|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
   
(This may not be the ultimate victory of your life,but this certainly Will be a memrable one.)
রাত বেশি নয়, নয় টা সাড়ে নয় টা হবে হয়তো। 
আমরা পাঁচজন বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চড়ে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত। খুব ঠান্ডা বাতাস। নানান গাছের পাতার সর সর শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আজই সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌছেছি। হঠাৎ সুমন বলল, এক মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে, অনেক আগের পুরোনো ভাঙ্গা বাড়ি। সুন্দরবনের আশে-পাশে যারা থাকেন, তারা বলেন বাড়িটা ভূতের। অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতুহলে এ বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাবো। মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি! ফাজলামো! আমরা সবাই মিলে দুই ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখনও রাত বারোটা বাজেনি।
দোতালা ভাঙ্গা বাড়ি কাঠের বাড়ি। 
কোনো দরজা জানালা নেই। যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্যাওলা পড়া, ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে।সবাই নিচে থাকবে, আমি একা উপরে যাবো। কারণ আমার সখ এবং সাহস বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম। অনেকক্ষন বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও, বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারিদিকে প্রায় সাত ফুটের দেয়াল দিয়ে ঘেরা এবং দেয়ালের উপর তারকাটা ও ভাঙ্গা কাঁচ বসানো।
বন্ধুদেরকে নিচে রেখে আমি উপরে উঠলাম। 
বন্ধুরা সাহায্য না করলে সাত ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙ্গা কাঁচে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে দোতালায় উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষায় আছে। দোলায় তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম। অনেক ভয় পেলাম। যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি। শুধু মনে হলো, যেনো আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষন পর বুঝতে পারলাম, আমি পথ হারিয়ে ফেলেছি। যেদিক দিয়ে দোতালায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙ্গা দরজা-জানালা গুলো যেনো কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরুতে পারবো না। কে যেনো আমার নাম ধরে একবার ডাকলো। তারপর এক আকাশ নিরবতা। কোনো শব্দ নেই।
আমি খুব সাহসী নই। আবার খুব ভীতুও নই। 
তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচবাক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে! কি করি কিছুই বুঝতে পারছি না। খুব অস্থির অস্থির লাগছে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিস ফিস করে কথা বলছে, মেরে ফেলো, মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে বললাম- ঈশ্বর সাহায্য করো, সাহায্য করো।
[লেখাটি অসমাপ্ত। সেই ১৯৯৬ সাল থেকেই অসমাপ্ত।]
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১২
০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: পুরোপুরি বানোয়াট নয় বোন।
২|  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ১:৪৫
০১ লা মার্চ, ২০২১  দুপুর ১:৪৫
জুল ভার্ন বলেছেন: নিতান্তই গল্প 
  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১৩
০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: কিছুটা সত্য আছে। আমি পুরোপুরি মিথ্যা লিখতে পারি না। মন সায় দেয় না।
৩|  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১৯
০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:১৯
শায়মা বলেছেন: হা হা তার মানে তুমি ভীতু......  
  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:৪২
০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: সামান্য।
৪|  ০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:৫৪
০১ লা মার্চ, ২০২১  দুপুর ২:৫৪
নিয়াজ সুমন বলেছেন: জোড়া তালি দিয়ে এইবার শেষ করুন। আর কত.... 
  ০১ লা মার্চ, ২০২১  বিকাল ৩:০৬
০১ লা মার্চ, ২০২১  বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: হা হা হা---- 
একদম ঠিক বলেছেন।
৫|  ০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:০২
০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: হঠাৎ পকেটে হাত দিলাম দেখলাম ম্যাচ তখনি জ্বালালাম চার পাশ  দেখি খুব সুন্দর পরিবেশ বন্ধু কে ডাকলাম বন্ধু ত ভয়
তারপর বুকের ভীতের অনেক বিশ্বাস জন্মল সত্যেই ভূত বলতে কিছু নেই নিজের মধ্যেই সব বাস করে
  ০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:২৭
০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:২৭
রাজীব নুর বলেছেন: ওখেই।
৬|  ০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:৩১
০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ইস !! কোন সুন্দরী নাই গল্পে !!
ভাবছিলাম কোন সুন্দরী ঘরের দরজায়
টোকা দিবে আর খানসাব চুটিয়ে প্রেম করবে্ !!
সব মিস হয়ে গেলো!! এ গল্প মানি না, খানসাবের
সাখে  এ গল্প যায় না !!
  ০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩০
০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩০
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৭|  ০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:৫৫
০১ লা মার্চ, ২০২১  বিকাল ৪:৫৫
মেহেদি_হাসান. বলেছেন: আমার সাথে কখনো এরোকম ভৌতিক কোন ঘটনা ঘটেনি অথচ আমি অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হতে চাই।
  ০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩১
০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩১
রাজীব নুর বলেছেন: না ঘটাই ভালো। তাহলে সারা জীবন আর ভুলতে পারবেন না।
৮|  ০১ লা মার্চ, ২০২১  বিকাল ৫:৩৪
০১ লা মার্চ, ২০২১  বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন: 
সুন্দর বনের আশেপাশে এক সময় ২/১টা জমিদার বাড়ী ছিলো, এরা কলিকাতা চলে গেছে; ওদের বাড়ী টাড়ী দেখেছেন?
  ০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩১
০১ লা মার্চ, ২০২১  সন্ধ্যা  ৬:৩১
রাজীব নুর বলেছেন: না চোখে পড়ে নি।
৯|  ০১ লা মার্চ, ২০২১  রাত ৮:১০
০১ লা মার্চ, ২০২১  রাত ৮:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গাজী কালুর বাড়ী বা খানজাহানের বাগান বাড়ী হতে পার।এই বলে শেষ করে দিন,এমন সময় ঘুম ভেঙ্গে গেল।
  ০১ লা মার্চ, ২০২১  রাত ১১:৫৪
০১ লা মার্চ, ২০২১  রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনি বুদ্ধিমান।
১০|  ০২ রা মার্চ, ২০২১  সকাল ৯:৪৪
০২ রা মার্চ, ২০২১  সকাল ৯:৪৪
ইসিয়াক বলেছেন: আপনি ঈশ্বরকে ডাকেন?  বিশ্বাস হয় না।
  ০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:২১
০২ রা মার্চ, ২০২১  দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: হ্যা ডাকি।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২১  দুপুর ১:৪৪
০১ লা মার্চ, ২০২১  দুপুর ১:৪৪
শায়মা বলেছেন: হা হা বুঝাই যাচ্ছিলো এটা তোমার সিগারেটখোরী বানোয়াট গল্প হবে ভাইয়ু!!