নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সূরা হুদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬



সূরা হুদ কুরআনের ১১তম সূরা।
এতে আয়াত সংখ্যা ১২৩টি এবং রূকুর সংখ্যা ১০টি। হুদ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় পূর্ববতী জাতিসমূহের উপরে আপতিত গজব (ঐশ্বরিক শাস্তি) এবং বিভিন্ন প্রকারের কঠিন আযাব (পূর্ব-নির্ধারিত শাস্তি) এবং কেয়ামতের ভয়াবহ ঘটনাবলী এবং পুরস্কার ও শাস্তির কথা বলা হয়েছে। কোরআন-এর ১০ম থেকে ১৫তম সুরা গুলিতে ইসলামের বিভিন্ন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে। এই সূরাটিতে ৫০ থেকে ৬০ নং আয়াতে নবী হুদ-এর ঘটনা বর্ণিত হয়েছে। বিশ্বনবী (সা.)’র চাচা হযরত আবু তালিব (আ.) ও হযরত খাদিজা (সা. আ.)’র ইন্তেকালের পর এই সুরা নাজিল হয়। সূরা হুদ পড়তে চাইলে। হুদ বাংলা অর্থসহ

সূরা হুদ সূরা ইউনুসের অনুরূপ।
অর্থাৎ দাওয়াত, উপদেশ ও সতর্কবাণী। তবে পার্থক্য হচ্ছে, সূরা ইউনূসের তুলনায় দাওয়াতের অংশ এখানে সংক্ষিপ্ত, উপদেশের মধ্যে যুক্তির পরিমাণ কম ও ওয়াজ-নসীহত বেশী এবং সতর্কবাণী গুলো বিস্তারিত ও বলিষ্ঠ। নবীর কথা মেনে নাও, শিরক থেকে বিরত হও, অন্য সবার বন্দেগী ত্যাগ করে একমাত্র আল্লাহর বান্দা হয়ে যাও এবং নিজেদের দুনিয়ার জীবনের সমস্ত ব্যবস্থা আখেরাতে জবাবদিহির অনুভূতির ভিত্তিতে গড়ে তোলো। আল্লাহ যখন কোন বিষয়ের চূড়ান্ত মীমাংসা করতে উদ্যত হন তখন সম্পূর্ণ নিরপেক্ষ পদ্ধতিতেই মীমাংসা করেন। সেখানে কাউকে সামান্যতমও ছাড় দেয়া হয় না। তখন দেখা হয় না কে কার সন্তান ও কার আত্মীয় কোন নবীপুত্র বা নবী পত্নী কেউই বাঁচতে পারে না।

সুরা হুদের ৬ নম্বর আয়াতে মহান আল্লাহকে রিজিকদাতা ও সব বিষয়ে জ্ঞাত হিসেবে উল্লেখ করে বলা হয়েছে: 'আর পৃথিবীতে কোনো জীব বা প্রাণী নেই, যার জীবিকার দায়িত্ব আল্লাহ নেননি, তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী আবাসস্থল সম্পর্কেও জানেন। সবকিছুই সুস্পষ্ট কিতাবে (সংরক্ষিত) রয়েছে।' সুবাহানাল্লাহ। যারা ধর্ম ও আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের জেনে রাখা উচিত, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে গোপন ও প্রকাশ্য সবই সমান। তিনি সব দেখছেন এবং সবই জানেন। প্রত্যেকের অন্তরে যা আছে তাও আল্লাহর কাছে সুস্পষ্ট। আল্লাহ মহান। সুরা হুদে বর্ণিত বিষয়গুলো অত্যন্ত ভয়াবহ ও ভীতিপ্রদ হওয়ায় এ সুরা অবতীর্ণ হওয়ার পর মহানবী (সা.)-এর পবিত্র চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দিয়েছে। অন্য বর্ণনায় এসেছে, সুরা হুদের এই আয়াত মহানবী (সা.)-কে বৃদ্ধ করে দিয়েছে, ‘তুমি যেভাবে আদিষ্ট হয়েছ, তাতে স্থির থাকো।’ (সুরা : হুদ, আয়াত : ১১২)

এই সুরার বেশির ভাগ অংশেই এসেছে ইসলামের নানা মূলনীতিঃ
হজরত নুহ (আ.)-এর ঘটনাসহ অনেক নবী-রাসুলের জীবনচরিত এখানে উল্লেখ করা হয়েছে। সুরা হুদে আলোচিত কয়েকটি বিষয় হলো-# আল্লাহ তাআলাই জীবিকাদাতা,
# আকাশ ও পৃথিবীর ছয় দিনে সৃষ্টি হওয়া, মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, কোরআনের অলৌকিকতার প্রমাণ,
# হজরত নুহ (আ.)-এর ঘটনা, অবাধ্যতার কারণে নুহ (আ.)-এর সন্তানের বংশচ্যুত হওয়া,
# হুদ (আ.)-এর জাতির ঘটনা, তাওবা ও ইস্তিগফারের উপকারিতা,
# হজরত সালেহ (আ.)-এর ঘটনা,
# হজরত ইসহাক (আ.)-এর জন্মগ্রহণ,
# হজরত লুত (আ.)-এর ঘটনা,
# হজরত শোয়াইব (আ.)-এর ঘটনা,
# হজরত মুসা (আ.)-এর ঘটনা,
# ইমানদারদের প্রতি ধর্মে অবিচল থাকার নির্দেশ-উপদেশ, মৃত্যু-পরবর্তী জীবন, কেয়ামতের দিন মানুষের শ্রেণিবিভাগ, জালিমকে সাহায্য করাও জুলুম, পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ ইত্যাদি।

মহিয়ান স্রষ্টার বাণী কুরআন আমার জন্য একটি পথ নির্দেশিকা।
"বস্তুতঃ যারা কুরআনের বিধি-নিষেধ জেনে সে অনুসারে জীবন-যাপনের ইচ্ছা রাখে না, তাদের জন্য কুরআন কখনো তার জ্ঞান-ভাণ্ডার খুলে দেয় না।" দেখুন আল্লাহ তায়ালা কি বলছেন- "আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি?" (আল কামার/১৭) মনে রাখবেন, কোরআন কেবল আলেম বা হুজুরদের জন্য নাজিল হয়নি। বরং সারা বিশ্বের সকল মানুষের জন্য। কবরে কি জবাব দিবো আমরা যদি কোরআনই না পড়ি!

আগের পোষ্ট গুলোঃ
১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা
৬। সুরা আন’য়াম
৭। সূরা আল আরাফ
৮। সূরা আনফাল
৯। সূরা আত-তাওবা
১০। সূরা ইউনুস

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



এক সময় গ্রীক ও রোমান ধর্মের সুরাগুলো অবর্তীণ হয়েছিলো, এখন নেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পশ্চিমা বিশ্বে, আল্লাহর সৈনিকদের কাজ কারবারে আল্লাহ নিজেই হুমকির সন্মুখীন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: ভালোলাগা অফুরান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ মহান।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪

এমেরিকা বলেছেন: লাল ছাগলের ম্যাতকারে ব্লগারদের শান্তিই এখন হুমকির সম্মুখীন। ছাগলের ম্যা ম্যা শুনে কেউ কেউ আবার হা হা হা ও করে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: মানুষ মন্দ কথা বলে। গাছ মন্দ কথা বলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.