নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বনশ্রী-মেরাদিয়া হাট (ছবি ব্লগ- ২) শেষ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২



হাঁটের আরো কিছু ছবি রয়ে গেছে।
যেহেতু ছবি তুলে ফেলেছি। তাই আপনাদের দেখাতে চাচ্ছি। তার আগে একটা সুখবর দেই- 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে'। এদিকে এক যুগ হলো পিলখানা হত্যাকান্ডের। ২৫ অক্ষরটি সত্যি আমাদের জন্য ভয়াল এবং অশুভ, আর ফাগুন সত্যি লাল...। অনেক দোয়া জাতির সব শ্রেষ্ঠ এবং সৎ সন্তানদের জন্য, আর চরম ঘেন্না ঐ সব অসৎ, লোভী আর কাপুরুষ গুলোর জন্য। মানুষের কর্ম এতটাই সৎ হওয়া উচিত..... যাতে মরার পর যমরাজও বলেন ''তুই মোষের পিঠে বস বাপ, আমি হেঁটে যাচ্ছি''। সীরাতুন্নবী স. এবং সাহাবীদের জীবনী জানার জন্য কোন বইগুলো পড়া যায়। সাজেস্ট করলে খুশি হব। সাধারণত নিজের ভুল নিজের কাছে সহজে ধরা পড়ে না। লেখায় বানান সহ যেকোনো ধরণের ভুল পেলে আমাকে শুধরে দিয়ে সাহায্য করার বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন।

১। আমার ইচ্ছা করে সমস্ত বন্ধী পাখিদের খোলা আকাশে ছেড়ে দেই।

২। আমার পরী।

৩। বড়ই। এখন অনেক রকমের বড়ই পাওয়া যায়।

৪। হাঁটের দিন অনেক রকম মাছ উঠে।

৫।

৬। চিনির দানা।

৭। বিক্রেতা বলেছেন, মুরাদ নগরের মিঠা লাউ। অতি মিষ্ট স্বাদ।

৮। চম্পা কলা। ডজন ৪০/৫০ টাকা।

৯। আলু ২০ টাকা কেজি। পেঁয়াজ ৩৫ টাকা।

১০। মিষ্টি। একেবারে ফালতু হয়েছে।

১১। মন্ডা।

১২। জুতো।

১৩। হাঁটে অনেক ভিড়। সব শ্রেনীর মানুষ আসে এই হাঁটে।

১৪। হাঁটে প্রচুর মানুষের ভিড়। এর মধ্যে কেউ কেউ রিকশা, বাইক আর গাড়ি নিয়ে ঢুকে পড়েছে। লেগে এগছে গিট্রু।

১৫। চানাচূর বিক্রেতা।

১৬। একজন কাপড় বিক্রেতা।

১৭। আড়াই শ' টাকা করে শাড়ি বিক্রি হচ্ছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার বাসা কি বনশ্রীতে ? অফিস বন্ধ থাকলে যাই হাটে। হাট আমাদের বাসার সমন পর্যন্ত চলে আসে। মানে মেরাদিয়া থেকে প্রায় কাজী বাড়ী পর্যন্ত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: না আমার বাসা বনশ্রীতে না।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


৪ নং:

কোরাল মাছগুলো কি ফ্রোজেন ছিলো? ফ্রোজেন না'হলে, রং দেখে মনে হচ্ছে পঁচা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: মাছ পচা না। বরফের ভেতর থাকলে কিছু পচে না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সাতলা গ্রামের হাট যা সপ্তাহে দুই দিন অর্থাৎ রবি ও বুধবারে বসে
১।
২।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: বরিশাল যাবো। তখন হাট দেখে আসবো।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

রোকনুজ্জামান খান বলেছেন: বড় বড় হাট ঘুড়তে আমার ভালো লাগে, অনেক পেশার মানুষ আসে। আর বিচিত্র সব অভিজ্ঞতার সন্ধানে আমি ঘুড়তে থাকি হাটের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

এমেরিকা বলেছেন: সীরাতুন্নবী (স) এর জন্য আপনি বিশ্বনবী পড়তে পারেন। আর গবেষণার জন্য পড়তে পারেন আর রাহীকুল মাখতুম।

সাহাবাদের জীবন কাহিনী জানার জন্য 'হায়াতুস সাহাবা' অথবা 'আসহাবে রাসুলের জীবনকথা' পড়ে দেখতে পারেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

নজসু বলেছেন:





ছবিগুলো দারুণ প্রিয় ভাই।
পরী মামনির জন্য অনেক দোয়া আর আদর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

নেওয়াজ আলি বলেছেন: চানাচুর বিক্রেতার অপরূপ সাজ । কেমন বেচা বিক্রি করে জেনে নিতেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: জেনে আর কি হবে?

