নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উড়োজাহাজ আবিষ্কারে মুসলিম বিজ্ঞানীদের অবদান

০২ রা মার্চ, ২০২১ দুপুর ২:২০



অনেকেই মনে করেন সর্বপ্রথম "রাইট ব্রাদার্স" উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন।
কিন্তু, প্রকৃত পক্ষে সর্বপ্রথম উড়ার যন্ত্র আবিষ্কার করেছিলেন একজন মুসলিম মনীষী, যার নাম "আব্বাস ইবনে ফিরনাস"। তাঁর মনে উড়ার জন্য এক প্রবল আকাঙ্খা ছিল, তাই তিনি একটি বিশেষ কাঠামো তৈরি করেছিলেন, যা একজন মানুষকে বহন করে। পাখির মতো উড়িয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

তিনি ঢিলেঢালা চাদর ও কাঠের ফ্রেম দিয়ে-
সেই বিশেষ কাঠামো তৈরি করলেন এবং সেটাতে দাঁড়িয়ে ৮৫২ সালে তৎকালীন করডোভার গ্রেন্ড মসজিদের মিনার হতে লাফ দিলেন। তিনি মনে করেছিলেন পাখির মতো উড়তে পারবেন, কিন্তু পারলেন না। যদিও তিনি পড়ে গিয়েছিলেন, তবুও তিনি বুঝতে পারলেন যে - সেই কাঠামোটি তাঁর গতি কমিয়ে দিয়েছে। তাই তিনি বেশি ব্যাথা পান নি!

আর তিনি আবিষ্কার করে ফেললেন সর্বপ্রথম Parachute (প্যারাসুট)।
৮৭৫ সালে তিনি আরো উন্নতি ঘটিয়ে আরেকটি উড়ার যন্ত্র তৈরি করলেন। তারপর তিনি এক পাহাড় থেকে ঝাঁপ দিলেন, এবার তিনি অনেক বেশি উচ্চতায় প্রায় ১০ মিনিট ধরে উড়তে সক্ষম হলেন। কিন্তু এরপর তিনি Crash-landing করলেন। কারণ, তাঁর যন্ত্রে একটি লেজ দরকার ছিল। তবে, তিনি এবং তার আবিষ্কার মুসলিমদের সোনালি ইতিহাসের এক গৌরবময় নিদর্শন। তাঁর নামে চাঁদে একটি Crater এর নামকরণ করা হয়েছে।

সুত্রঃ Abbas ibn Firnas - Wikipedia

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে আব্বাসের মত এমন বড় কোনো আবিষ্কার মুসলিমদের আছে

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: না নাই।

২| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



ছবিটা সুন্দর

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: ছবিটা প্রতীকী।

৩| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৪

অক্পটে বলেছেন: একজন খুঁজে পেয়েছেন ভাল লাগছে। মনে হয় আরো পাওয়া যাবে, যারা কোন মহান আবিস্কারের শুরুয়াত করে থাকবেন। থ্যান্কস্ রাজীবদা।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে মডারেটর নাম দিয়েছেন 'ব্লগের এরশাদ'...

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: উনি মজা করেছেন। সিরিয়াস কিছু না।
দয়া করে রসিকে সাপ ভাববেন না।

৫| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৯

মেহেদি_হাসান. বলেছেন: নতুন জানলাম আপনাকে ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: ওখেই।

৬| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:৩৬

রেজওয়ান ইসলাম বলেছেন: জেনে ভাল লাগলো।

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০২ রা মার্চ, ২০২১ রাত ৯:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঘটনা যখন স্পেনের সত্যতা আছে,কিন্তু বেদুইনদের হলে শতভাগ মিথ্যা।ঐ সময় হাজার হাজার স্পেনের লোক মুসলমান হয়ে ছিল পরবর্তিতে তারা ধর্ম ত্যাগ করে।
সেই চেষ্টাই করছে ভারত তার ঘরে ফেরত আন্দোলনের মাধ্যমে কিন্তু অসময়ে এখন সব ধর্ম থেকেই মানুষ বের হয়ে বিশ্বজনীন হতে চায়।নতুন এক মানবিক সমাজ গড়ার জন্য।

