নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে,
এমন একজন সঙ্গী দরকার আমার
যার মন খুব গম্ভীর, যার স্পর্শকাতরতা খুব প্রখর
যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।
দু-চারটি ভালো কবিতা লিখতে লিখতেই
নিশ্চয় ত্রিশ-চল্লিশ বছর লেগে যাবে
এই ত্রিশ-চল্লিশ বছর, তোমরা গল্প করতে থাকো,
শেষে তোমাদের মঙ্গলই হবে।
পৃথিবীতে যত জন্তু-জানোয়ার আছে,
তার মধ্যে মানুষই সবচেয়ে বেশী নিষ্ঠুর
রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা
কিং লিয়র সবগুলোই মানুষের নাম
কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন
ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।
এক দেশে যখন সূর্যাস্ত, আর এক দেশে তখন প্রভাত
যেমন জীবনের একদিকে বার্ধক্য, অন্যদিকে শৈশব!
০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: আপনার আবেগ বেশী। তাই কান্না করেন।
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
ঢাকা শহরে বাস করলে মানুষ আপনা থেকেই কবি হয়ে যান।
০২ রা মার্চ, ২০২১ রাত ৩:৫৩
রাজীব নুর বলেছেন: কবি হয় না। বদমাইশ হয়।
৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ৩:০৩
স্প্যানকড বলেছেন: চালাইয়া যান। ভালো থাকবেন।
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: চালাইতে তেল লাগে।
৪| ০২ রা মার্চ, ২০২১ ভোর ৬:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইচ্ছাুটা খুবই সুন্দর,স্পর্শটা অনুভব করে দেখেছেন।
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: হ্যা দেখেছি।
৫| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন: গল্প করলে পেটের ভাত আসবে কোথা থেকে? আর তাতে মঙ্গল হবে কি করে ?
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: হ্যা কথা ঠিক।
৬| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:০৬
কাছের-মানুষ বলেছেন: সুন্দর এবং ভাল প্রচেষ্টা!
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৪৭
কবিতা ক্থ্য বলেছেন: ভাই,
এখনো সেই মানুশের খোজে আছেন? কামনে কি?
আমিতো ভাবসছিলাম - পাইয়া গেছেন
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: পেয়ে গেছি।
এটা অনেক আগের কবিতা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০১
মেহেদি_হাসান. বলেছেন: যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।
এমন মানুষও আছে নাকি? এখন তো চিল্লাই বললেও বুঝতে পারেনা, বুঝতে চায়না।
রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ
একসময় শেকসপিয়ার সাহেবের এসব নাটক পড়ে অনেক কান্না করতাম।