নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক ছিল কাঠুরিয়া
তার ছিল একটা মাত্র বউ
বউটির মেজাজ ছিল খুব কড়া আর মারমুখী
এক কথায় সাংঘাতিক দজ্জাল আর কী!
কাঠুরিয়ার পরিবার ছিল নিঃসন্তান
চার পাঁচ বছরের সংসার, তা হলে কী হবে।
তাদের ঘর আলো করে কেউ আসে নি।
কাঠুরিয়া বনে সারা দিন ঘাম ঝরিয়ে-
রক্ত পানি করে কাঠ কাটে
তারপর বাজারে বিক্রি করে-
চাল, ডাল, তরকারি নিয়ে বাড়িতে আসে
বউ কোথায় আদর যত্ন করবে,
তা না করে এত দেরি কেন?
এগুলো কোনো বাজার হলো?
এসব তো গরু-ছাগলের খাদ্য!
বাপ দাদা চৌদ্দগোষ্ঠির মন্ডুপাত করতে থাকে।
বেচারা কাঠুরিয়া শক্ত গাছ হয়ে দাঁড়িয়ে থাকে
সে যেমন নির্মমভাবে গাছ কাটে ঠিক
তেমনি তার বউ কথা দিয়ে গালিগালাজ দিয়ে
তাকে কাটতে থাকে, ছিলতে থাক-
ডেইলি মানে প্রতিদিন এমন ভিটামিনবিহীন উত্তেজক
একতরফা গালিগালাজ আর কতদিন সহ্য করা যায়?
জবাব দিলে আগুন আরও দ্বিগুন হয়ে যায়।
কাঠুরিয়া ছিল সহজ সরল নিরীহ গোবেচারা টাইপের
তো আর কাহাতাক সহ্য করা যায়
তার কামাই খাবে আর তার বাপ-দাদাকে,
মা-দাদি, নানা-নানিকে গালিগালাজ করবে?
আর কতদিন?
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
২| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কি ছিল? কী বোঝাতে চাইলেন? লেখার হাত তো ভালই আপনার। তাহলে এগুলো কী ছাড়েন মাঝে মাঝে?
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে লিখলে অনেকের গা চুলকায়। এসব হাবিজাবি লিখলে কারো গা চুলকায় না।
৩| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩১
তারেক ফাহিম বলেছেন: কাঠুরিয়ার জন্য মায়া হচ্ছে।
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: মায়া ত্যাগ করুন। মায়া ভালো জিনিস না।
৪| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:১১
এ কাদের বলেছেন: কাঠুরিয়ার দরকার আরেকটা বউ।
০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: রাইট।
৫| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
ঢাকার প্রায়ই স্বামীই নাকি কাঠুরিয়া?
০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: কথাটা একেবারে ভুল বলেন নাই।
৬| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০
মেহেদি_হাসান. বলেছেন: বেচারা কাঠুরিয়া
০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: এরকম বেচারার অভাব নাই সমাজে।
৭| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঐ সময় কি তালাকের সিষ্টেম আবিষ্কার হয় নাই।
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: ঐ সময় বিয়ে থাকলে তাকাল সিস্টেম থাকবে না কেন?
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:২৪
জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।