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: মানুষ দেখে, বুঝে। মানুষ তো আর বোকা নাই। তারা বুঝে গেছে ধর্ম তাদের কিচ্ছু দেয় না। দেবার ক্ষমতা নাই।

৮| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই পড়ার জন্য।

৯| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:১৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে মডারেটর নাম দিয়েছেন 'ব্লগের এরশাদ'...
হাগাপগে...
এর চেয়ে বেশি যথার্থ নামকরণ সাহিত্যেও পাওয়া যাবে না। মডারেটরের শ্যেনদৃষ্টি।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: চেষ্টা করে দেখুন মন্দ মানসিকতা বদলাতে পারেন না।

১০| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩৯

নতুন নকিব বলেছেন:


ভারসাম্য রক্ষা করার জন্য এমন পোস্টের হয়তো দরকার ছিল!

যাই হোক, এইরকম একটা পোস্ট দেখেও চাঁদগাজী ভাই একটুও রাগলেন না, এমনকি 'বেদুইন' শব্দটা পর্যন্ত একবার উচ্চারণ করলেন না দেখে বিস্মিত হলাম। পরামর্শ করে তবেই পোস্ট দেয়া হচ্ছে না কি?

ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৪৩

নতুন নকিব বলেছেন:



মাননীয় ব্লগ এডমিন সত্যিই কি আপনাকে ব্লগের এরশাদ উপাধিতে ভূষিত করেছেন? যদি করে থাকেন, (আমি দেখিনি, তালগাছ ভাইয়ের মন্তব্য দেখে মাত্র জানলাম) তাহলে তার এই অনন্য কাজের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। ব্লগে এই উপাধি পাওয়ার দাবি করার মত যোগ্যতা অন্য কেউ রাখেন বলে দেখিনি।

ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: খুব খুশি লাগছে নাকি?

১২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:০২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: খ্রিস্টান বিজ্ঞানীদের অবদান নিয়েও কিছু লেখেন। তারা বড়ই অবহেলিত।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩০

এমেরিকা বলেছেন: লাল ছাগলের পাতলা পায়খানা হয়ে গেছে আপনার এরকম পোস্ট দেখে। কিন্তু ব্যাপার একটা আছে। আব্বাস ইবনে ফিরনাস যে ধরণের কাঠামো তৈরি করেছেন, এরকম চেষ্টা তার আগেও বহুবার অনেকেই করেছে - সেগুলো কোন সফলতা পায়নি বলে আলোচনায় আসেনি। প্রসঙ্গত, এই আবিষ্কারও একটা ব্যর্থ আবিষ্কার, যা মানব সভ্যতা বিকাশে কোন কাজে আসেনি।

রাইট ভ্রাতৃদ্বয় যে কাঠামো তৈরি করেছেন, তার মূল সূত্র দিয়েছিলেন ফরাসী শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি প্রায় ৫০০ বছর আগে। কেউ তা বানাতে সফল হয়নি, কিন্তু রাইট ব্রাদার্স পেরেছে। তাদের আবিষ্কারই আধুনিক এভিয়েশন ইন্ড্রাস্ট্রির ভিত্তি গড়ে দেয়।

কাজেই বিমান আবিষ্কারে যদি আব্বাস সাহেবকে ক্রেডিট দিতে হয়, তবে তার ভাগ কাল্পনিক চরিত্র ইকারাসেরও পাওয়া উচিত।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: দ্বিতীয় প্যারা সহমত।

১৪| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৯

এমেরিকা বলেছেন: কেন? প্রথম আর তৃতীয় প্যারায় ভুল কি বললাম?

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: ওটা রাগের কথা বলেছেন।

১৫| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



আপনি প্রিয় ব্যক্তিত্ব। আপনার যে কোনো অর্জন খুশি তো হবারই কারণ। :)

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৯

রাজীব নুর বলেছেন: দিন খোঁচা দিন। ঝাঝরা করে ফেলুন খোঁচা দিতে দিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.