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৪

শায়মা বলেছেন: চিনির দানা আর মন্ডা দেখে তো আমি ...... 8-|

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: খেতে ভালো নয়।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৫

শায়মা বলেছেন: ভাইয়া তুমি কেমনে ব্লগে ছবি দাও? এত বড় আসে??? আমাদের কারো কারো ছবি ছোট ছোট আসে কেনো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সাধারণ ভাবেই দেই। সবাই যেভাবে দেয়।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ০, ৩ ও ৬ সবচেয়ে ভালো হয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মক্কা মদিনা এলাকাটাই ঐতিহাসিক ভাবে কোন প্রসিদ্ধ না।তাই ওমাইয়া খিলাফতের আগে নিরপেক্ষ কোন ইতিহাস পাওয়া যায় না।যা পাওয়া যায় সবটাই হাদিস থেকে নেয়া।
নবি মুহাম্মদের ২৩ বছর,লেখক আলি দাস্তি কিছুটা ক্লাসিক।তার পরও নিজস্ব বিচার বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে গ্রহন বর্জন করতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যাদ।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮

ওমেরা বলেছেন: ছবি গুলো সুন্দর কিন্ত মিষ্টির ছবি গুলো দেখে গা রি রি করছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: স্যরি।
বুঝতে পারছি এই মিষ্টি একটা আপনি খেলে আপনার কি অবস্থা হবে।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি গতকাল আলু কিনলাম এক পাল্লা 55 টাকা আর পুরনো পেঁয়াজ 65 টাকা কেজি। পাশেই নতুন পেঁয়াজ ছিল 50 টাকা কেজি। সেখানে ওখানে পেঁয়াজের দাম যথেষ্ট কম বলতেই হয়। ছবিতে সবচেয়ে ভালো লেগেছে ঘটিগরম বিক্রেতার বাহারি সাজ পোশাক দেখে। আমরা এখানে জনবহুল স্থানে এরকম গরম করে দেওয়া মিক্সড চানাচুর , ফুচকা বিক্রেতাদের দেখতে পাই। কিন্তু এতসুন্দর ড্রেস পড়া বিষয়টি আমার কাছে ভীষণই সুন্দর ও অভিনব লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য। বাংলাদেশে আসুন হাটে নিয়ে যাবো।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৪

কবিতা ক্থ্য বলেছেন: কি বারে হাট বসে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: প্রতি বুধ বার।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চানাচুর বিক্রেতাকে মনে হয় রঙ বিক্রেতা। চিনির দানা, মন্ডা আর হাওয়ার মিটাই এখানে চানাচুর বিক্রেতার কাছে হেসে হেসে পরাজিত। যাক, বাজারের হালহকিকত জানা গেলো।


নবিজী(সা)র জীবনী পড়তে চাইলে আর রাহিকুল মাখতুম পড়তে পারেন। নবীজির জীবনীগ্রন্থর মধ্যে নিশ্চিত এটাই শ্রেষ্ট।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২

জুন বলেছেন: আমি শুনেছি এক সময়ে এই মেরাদিয়া মাঠ নাকি শুনসান নীরব ছিল হাটের দিন ছাড়া । দূর দুরান্ত থেকে হাটে আসতো ক্রেতা বিক্রেতা । আপনার ছবিগুলো দেখে সেই কথা বিশ্বাস হয় না এখন । সুন্দর ছবি ।
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: ঠিকই শুনেছেন।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

সাহাবাদের জীবনী পড়তে চাইলে এটা কিনতে পারেন। এটা পিডিএফ আকারে পড়তে চাইলে পাবেন মনে হয়। একটু খোঁজতে হবে।









এইগুলা পড়তে চাইলে এখানে ক্লিক করুন https://www.kalantorprokashoni.com

ব্লগার এমেরিকার সাজেস্টেড বইগুলোও পড়তে পারেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালোবাসা জানবেন।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

এম ইসলাম বলেছেন: খেতে যেমনই হোক, দেখতে লোভনীয় !

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: খেতে ফালতু। একজন সুস্থ মানুষ এই খাবার খেলে মাথা ঘুরে পড়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.