নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সূর্যাস্ত থেকে প্রভাত

০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫০




কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে,
এমন একজন সঙ্গী দরকার আমার
যার মন খুব গম্ভীর, যার স্পর্শকাতরতা খুব প্রখর
যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।

দু-চারটি ভালো কবিতা লিখতে লিখতেই
নিশ্চয় ত্রিশ-চল্লিশ বছর লেগে যাবে
এই ত্রিশ-চল্লিশ বছর, তোমরা গল্প করতে থাকো,
শেষে তোমাদের মঙ্গলই হবে।

পৃথিবীতে যত জন্তু-জানোয়ার আছে,
তার মধ্যে মানুষই সবচেয়ে বেশী নিষ্ঠুর
রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা
কিং লিয়র সবগুলোই মানুষের নাম
কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন
ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।

এক দেশে যখন সূর্যাস্ত, আর এক দেশে তখন প্রভাত
যেমন জীবনের একদিকে বার্ধক্য, অন্যদিকে শৈশব!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০১

মেহেদি_হাসান. বলেছেন: যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।
এমন মানুষও আছে নাকি? এখন তো চিল্লাই বললেও বুঝতে পারেনা, বুঝতে চায়না।

রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ
একসময় শেকসপিয়ার সাহেবের এসব নাটক পড়ে অনেক কান্না করতাম।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আপনার আবেগ বেশী। তাই কান্না করেন।

২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহরে বাস করলে মানুষ আপনা থেকেই কবি হয়ে যান।

০২ রা মার্চ, ২০২১ রাত ৩:৫৩

রাজীব নুর বলেছেন: কবি হয় না। বদমাইশ হয়।

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ৩:০৩

স্প্যানকড বলেছেন: চালাইয়া যান। ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: চালাইতে তেল লাগে।

৪| ০২ রা মার্চ, ২০২১ ভোর ৬:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইচ্ছাুটা খুবই সুন্দর,স্পর্শটা অনুভব করে দেখেছেন।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: হ্যা দেখেছি।

৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: গল্প করলে পেটের ভাত আসবে কোথা থেকে? আর তাতে মঙ্গল হবে কি করে ;) ?

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: হ্যা কথা ঠিক।

৬| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:০৬

কাছের-মানুষ বলেছেন: সুন্দর এবং ভাল প্রচেষ্টা!

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৪৭

কবিতা ক্থ্য বলেছেন: ভাই,
এখনো সেই মানুশের খোজে আছেন? কামনে কি?
আমিতো ভাবসছিলাম - পাইয়া গেছেন

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: পেয়ে গেছি।
এটা অনেক আগের কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.