নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কুয়িন্স ফুল

০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬


ছবিঃ আমার তোলা।

১। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে।

২। অনেকেই আমার মতের সঙ্গে ঐক্যমত পোষণ না করলেও আমার কিছু যায় আসে না। আমি অবশ্য চিরকালই কাউকে তোয়াক্কা না করা মানুষ। কাউকে তোয়াক্কা করাটা ভালো নয়। তোয়াক্কা করলে শরীর খারাপ হয়। কাজেই খুব সাবধান থাকতে হবে।

৩। বেশী কৌতুহল ভালো নয়। জলের মাছ যখন বেশী কৌতুহল দেখায়, তখনই বড়ঁশিতে গেঁথে যায়। বনের হরিণ যখন বেশী কৌতুহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে। এমন কী বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতুহল সামলাতে পারে না, অমনি গুলি খেয়ে মরে। আর মানুষ বেশী কৌতুহল দেখায় বলেই এত বড়-বড় জিনিস আবিস্কার করে।

৪। ভাস্কর্য টি কোথায় বলুন?
শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিজয় '৭১। ভাস্কর্যে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার নজরকাড়া ভঙ্গিমা বারবার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে নিয়ে যায় দর্শনার্থীদের। একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে। তার ডান পাশেই শাশ্বত বাংলার সর্বস্বত্যাগী ও সংগ্রামী নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। যার সঙ্গে আছে রাইফেল। অন্যদিকে একজন ছাত্র মুক্তিযুদ্ধে গ্রেনেড ছোড়ার ভঙ্গিমায় বাম হাতে রাইফেল নিয়ে তেজোদীপ্ত চিত্তে দাঁড়িয়ে আছে।

৫। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।

৬। একটা বই খুলে মাসখানেক ধরে যদি সেটা না-ই পড়া যায়, কুড়ি পঁচিশটা জটিল চরিত্র যদি তাতে না-ই থাকে, এক এক অধ্যায় শেষ করে যদি রাতে ঘুমানোর আগে সেগুলো নিয়ে একটু চিন্তা না করা যায়, তাহলে ওটা একটা ছাতার উপন্যাস।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।


সহী বচন

০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি লিখবো বুঝতে পারছি না।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: বোবার শত্রু নাই।

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাঝে মাঝে এমন হয়,মাথাটা কেমন শুন্য মনে হয়।মনে হয় মাথায় কিছুই নাই, খালি মাথা নিয়ে ঘুরছি।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: এটা সাময়িক। সবারই এরকম হয়।
এক মগ কফি খান ঠিক হয়ে যাবে।

৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:৩৪

মেহেদি_হাসান. বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায়ের "প্রথম আলো" বইটা পড়তে বোধহয় আমার ১মাসের বেশি সময় লেগেছিল।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: সুনীলের ''একা এবং কয়েকজন'' বইটা পড়েছিলেন?

৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৯:১৩

এমেরিকা বলেছেন: ৪নংঃ মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত ইতিহাস বুঝাতে ভাস্কর্য নির্মাণের কোন প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধ নিয়ে যেসব বই পুস্তক লেখা হয়েছে, সেগুলো পড়লেই সেই দিনগুলোর পরিস্থতি খুব ভালোভাবে বুঝা যায়।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: আপনি এত সংকীর্ন মানুষ কেন?

৬| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: গভীর উপলব্ধির বিশয়!

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: উপলব্ধি করার সময় কই মানুষের?

৭| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

মেহেদি_হাসান. বলেছেন: লেখক বলেছেন: সুনীলের ''একা এবং কয়েকজন'' বইটা পড়েছিলেন?
না বইটি পড়া হয়নি আমার।

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বেন। ভালো লাগবে। সেই সাথে ''পূর্ব পশ্চিম'' পড়বেন। ''সেই সময়'' পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.