নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রহস্যময়

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮



সবাই সন্ধ্যায় বাসায় ফিরতে চায়,
প্রিয়তমার কোমল স্পর্শের জন্য
যে স্পর্শ কপালের ঘাম মুছে দিবে,
যে স্পর্শে কোমল পরশে মন শান্ত হবে।

আমি অনুভব করি,
আকাশে-মাটিতে-সমুদ্রে-ঘাসে-পথে-গাছের পাতায়-ফুলে
কেমন যেনো এক ধরনের গভীর ভালোবাসার
নিরব খেলা চলছে প্রতি নিয়ত
আর আমি ধোয়া ছেড়ে অন্ধকারে সিগারেট টানি,
আর হেঁটে বেড়াই পথ থেকে পথে।

কোনো একজন একাকী নারীর মিষ্টি কন্ঠ-
আমায় আনন্দ, বেদনা এবং যন্ত্রনা দেয়
নারী যখন আমার দিকে তাকায় চোখ তুলে,
আমি দেখি তার চোখে কী ভারী বর্ষন।

আমি সব দুঃখ-কষ্ট-বেদনা ভুলে থাকার জন্য-
বিশ্ব সংসারের কথা চিন্তা করতে থাকি
ইস্ কেউ যদি এখন এক কাপ গরম চা
আর একটা সিগারেট হাতে ধরিয়ে দিত!

আমি উদাস মুখে পীথাগোরাসের মতো-
জীবনকে অনুভব করার বৃথা চেষ্টা করি
ভালোবাসা বিকৃত হয়ে ভুল পথে চলে গেলে-
আর আগের জায়গায় ফিরে আসে না
তাই, বুকের কোন গহীনে যেন গোপন ব্যাথা
ছলছলিয়ে উঠে বার বার।

গাঢ় নীল আকাশের মাঝে রহস্যময় চাঁদ
সাদা বলেই জ্যোন্সার নরম আলো এত সুন্দর
বিশাল আকাশের নিচে এলোপাথাড়ি হাঁটতে হাঁটতে-
নিজেকে বড় নিঃসঙ্গ আর বিষন্ন লাগে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:১৪

এম ইসলাম বলেছেন:
কবিতা ভালো হয়েছে, তবে মনে পড়ে গেলো- ব্লগার সানাউল্লাহ সাগর-এর নির্বাচিত ২৫ তরুণের কবিতা ! -র পোষ্টে আপনারই বলা কিছু কথা .... যার স্ক্রীণ-শট নীচে ...


০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আপনারা সকলে মিলে একসাথে আমার পেছনে লেগেছেন কেন? আমাকে কি শান্তিতে ব্লগিং করতে দিবেন না। কিসব স্ক্রীনশর্ট নিয়ে রাখেন।

২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।

কেউ আপনার পিছন লাগে না । আপনিই সে পথ তৈরী করে দেন ..। এক নীতিতে বিশ্বাসী হন ভাই।

ভালো থাকুন

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: হ বুঝছি। বুঝছি।

৩| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ , শুভেচ্ছা ও শুভকামনা রইল,

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: হামি কিন্তু পিচে নাই হামি আছি-------------------

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: অখেই।

৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা বুঝিনা, পড়িও খুব কম।
তবে আপনার কবিতার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। দ্রুত উন্নতি করছেন।
স্কিনশটে কবিতা সম্পর্কে আপনার মতামতের সাথে আমি এক মত।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ।

৬| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

স্প্যানকড বলেছেন: চালাইয়া যান একসময় নির্দিষ্ট লক্ষ্য পেয়ে যাবেন। ভালো থাকবেন।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে। লাইক+++

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: স্বান্ত্বনা?

৮| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮

মেহেদি_হাসান. বলেছেন: কবিতা ভালো হয়েছে। পড়ে ভালো লেগেছে।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: ধনবাদ হাসান। ভালো থাকুন।

৯| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:৪৭

এম ইসলাম বলেছেন: রাজীব নুর, আপনার বিরুদ্ধে লাগার কোন প্রশ্নই উঠে না .. । আসলে আমি কবিতা ভালোবাসি বলেই আপনার সেদিনের সেই মন্তব্যে খুব অবাক হয়ে গিয়েছিলাম ! এই দেশের ২৫ জন তরুণের কবিতার একটি সংকলন নিয়ে ব্লগার সানাউল্লাহ সাগর-ঐ পোস্ট দিয়েছিলেন ! কিন্তু কি আশ্চর্য, আপনি একজনের সেই কষ্টসাধ্য একটি পোস্টের বিন্দুমাত্র মূল্য না দিয়ে .... তাকে রীতিমত নেগেটিভ কমেন্ট করে ..... কবিতা বিষয়ে পোস্ট দিতে নিরুৎসাহিত করেছিলেন ! আমি অবাক হয়েছিলাম ! দুঃখ পেয়েছিলাম। কবিতার প্রতি আপনার মতো একজন ব্লগারের এতোটা অনীহা থাকবে কেন, ভেবে পাইনি। .... আমার মনে পড়ে গিয়েছিল - আবু জাফর ওবায়দুল্লাহর "আমি কিংবদন্তির কথা বলছি" শিরোণামের সেই বিখ্যাত কবিতার কিছু জনপ্রিয় চরণ ..

"জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।"

আমার আরও মনে পড়ে গিয়েছিলো, সে কবিতার অবিস্মরণীয় আরও কিছু লাইন-

"যে কবিতা শুনতে জানে না
সে নদীতে ভাসতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মা'য়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি বিচলিত স্নেহের কথা বলছি
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি
আমি আমার ভালোবাসার কথা বলছি।

ভালোবাসা দিলে মা মরে যায়
যুদ্ধ আসে ভালোবেসে
মা'য়ের ছেলেরা চলে যায়,
আমি আমার ভাইয়ের কথা বলছি।

যে কবিতা শুনতে জানে না
সে সন্তানের জন্য মরতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না।"

এই কবিতার শেষাংশের আরও কিছু চরণও বেশ উল্লেখযোগ্য .....

আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল
কারণ তিনি ক্রীতদাস ছিলেন।
আমরা কি তা'র মতো কবিতার কথা বলতে পারবো,
আমরা কি তা'র মতো স্বাধীনতার কথা বলতে পারবো!
তিনি মৃত্তিকার গভীরে
কর্ষণের কথা বলতেন
অবগাহিত ক্ষেত্রে
পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন
সবত্সা গাভীর মত
দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
যে কর্ষণ করে তাঁর প্রতিটি স্বেদবিন্দু কবিতা
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে।
যে কবিতা শুনতে জানে না
সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে।
........... .........
যে কবিতা শুনতে জানে না
পরভৃতের গ্লানি তাকে ভূলুন্ঠিত করবে।
যে কবিতা শুনতে জানে না
অভ্যূত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে।
যে কবিতা শুনতে জানে না
পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে।
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন
সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

...... ......
নদী এবং সমুদ্রে মোহনার মত
সম্মিলিত কন্ঠস্বর কবিতা
অবদমিত ক্রোধের আনন্দিত উত্সারণ কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে তরঙ্গের সৌহার্দ থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে।
যে কবিতা শুনতে জানে না
সে মূক ও বধির থেকে যাবে।
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল
আমি একগুচ্ছ রক্তজবার কথা বলছি।

........................
উত্‌ক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা
স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উম্মোচন কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে নীলিমাকে স্পর্শ করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না।
আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি শ্রমজীবী মানুষের
উদ্বেল অভিযাত্রার কথা বলছি
আদিবাস অরণ্যের
অনার্য সংহতির কথা বলছি
শৃংখলিত বৃক্ষের
উর্দ্ধমুখী অহংকারের কথা বলছি,
আমি অতীত এবং সমকালের কথা বলছি।
শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকার কবিতা
আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা।
যে কবিতা শুনতে জানে না
যূথভ্রষ্ট বিশৃংখলা তাকে বিপর্যস্ত করবে।
যে কবিতা শুনতে জানে না
বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম হীনমন্য থেকে যাবে।
..... .... ..... ....

রাজীব, কবিতার প্রতি আপনার এতোটা 'অনাগ্রহ' প্রকাশের পর সেই আপনাকেই আবার কবিতা লিখতে দেখে একটু আশ্চর্য্য হয়েই স্ক্রীণশট সহ মন্তব্যটা করেছিলাম। অন্য কিছু নয়। ... আর আপনার এ কবিতা যে ভালো হয়েছে, সেটাতো শুরুতেই বলেছি। ... আসল কথা হচ্ছে, কবিতা, গল্প, উপন্যাস, কৌতুক, নিবন্ধ ... ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের মনে ভাললাগা বোধ সৃষ্টি করে। জীবনে এসবের যে কোন একটির একেবারেই প্রয়োজন নেই ...এ ধরনের কথা না বলাই ভালো। যার কাছে যা ভালো লাগে, তিনিতো সেটা নিয়েই পোস্ট দেবেন ! সেটাই স্বাভাবিক।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি আসলে আমার মন্তব্যটি বুঝতে পারেন নি।
যা বুঝেছেন ভুল বুঝেছেন।

১০| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৮:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কবিতা চিন্তার গভীরতা বাড়ায়,কিছু কবিতা ভাবনার প্রসারতা বাড়ায়,কিছু কবিতা দেশকে ভাল বাসতে শেখায়,কিছু কবিতা শ্রেনী চেতনা জাগ্রত করে আর কিছু কবিতা,কবিতার মতো করে লিখেছে তাই কবিতা।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ধনবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.