নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। দয়া দেখানোর মধ্যেও এক ধরনের দীনতা আছে। আমি দয়া দেখাচ্ছি, কারণ আমার অনেক আছে। ' আমার অনেক আছে'- চিন্ততাই তো এক ধরনের দীনতা।
২। ধার্মিক হলে শুধু একটা ধর্ম সম্পর্কে জানবেন। আর নাস্তিক হলে সারা পৃথিবী সম্পর্কে জানবেন।
৩। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করে বলছে- পাঁচ পাঁচ পাঁচ...
একজন পথিক কৌতুহলী হয়ে পাগলকে বলল, ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? কি হয়েছে?
পাগল বলল, এখানে আসুন বলছি।
ভদ্রলোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করে বলতে লাগলো- ছয় ছয় ছয়।
৪। টানা ৮৪ দিন কোনো মাছ ধরা দেয়নি বৃদ্ধ জেলে সান্তিয়াগো’র জালে। বয়সের ভারে ক্লান্ত তিনি। মানুষ তাকে ভর্ৎসনা করে। অপয়ার অপবাদ মাথায় নিয়ে সমাজে একাকী হয়ে পড়েন তিনি। একসময় সহকারী ম্যানোলিনকেও নিয়ে যায় তার অভিভাবক। পুরোপুরি একা হয়ে পড়েন সান্তিয়াগো। একদিন তিনি নিজেই ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সাগরে। ধরা পড়ে একটি মাছ। কিন্তু বিশালাকার মাছটি তিনি তুলতে পারলেন না নৌকায়। হাঙরের নজরে পড়ে মাছটি। উত্তাল সমুদ্র থেকে সেই শিকার করা মাছটিকে তীরে নিয়ে আসতে হয় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। অবশেষে কেবল মাছটির কিছু অবশিষ্ট সম্বল নিয়ে আসতে হয় বৃদ্ধ জেলেকে।
উপন্যাসটির নাম বলুন?
৫। গত এক দশকে কাতারে ১০১৮ শ্রমিকের মৃত্যু। এ নিয়ে আমাদের নিউজ হয় না আমরা পরে আছি নাসির তামিমা নিয়ে।
৬। ভণ্ডদের উপদেশ দিতে দেখলে বা শুনলে আমার হাসি পায়। ভণ্ডেরাই উপদেশ বেশি দেয়৷ সবচেয়ে বদ-চরিত্রের লোকটির ফেসবুক প্রোফাইলের ধর্মের গুণগান বেশি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: ২ নং এর জন্য ধন্যবাদ।
৪নং সঠিক।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
৫ নং কাতারে মৃত্যু
আমাদের দেশের মানুষ নিজ দেশেেই কাজ পেতো, সরকারের অদক্ষতার কারণে চাকুরী বাড়ছে না
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: সরকার রেমিট্যান্স নিয়ে গর্বিত।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, দ্য ওল্ড ম্যান এন্ড সি
আর্নেষ্ট হেমিংওয়ে
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: পড়েছেন?
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দ্যা কোথায় গেল
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: স্যরি। মিসটেক হয়েছে। ক্ষমাপ্রার্থী।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিজে কিনে পড়েছি অনেক আগে।বই বেশি হওয়াতে পুরনো বইয়ের সাথে বিক্রিও করে দিয়েছি। পরে মেয়েরা যখন ইংরেজি মাধ্যমে পড়ে তখন তারা আবার কিনেছে।এখান থেকে একটু ওখান থেকে একটু তখন পড়েছি।বর্তমানে পড়ছি কোরান,হাদিস আর তাফসীর।আখেরাতের ভয় আছে না?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: সময় অপচয় করছেন।
নাকি বিনোদনের জন্য পড়ছেন?
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৫
ইসিয়াক বলেছেন: ৬ নং, আমিও একটু আগে আপনাকে উপদেশ দিয়েছি ।
আমাকে কি রকম মনে হলো ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: আপনি সহজ সরল মানুষ।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৪
ইসিয়াক বলেছেন: না জেনে মানুষ সম্পর্কে সিদ্ধান্তে আসা কি ঠিক?
তবে আমি মোটেও সহজ সরল নই। আমার ভিতরে অনেক গরল আছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: গরল গুলো ফেলে দিন। ভালো মানুষ হয়ে যান।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯
মেহেদি_হাসান. বলেছেন: ৪. "দ্য ওল্ড ম্যান এ্যান্ড সি সী" এটা ৩ বছর আগে পড়েছি আজকে আবার কাহিনি মনে পড়লো।
৫. বাংলাদেশি মানুষ কাতারের শ্রমিকদের নিয়ে চিন্তিত না তারা আছে নাসির,তামিমা,রাকিবকে নিয়ে। ওদের নিয়ে এতো নিউজ হয় কেনো সেটাই আমি বুঝিনা ওদের নিউজের জ্বালায় ফেইসবুক আইডি ডিএক্টিভ করে রেখেছি। প্রতি মাসে বাংলাদেশে নতুন নতুন ট্রেন্ড আসে আর তা নিয়ে ফেইসবুকের ছাগলগুলো রাতদিন মাতামাতি করে এদের আর কোন কাজ নেই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৩
আরাফাত৫২৯ বলেছেন: ২ নাম্বারের কথাটা সত্যি। ৪ নাম্বার কি আর্নেস্ট হেমিংওয়ের "দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি"?