নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষের কেন একজন ঈশ্বরের প্রয়োজন হল?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০২

ছবিঃ আমার তোলা।

১। বিয়ের আগে নর-নারীর মধ্যে যে বন্ধুত্ব হয় তা বেঁচে থাকে বিচ্ছেদে। বন্ধুত্বের সময় যে কথা বলা তা শুধু বলার জন্য বলা অথবা বলার আনন্দেই বলা। বাস্তব জীবনে যখন তার দাম থাকবে না তখন বন্ধুকে বিদায় জানাতেই হয়। তাই না?

২। কথার ভিতর লুকিয়ে থাকা কথা বুঝতে পারি না, এমন নয়। না-বোঝার ভান করে থাকি। ভান যে শুধু অপরকে ধ্বংস করার জন্যই কাজে লাগে, আমি বিশ্বাস করি না। ভালো মনূষত্ব অর্জন করার জন্যও মাঝে মাঝে ভানের দরকার হয়।

৩। কথায় বলে, কুকুরের কাজও নেই আবার অবসরও নেই।
শুনেছি সমুদ্রের ধারে কুঁড়িয়ে পাওয়া বড়ো ঝিনুক, শামুকের খোলা বা শাঁখে কান ঠেকালে নাকি সমুদ্রের শো শো আওয়াজের মতো একটা অস্পষ্ট শব্দ শোনা যায়।

৪। পুরুষ সম্পর্কে নারীর ভীতি এবং অবিশ্বাস আমরা পাই গ্যেয়েটের "টবকুয়াটো টাসো'' কাব্যনাট্যে। ১৭৮৮-তে প্রকাশিত এই নাট্য দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে টাসো ও রাজকুমারীর কথোপকথনে রাজকুমারী বলেছেন- কোনও পুরুষের হৃদয় যে আজ ভরসার স্থল নয়। ভিনটারনিৎস জানতেন নারী সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা পাশ্চাত্য প্রভাবিত নয়।

৫। ...পৃথিবীতে পাখির আবির্ভাব ঘটে ১৯ কোটি বছর আগে।
...পাখি মানুষের নীরব বন্ধু।
...বর্তমানে পৃথিবীতে ৮৬০০ প্রজাতির পাখি আছে।
...দক্ষিণ এশিয়ায় ১২০০ প্রজাতির পাখি আছে।
...বাংলাদেশে রয়েছে ৬০০ প্রজাতির পাখি।

৬। অভদ্র লোকদের এই এক সুবিধা, ভদ্রলোকেরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তারা নিজেরাই সহ্য করে যায়।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮

অভি চৌধুরী বলেছেন: মানুষের ইশ্বর দরকার কি দরকার নেই সে নিয়ে পরে আসি,আপাতত আপনার কেন এই পোষ্ট দিতে হলো সো নিয়ে ভাবছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: এমনি এমনি এই পোষ্ট দিলাম।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, প্রথম বাক্যটি বুঝতে পারলাম না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আমার কাছেও এলোমেলো মনে হচ্ছে।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬,গাজী সাহেব কিন্ত প্রতিবাদ করে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৭

এমেরিকা বলেছেন: মানুষের কাছে ঈশ্বরের প্রয়োজন একটা ভরসা পাবার জন্য, সুবিচার পাবার জন্য, নিজের কর্মফল পাবার জন্য।

ঈশ্বরের কাছে মানুষের দরকার তার মহমান্বিত অস্তিত্ব ঘোষনার জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন হয় একটা অবলম্বনের।এ ভাবে ঈশ্বরের আবির্ভাব।অনেক বিবর্তনের পর বর্তমানে কয়েকজন ঈশ্বর বেছে আছেন।জিউস ফিউজ অনেক আগে মারা গেছেন।বর্তমানে যারা আছেন তারাও মৃত্যু পথযাত্রী।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---
উফ আলাহ কি যে বলেন!!!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৩

জাহিদ হাসান বলেছেন: রাজীব নুর ভাই আছেন কেমন?
আমি তো ঢাবির অধিভুক্ত সাত কলেজে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছি তাই আর ব্লগে আসার সুযোগ পাই না।
আপনার পোস্ট পড়তে পারি না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আগে মন দিয়ে পরীক্ষা দিন।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



মানুষ হলো ভাবুক, তারা রূপকথার জন্ম দেয়, সবচেয়ে বড় রূপকথা হলো ঈশ্বরের রূপকথা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

এমেরিকা বলেছেন: লাল ছাগলের বয়েস বাড়বে, দাঁড়ি খসে পড়বে - কিন্তু মানুষ হবেনা। এখন যেসব ঈশ্বর বেঁচে আছেন, মানুষের মনে তাঁরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেই বেঁচে আছেন। একসময় মানুষের মন থেকে হয়তোবা মুছে যাবেন, কিন্তু তাদের অস্তিত্ব চিরদিনই থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাউয়ুম।

যুগে যুগে নমরুদ ফেরাউন আবরাহা আকবর হিটলার জামাল নাসের কামাল আতাতুর্ক আনোয়ার হোজ্জা মাওদে জং লেলিন স্তালিন রেজা শাহেরা মানুষের মন থেকে ঈশ্বরের নামগন্ধ মুছে ফেলার চেষ্টা করে নিজেরাই মুছে গেছে। কিন্তু বিভিন্ন নামে ঈশ্বর ঠিকই টিকে আছেন এবং ছড়িয়ে যাচ্ছেন। এইসব লাল-সবুজ ছাগলদের ম্যাতকার কোরবানিতেই শেষ হবে। কারো কানে যাবেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা কি যে কাউকে ছাগল বলতে পছন্দ করেন?

৯| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৩২

রক্ত দান বলেছেন: @ চাঁদ গাজী

কিন্তু মানুষ সে রূপ কথাতেই আটকে আছে। কেউ তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: তাতে কি??

১০| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:৩১

রক্ত দান বলেছেন: তার কারণ ছাগলেরা যা রূপ কথা মনে করে তার অনেক আসলে রূপ কথা নয়, বরং আসল কথা! ছাগলদের বোধগত ত্রুটির কারণে আসল কথাকে তাদের রূপ কথা মনে হয়।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: ব্লগে এই এক সুবিধা- যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকে। কিন্তু ব্লগে অনায়াসেই ছাগল বলা যায়।

১১| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৫১

রক্ত দান বলেছেন: ‘ছাগলে কি না খায়’ একটা প্রবাদ আছে যারা যা খুশী সেটাই বলে ফেলে তাদেরকে ছাগলের সাথে তুলনা করা হয়।

১২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: করেন, তুলনা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.