নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃঃ আমার তোলা।
১। মানুষ আজকাল বাক্সবন্দী হয়ে যাচ্ছে।
বিশেষ করে মেয়েরা। এক সময় নারীরা বাইরে বের হওয়ার জন্য আন্দোলন করতো। আর এখন তারা সারাদিন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, চ্যাটিং করে, মোবাইলে কথা বলে। পৃথিবী যত উন্নতির দিকে যাচ্ছে, মানুষ ততই নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলছে। যদিও বর্তমানে সংসারে ছেলেদের চেয়ে মেয়েদের রেসপনসিবিলিটি অনেক বেশী। ভূপেন হাজারিকার সেই গান মনে পড়ে যায়- 'পৃথিবী আমারে আপন করেছে, আপন করেছে পর...আমি এক যাযাবর...।'
২। এক ছাদের নীচে যে দু'জন নারী-পুরুষ রাতদিন যাপন করে, কেবল তারাই জানে- তাদের রাত ও দিনের প্রহর গুলি রঙ্গিন, নাকি ধূসর। প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে। আবার নিজেকে শুধরায়, আবার ভুল করে। কিন্তু কিছু ভুল থাকে যা আর শুধরানো যায় না।
৩। সাহিত্য ও শিল্পের জগৎ প্রেম, সৌন্দর্য ও আনন্দের জগৎ। আত্মার জগতের স্বাদ পাওয়া যায় সাহিত্যে, শিল্পে। তাই সাহিত্য শিল্পের সহায়তাই মানুষের মনের উন্নয়ন সম্ভব হয়। গল্প-উপন্যাস ও কবিতা পড়তে পড়তে কী করে যে মানুষের দ্বিতীয় জন্ম হয় মানুষ নিজেই তার টের পায় না।
৪। বাইবেলে স্যামসন নামক বীরের উল্লেখ আছে।
তিনি খালি হাতেই একটা সিংহকে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। আবার যখন সেখানে ফিরে এলেন, দেখলেন একঝাঁক মৌমাছি সিংহটির মৃতদেহকে আশ্রয় করে মৌচাক বানিয়েছে, যেখানে সঞ্চয় করেছে মধু।
৫। একটা সুখবর দেই-
২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
৬। আজ শুক্রবার।
আমি মিরপুর এসেছি। ফাইহার নানা বাড়ি। বিকেলে বাসায় ফিরবো।
৭। বাংলাদেশের শতকরা ৯৮% মানুষ মনে করে সিরাজ সিকদার একজন গরীব ডাকাত এবং লুঠেরা।
অথচ মাত্র ২% মানুষ জানে সিরাজ সিকদার দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে মেধা তালিকায় পাশ করা একজন দক্ষ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার। এবং সিরাজের লিখে যাওয়া বাংলা পুস্তক পড়ে অনুধাবন করতে অন্তত একজন মানুষকে ভাল মানের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আপনি কি আরো জানেন, রাষ্ট্র একটি প্রতিষ্ঠান? যা চালায় একাধিক ব্যক্তি? নাকি ভেবে বসেছেন রাষ্ট্রযন্ত্র একটি আত্মা?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: জ্বি বই লিখেছিল। করাচীর দাসত্ব থেকে মুক্তির পর দিল্লীর দাসখতের বিরুদ্ধে লিখেছিল। বাতিঘরে পাবেন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সিরাজ শিকদারকে কাছ থেকে দেখেছি অনেক গুলো বছর।সে এক বিরাট ইতিহাস।চট্টগ্রামে যেদিন ধরা পড়েন সেদিন কাছা কাছি ছিলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: দয়া করে আজ তাকে নিয়েই একটা পোষ্ট দেন।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একবার দেশে আসার ইচ্ছা আছে, কিছু ব্যক্তিগত কাজ বাকি।তার পর চিন্তা করবো যদি বেঁচে থাকি।ঐ আদর্শ এখন পুরনো,নতুন আদর্শে উজ্জিবীত হতে হবে,যেটা গাজী সাহেবদের আদর্শ।লিবারেল গনতন্ত্র ।
এটুকু বলতে পারি শ্রেনী শত্রু খতমের রাজনীতি সিরাজ শিকদার করেনি ,যেটা হক,তোয়াহা বা মতিন,আলাউদ্দিনরা করেছে এবং সেটার দায় ভার তার উপর এসেছে।তিনি করতে চেয়েছিলেন জাতীয় বিপ্লব যার ইঙ্গিত আপনি দিয়েছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৮
রাজীব নুর বলেছেন: দেশে কি আপনার নামে মামলা আছে?
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হঠাৎ এই প্রশ্ন কেন? না,এমন কোন সম্ভাবনাই নাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: না এমনি। কোনো কারন নেই।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চাঁদগাজী বলেছেন,
সিরাজ শিকদার বই লিখেছিলো? সে ভালো ছাত্র ছিলো; কিন্তু মানসিকভাবে জল্লাদ ছিলো; বুয়েটে ভালো ছেলেমেয়েরা পড়ে, কিন্তু ওখান থেকে ওরা খারাপ মানউষ হয়ে বের হয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী উচিত কথাই বলেন।
৬| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নারীরা আগামীতে আরেক জন বেগম রোকেয়ার জন্য স্বপ্ন দেখবে।
০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: আছে তো তসলিমা নাসরিন। আমার বোন।
তবে পুরুষেরা সাহসী নারীদের সহ্য করতে পারে না।
৭| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি আমার মন্তব্যের মূল বিষয় টা ধরতেই পারেনি।
চাঁদ গাজী কিছু টা ধরতে পেরেছেন।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: আমার বুদ্ধি কম।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
সিরাজ শিকদার বই লিখেছিলো? সে ভালো ছাত্র ছিলো; কিন্তু মানসিকভাবে জল্লাদ ছিলো; বুয়েটে ভালো ছেলেমেয়েরা পড়ে, কিন্তু ওখান থেকে ওরা খারাপ মানউষ হয়ে বের হয়।