নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ দুপুরবেলা ভাত খেয়ে হঠাৎ টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, গভীর ঘুম

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

ছবিঃ আমার তোলা।

১। মানুষকে ভালো ভাবতে হবে নিজের ভালোর জন্যই। নিজের ভেতরের শ্রেষ্ঠ বৃত্তিগুলিকে সক্রিয় রাখবার এই একমাত্র উপায়। ভয় ও সন্দেহ জীবনের পক্ষে মারাত্মক, বিশ্বাস না থাকলে জীবন অসুন্দর হয়ে পড়ে। খোশ মেজাজ ও বহাল তবিয়ত নষ্ট হয়। আর তা নষ্ট হলে মানুষের ভালো কাজেরও মূল্য দেওয়া যায় না।

২। চোখের নীচে কালি আসলে মনে করতেই হবে যে- ভেতরে ক্লান্তি জমেছে। ভেতরের জমে ওঠা ক্লান্তি গুলোর ছায়াটাই চোখের নীচে এসে জমে।

৩। কোনো এক নাটকে নায়িকা বলেছিল- ''সেই তত সুখী- যারা অভিনয় করে মিথ্যা কথা বলতে পারে''।

৪। তেরী আখোকী কুছ কসুর নেহি, মুঝেই খারাব হোনা থা।
এটার সুন্দর বাংলা কি হবে?
-- তোর চোখের কোন দোষ নাই, আমিই বদের হাড্ডি।

৫। বড় কর্তার রিভলভিং চেয়ার, থানার দারগা, জর্জ-উকিল, বাড়ির গৃহিনী, ধারদাতা, মুদি দোকানদার, ইলেকট্রিক বিল, রাস্তার পাগলা কুকুর, বিয়ের দাওয়াত, আত্মীয়, ধার্মিক, বঙ্গোপসাগরের নিন্মচাপ, বাজারের দরদাম - কোনো কিছুকেই আমি আর ভয় পাই না। সব কিছুর ক্যামোফ্লেজ আমি ধরে ফেলেছি।

৬। আমরা শুধু সব কিছুকেই খুব করে উদযাপন করতে শিখেছি।
রঙ চোঙ মেখে। ৭৫% এর অধিক লোকেরা বাংলা শুদ্ধরুপে উচ্চারণ করতে পারে না। কবিতা বলছে ভুল উচ্চারণে, প্রবন্ধ পাঠ করছে ভুল উচ্চারণে আর লিখে যাচ্ছে ভুল বানান। বাংলা ভাষা শেখার পরিবেশ যেন বেগবান হয় সেদিকে দায়ীত্বশীলদের মাথা ঘামাতে হবে।

যতদিন সব বাঙালি পড়তে ও লিখতে পারবে না, ততদিন শহীদ মিনারে যাওয়া বন্ধ থাকুক। এমনটি হলে কেমন হয়?
যারা বাংলায় কবিতা লিখেন, বই লেখেন, বাংলার প্রফেসরেরা শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, মুল দেয়; যারা বাংলা পড়তে পারেন না, তাদের জন্য কিছুই করেন না, ওখানে গিয়ে ওদের ম্যাঁওপ্যাঁও বক্তৃতা শুনে কি হবে জাতির?

লোক দেখানো ফুল না দিয়ে দোয়া ও শহীদ পরিবারের জন্য অবদান রাখলে ভালো হতো। ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, বস্তির ছেলে বস্তিতে থেকে যাচ্ছে; অথচ জাতির কাছে সম্পদ আছে, ক্যাশ টাকা আছে! কে যাবে শহীদ মিনারে তাদের বস্তাপঁচা বাণী শুনতে?
শতকরা কজন শহীদ মিনারে সেলফি তুলতে যায় আর কজন ভালোবেসে যায়, সেটাও প্রশ্ন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২

স্প্যানকড বলেছেন: পুরা জাতি গভীর ঘুমে আপনে একলা না। তাই চিন্তার কিছু নাই। ভালো থাকবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: আমার তো ঘুম আসে না।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:



ভাষা সৈনিকেরা বড় বড় চাকুরী করেছেন, খালি '৫২ সালের গল্প করতেন, গরীবদের পড়ালেখার কথা বলতেন না কোনদিন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: গরীবদের কথা কেউ ভাবে না।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:১৮

কবিতা ক্থ্য বলেছেন: ব্রাদার রাজীব নূর,
ইউ হেভটু আন্ডরস্ট্যন্ড- আমরা ট্রাইং আমাদের বেস্ট- বেংগলী কে সার্বজনীন করতে।
এন্ড আমরা এক্সপেক্ট করছি- খুব সোন তা এচিভ করতে পারবো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন:

যুক্তিহীন কোন ধারনা,অনুমান,প্রমান ছাড়া মেনে নেয়ার নাম বিশ্বাস।এটা দিয়ে জীবন কি ভাবে সুন্দর হবে একটু বুঝিয়ে বলবেন?
ধরুন আপনি বিশ্বাস করলেন আপনার দশ কোটি টাকা আছে,তাতে কি আপনার জীবন সুন্দর হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,





সহব্লগার স্প্যানকড এর মতোই বলতে হয় - পুরা জাতি গভীর ঘুমে আপনি একলা নন। শুধু দুপুর বেলাতেই নয় , তিন বেলাই অকাতর ঘুমে জাতি। তাই চিন্তার কিছু নেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: কবি বলেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: আজ মহান 21st ফেব্রুয়ার‍্য(মুখ ব্যাকা করে)। never mind bro, আমি আবার 21st February English language use করতে চাই না। actually উচিৎও না। But আমার অনেক friends দের'কে দেখেছি টোয়েনটি ফাস্ট ফেব্রুয়ারিতেও always ইংরেজি ভাষা use করে। আমি মনে করি 'দে আর রাবিশ এন্ড দে সুড নট হ্যাভ টু ডান দিজ'। দো' ইঁট্স নট দেয়ার ফল্ট। বিকজ, তাদের কালচারটাই হয়তো এমন। এরা মনে করে শুধু বাংলা শব্দ ব্যবহার করে কথা বললে মডার্ন সোসাইটিতে স্ট্যাটাস বলে আর কিছুই থাকে না ব্রাদার। জাস্ট মাইন্ড ইট ব্রাদার, জাস্ট মাইন্ড ইট। টাইম থাকলে আরও ইনডিটেইলস বুঝিয়ে বলতে পারতাম।
গুড নাইট।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.