমেলায়।
৮৭ সালের এক সন্ধ্যায়। তারপর বছর পাঁচেক পরে ঢাকার একুশের বইমেলায় ঢুকেই দেখি বিশাল লাইন। বই হাতে মানুষ দাঁড়িয়ে আছেন। প্রশ্ন করে জানলাম ওঁরা হুমায়ূন আহমেদের বই কিনে দাঁড়িয়ে আছেন অটোগ্রাফ করিয়ে নেবেন বলে। অন্তত পাঁচ-ছ’শো মানুষ একই আগ্রহে অপেক্ষায় আছেন দেখে অবাক হলাম।

আমাদের কলকাতা বইমেলায় এমন ঘটনা ঘটেছে কি না মনে পড়ল না। সমরেশ বসু-শংকর-সুনীল গঙ্গোপাধ্যায়রা যখন মেলায় আসতেন, তখন তাঁদের ঘিরে ছোটখাট ভিড় জমলেও এমন লাইন পড়ত না।

উনিশশো বিরানব্বই।
কোলকাতা বইমেলায় একটি স্টলের সামনে চেয়ারে বসে হুমায়ূন মাথা নিচু করে একের পর এক সই দিয়ে যাচ্ছে। যে বই এগিয়ে দিচ্ছে তার মুখের দিকে তাকাচ্ছে না। আমি একটা ‘গীতবিতান’ এগিয়ে ধরতে সে আমাকে না দেখে বইটি নিল। সই করার ঠিক আগে থেমে গিয়ে চিৎকার করে উঠল, ‘‘সর্বনাশ, আপনি কি আমাকে দোজখে পাঠাতে চান? এই বই-এ সই করার যোগ্যতা তো আমার—!’’ বলতে বলতে মুখ তুলেই সে আমাকে দেখতে পেল। তার চোখ বিস্ফারিত হল। লাফিয়ে উঠে আমাকে প্রণাম করতে এল সে। বলল, ‘‘ছি ছি, আপনি আমায় এ কী লজ্জায় ফেললেন!’’

হুমায়ূন তখনও অসুস্থ হননি।
ঠিক তার আগে ঢাকায় যেতেই ওর ফোন এল, ‘‘সমরেশদা, আসুন, অনেক কথা আছে।’’ আমি তাঁর বাসায় গেলাম। সে শ্বাস ফেলল শব্দ করে। বলল, ‘‘খুব কষ্ট হয় সমরেশদা। জীবনে যা চেয়েছি, তার অনেকটাই পেয়েছি। এই চাইতে গিয়ে অনেক কিছুই হারাতে হয়েছে। কী করি বলুন তো?’’

‘‘আমৃত্যু এই কাঁটা তোমার আমার সবার মনে বিঁধতে থাকবে। এই নিয়েই তোমাকে বাস করতে হবে। তোমার কাজটা তুমি করে যাও, কষ্টটা কমে যাবে।’’

(আনন্দবাজার পত্রিকা, সমরেশ মজুমদার)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

রেজওয়ান ইসলাম বলেছেন: হুমায়ূন আহমেদ কোলকাতায় গিয়ে আমায়, তোমায় করে কথা বলতেন জেনে বেশ বিস্মিত হলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আরেহ না। তা না।
সমরেশ মজুমদার তার মতো করে লিখেছেন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

রসায়ন বলেছেন: নতুন কিছু জানলাম

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়তে হবে।
পড়লেই জানা যায়।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

মেহেদি_হাসান. বলেছেন: দুজনেই প্রিয় লেখক তবে হুমায়ুন আহমেদকে বেশি ভালো লাগে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমারও।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার পছন্দের লেখকদের একজন সমরেশ মজুমদার

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: কাকে আগে রাখবেন? সুনীল, সমরেশ না শীর্ষেন্দু?

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

অনল চৌধুরী বলেছেন: হুমায়ূনকে আমি প্রথম দেখি একুশের বইমেলায়। ৮৭ সালের এক সন্ধ্যায়। তারপর বছর পাঁচেক পরে ঢাকার একুশের বইমেলায় ঢুকেই দেখি বিশাল লাইন। বই হাতে মানুষ দাঁড়িয়ে আছেন। প্রশ্ন করে জানলাম ওঁরা হুমায়ূন আহমেদের বই কিনে দাঁড়িয়ে আছেন অটোগ্রাফ করিয়ে নেবেন বলে। অন্তত পাঁচ-ছ’শো মানুষ একই আগ্রহে অপেক্ষায় আছেন দেখে অবাক হলাম- ১৯৮৭ সালে আপনার বয়স ছিলো ৫ বছর। এতা কম বয়সে হুমায়নকে চিনে আর তাকে প্রশ্ন করে প্রমাণ করেছেন যে আপনিও ভবিষ্যতে তার মতোই লেখক হতে পারবেন।
এখন এই ব্লগের সবাই তার প্রমাণ পাচ্ছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৭

নাসরীন খান বলেছেন: হুমায়ুন আহমেদকে নতুন করে আবার জানলাম।ভালো লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১১

কবিতা ক্থ্য বলেছেন: কিছু বলবনা।
হুমায়ুন আহমেদ বলার অনেক উর্দ্ধে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.