নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
একুশ বছর আগের কথা-
ফ্যান্টাসি কিংডমে 'রোলার কোস্টারে'
একটি অচেনা মেয়ে বসেছিল আমার পাশে!
রোলার কোস্টার যখন খুব জোরে ঘুরছিল,
মেয়েটি ভয় পেয়ে চেপে ধরেছিল আমার হাত!
আমি মেয়েটিকে চোখ দিয়ে তাকিয়ে বুঝিয়ে দিলাম,
ভয় নেই, আমি আছি।
আমারা দু'জন দু'জনের নামও জানি না,
অথচ হাত ধরাধরি করে বসে আছি!
এর পরেই মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল খুব
মেয়েটির গায়ের রঙ ফরসা, মাথা ভরতি চুল,
তার মুখ ও শরীরের গড়ন অপূর্ব,
যেনো হীরা দিয়ে বানানো কোনো ভাস্কর্য।
মেয়েটির নাম কুমু।
বাসায় ফিরে যোগাযোগ করার জন্য
মেয়েটি তার ঠিকানা ও ফোন নাম্বার-
লিখে দিয়েছিল এক টুকরো কাগজে
তখন আমার স্থায়ী ঠিকানা ছিল না,
তাই আমি আমার ঠিকানা দিতে পারিনি
ফোন নাম্বার তো দূরের কথা!
বাসায় ফিরে কাজটি হারিয়ে ফেলি,
অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি
অনেক কষ্ট হয়েছিল কাগজটি খুঁজে না পেয়ে
অনেক নাটক সিনেমাতে এই রকম হয়
কিন্তু আমার ব্যাপারটি অন্য রকম।
গতকাল, সোমবার
সেই ঠিকানা ও ফোন নাম্বার লেখা কাগজটা
আমি খুঁজে পাই একটা বইয়ের ভাঁজে
খুব দুঃখ হচ্ছে আমার
এতদিন পর কি মেয়েটির সাথে যোগাযোগ করা যায়?
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১০
রাজীব নুর বলেছেন: সন তারিখ আমার খুব ভুল হয়।
না খুঁজে বের করতে চাই না।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩১
স্প্যানকড বলেছেন: খাইছে এই জাতির যে কি হবে ! ডরে ধরছে হাত তাতেই কুপোকাত! আবার রোলার কোস্টার উঠেন পাইয়া যাইবেন কাউরে। পাশের সিটে কোন পোলা পড়লে আমি দায়ী না
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১১
রাজীব নুর বলেছেন: না কাউকে খোজার সময়নাই। বয়স নাই।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫০
স্প্যানকড বলেছেন: বয়স আছে, সময় আছে, আসলে প্যাচগি অন্যখানে এসকল বুঝি। হা হা হা। ভালো থাকবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩
নজসু বলেছেন:
প্রিয় ভাই, বাস্তবের ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০০২; ১৯ বছর আগে।
প্রত্যেক মানুষের মনে ভালোবাসার কিংডম প্রতিষ্ঠা হয়
জন্মগ্রহণের সাথে সাথে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: আসলে সন তারিখ আমার সঠিক মনে থাকে না।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর একটা গল্পের প্লট!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ভালোবাসসা জানবেন।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: সাধের লাউ
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: আমার দাদী কচি চাই এর চকলা দিয়ে এক ধরনের পিঠা বানাতেন।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬
মেহেদি_হাসান. বলেছেন: কি জিনিস হারাইলেন আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারতো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
অনল চৌধুরী বলেছেন: সুরভিকে বলেন যে, উহার কথা মনে পড়ে।
ছোটো মেয়ে বাবা-মা’র ঝগড়া দেখে অভ্যস্ত হোক!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আমরা কখনও ঝগড়া করি না।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১২
অনল চৌধুরী বলেছেন: সেটা জানি। কিন্ত রোলার কোষ্টারওয়ালীর কথা ১৯ বছর পর মনে হয়েছে শুনলে হতেও পারে !!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: সেই নাম নাম্বার কাগজটা পেয়ে অতীতের কথা মনে পড়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১০
অনল চৌধুরী বলেছেন: ফ্যান্টাসি কিংডম ২১ না ১৯ বছর আগে ২০০২ এর চালু হয়।তবে এখন আর ফোন নম্বর খুজে লাভ হবে না কারণ সেই সময়ের সব নম্বর পাল্টে গেছে।
আপনার যদি তার কথা বেশী মনে হয়, তাহলে নম্বরটা নিয়ে বিটিসিএল কার্যালয়ে গিয়ে নম্বর দেখিয়ে ঠিকানা বের করে বাসায় যেতে পারেন। ফোনটা যদি তার বাবার নামে হয় আর মেয়ের নাম আসল হলে খূজে পাবেন, যদি তার আপনার কথা মনে থাকে।
আমি কিশোরবেলায় মেয়েদের নাম-ঠিকানা-ফোন নম্বর খূজে বের করার ব্যাপারে বিশেষজ্ঞ ছিলাম।