নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ধর্মের চেয়ে কর্ম বড়

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬



I said, "Is it good friend?"
"It is bitter bitter, "he answered.
"But I like it
Because it is bitter
And because it is my heart."


১। প্রাচ্যের অন্যান্য জাতিসমূহ থেকে গ্রীকদের জীবন-যাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরণের। তাদের পোশাক ছিল জমকাল, ঢিলে-ঢালা এবং তারা চওড়া কান বিশিষ্ট টুপি মাথায় দিত। তাদের জীবন দর্শন ছিল এই ধরণের যে, জীবনকে আজই উপভোগ করতে হবে, আগামীকাল আমরা নাও থাকতে পারি। এই কারণে গ্রীকেরা ভোগ-বিলাসকে তাদের অন্যতম প্রধান বিষয় মনে করত। তদের কাছে ধর্ম ছিল ভবিষ্যৎ জীবনের বিষয় তাই তাদের চিন্তা-ভাবনায় এর স্থান ছিল সামান্য মাত্র।

২। অতীতের দিকে তাকাবেন, কোনো দুঃখবোধ ছাড়াই। বর্তমানকে গ্রহণ করবেন সাহসিকতার সঙ্গে। ভবিষ্যতের জন্য প্রস্তুত হবেন আত্মবিশ্বাস নিয়ে।

৩। একজন কবির সব দুঃখ থাকে তার বুকের মধ্যে চাপা। নির্জনে সেই দুঃখ মুক্তি পায় শব্দ সমাহারে কিংবা সুরে। 'ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।' চাবি ভাঙ্গলে কি ঘর খোলা যায়? ঘর খুলতে গেলে ভাঙ্গতে হয় তালা!

৪।

৫। নারায়ন গঙ্গোপাধায়ের 'টেনিদা'।
যারা হাসির গল্প পড়তে ভালোবাসেন তারা এই বইয়ের নাম শোনেন নি এটা হতেই পারেনা। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরার মতোই অসম্ভব ব্যাপার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা পড়লেই আপনি তাঁর রচিত অন্য সাহিত্য পড়ার দিকে আগ্রহ বোধ করবেন। একজন আমাকে প্রশ্ন করেছিলেন- হাসির গল্পে কাকে এগিয়ে রাখবেন? শিবরাম না নারায়ন গঙ্গোপাধ্যায়? আমি উত্তর দিতে পারি নি।

৬। আপনার সন্তানকে বাংলা শেখান, ইংরেজী শেখান, বিজ্ঞান শেখান। নিশ্চিন্ত থাকুন। মনে রাখবেন, ধর্ম করলে চাইতে হয়। কর্ম করলে চাইতে হয় না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



গ্রীকেরা যেই ধর্ম অবমাননার জন্য সক্রেটিসকে মৃত্যুদন্ড দিয়েছিলো, সেই ধর্মটাই আর নেই; দেখেন সময়ের সাথে মানব সভ্যতার কি বিবর্তন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৭

রাজীব নুর বলেছেন: ধর্ম মানুষকে কিছুই দেয় না।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:



এখন আফগান, সিরিয়ান, ইয়েমেনিরা যেই ধর্মের জন্য মানউষ মারছে, ৫০ বছর পর, এই ধর্ম অনেক বদলে যাবে, তারা ভুল বুঝতে পারবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: সব হারিয়ে ভুল বুঝতে পারলে লাভ কি?
মুসলমান গুলো আর কতকাল বোকা থাকবে?

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: প্রিয় নতুন কন্যার পুরাতন পিতা,

আপনার লেখা গ্রীকদের কথা শুনে একটা কবিতা মনে পড়েগেলো (মনেহয় খৈয়ামের)

এইখনে এই তরুর তলে,
তুমি আমি কৌতুহলে
যে ক'টি দিন কাটিয়ে যাবো প্রিয়ে;
সংগে রবে সুরার পাত্র
একটু খানি আহার মাত্র
আরেক খানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে।

শুভকামনা আপনার কন্যার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

ভালো থাকুন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিবরাম বা নারায়ন গঙ্গাোপাধ্যায় এদের একটা বইও পড়িনাই।জীবন কি বৃথাই কাটিয়ে দিলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: এখন পড়ে ফেলুন।
আফসোশ থাকা ঠিক না।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪১

এমেরিকা বলেছেন: ধর্মের জন্য মানুষ মারা কিয়ামতের আগে বন্ধ হবেনা। তবে হ্যাঁ, রাসুল (স) এর ভবিষ্যৎ বাণী অনুযায়ী একসময় পৃথিবীতে আল্লাহ্‌র নাম নেবার মত কেউ থাকবেনা। চাঁদগাজী যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে দেখতে পাবেন সেই দুনিয়ায় কোন খুনাখুনি নেই, আছে কেবল প্রেম আর ভালোবাসা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: যথার্থ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

নূর আলম হিরণ বলেছেন: ঠিকই তো ঘর খুলতে হলে চাবি কেনো ভাঙতে হবে? ভাঙ্গার দরকার তো তালা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: তালা ভাঙ্গা ঠিক হবে না।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ভাবনাটা অন্য রকম।হয়তো ঠিক না।আমি ভাবি,এরা যাদের বই পড়েছে আমি তাদেরই বই পড়তে চেষ্টা করি,আর বর্তমানকে জানার চেষ্টা করি বর্তমান থেকেই।এই সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল।
জানার জন্য জানা,নাকি করার জন্য জানা।যদি করার জন্য জানতে চাই তাহলে তো উত্তম করতে করতে জানা।এই সমস্ত কারনে খুব একটা পড়া হয় নাই।যাকিছু পড়েছি সব অন্য রকমের বই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: কিছু কিছু মানুষের বই পড়তে হয় না। যেমন আপনি এবং চাঁদগাজী। আপনারা নিজেরাই বই।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১১

ডঃ এম এ আলী বলেছেন:

ধর্মতো কেবল কর্মের কথাই বলে ।
বলে বিশ্বাস কর অদৃশ্যকে, সংকর্ম কর ,
উপাসনা কর , দান কর , জিহাদ কর ,
দ্বীন কায়েমের জন্য মর , বিবাহ কর,
সন্তান উৎপাদন কর , তাদের
লালন পালন কর , ফসল ফলাও।
নিয়মমত জাকাত ফেতরা প্রভৃতি
ঠিকমত দিয়ে থোয়ে ভোগ কর ।
অর্থাৎ পিছনে একটি শব্দ ধর্ম
আর সামনে , পিছনে ডানে বায়ে
শুধু বিবিধ পদের কর্ম আর কর্ম ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন। এরকম করে কখনও ভাবি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.