নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাইক দূর্ঘটনা

০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:১২



আমি বাইক নিয়ে বের হচ্ছি।
দেখি, আব্বা যেন কোথায় যাচ্ছে। বললাম, কোথায় যাবে? আমি নামিয়ে দিচ্ছি। আব্বা বলল, তোমার দেরী হয়ে যাবে নাতো? আমি বললাম, কি যে বলো! আমার পেছনে চুপ করে বসো। নড়াচড়া করবা না। আব্বা বললো, আস্তে চালাবি। আমি এসব বাইক টাইক খুবই ভয় পাই। আমি বললাম, ভয় পাওয়ার কিছু নাই। আমি খুবই ভালো বাইক চালাই। হেলমেট আমার একটাই। আব্বাকে বললাম, তুমি পড়ে নাও। আব্বা বলল, হেলমেট আমি পড়বো না। দম বন্ধ হয়ে আসে। তুই পড়ে নে।

বাইক চলছে।
আব্বা আমাকে শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। আমি বললাম, আব্বা ভয় পাচ্ছো কেন? আব্বা, বলল, তুই কথা বন্ধ কর। মন দিয়ে বাইক চালা। এখন মনে হচ্ছে, তোর বাইকে উঠাই আমার ভুল হয়েছে। আমি একটা চায়ের দোকানের সামনে বাইক থামালাম। আব্বা আর আমি চা খেলাম। আব্বাকে বললাম, তুমি মুখ ভার করে রেখেছো কেন? কি হয়েছে? আব্বা বলল, তোকে বাইক কিনতে মানা করেছিলাম। তবু তুই বাইক কিনলি। বাইক ভালো জিনিস না।

চা খাওয়া শেষে আমরা বাইকে উঠলাম।
বললাম, আব্বা তুমি এত ভয় পেও না। আজকাল বাইক ছোট ছোট পোলাপানও চালায়। তাছাড়া আমি কখনও জোরে চালাই না। নিয়ম মেনে আস্তে ধীরে চালাই। আব্বা বললো, এত সময় লাগছে কেন? এতক্ষনে তো আমাদের পৌঁছে যাওয়ার কথা। আমি বললাম, খুব ধীরে ধীরে চালাচ্ছি। সময় তো লাগবেই। আব্বা বলল, দেরী হোক তবু জোরে চালানোর দরকার নাই। আমি কিছুটা স্প্রীড বাড়িয়ে দিলাম। আব্বা কিচ্ছু বললো না। আমি আর একটু স্প্রীড বাড়িয়ে দিলাম।

হঠাত আমার বাইক একসিডেন্ট করলো।
আমি একদিকে ছিটকে পড়লাম। আব্বা আরেক দিকে ছিটকে পড়লো। বাইক গেলে আরেক দিকে। আমার মাথায় হেলমেট ছিলো। হাতে পায়ে সামান্য ব্যথা পেলেও আমার তেমন কিছু হয় নাই। অথচ আব্বা মারা গেলো। মাথায় আঘাত পেয়েছে। আব্বার মাথা প্রায় থেতলে গেছে। চারিদিক রক্তে ভেসে গেছে। আমি আব্বার পাশে মন খারাপ করে বসে আছি। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বাকে গন্তব্যে পৌছাতে পারলাম না। আমার আব্বাকে আমিই মেরে ফেললাম। আমি খুব কাঁদছি।

বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙ্গল।
মাত্র সন্ধ্যা ঘনায়মান। বাসায় কেউ নাই। আব্বা মারা গেছে আড়াই মাস হয়ে গেছে। তাছাড়া আমি বাইক খুব ভয় পাই। আব্বা কোনো দিনও চায়নি আমি বাইক চালাই। আমার কোনো বাইক নেই। এরকম স্বপ্ন দেখার মানে কি? আমার মনে আছে, আব্বা মারা যাওয়ার পর আমি কোনো কান্না করি নাই। লাশ যখন কবরে নামানো হচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে দেখছিলাম। খুব কষ্ট হচ্ছিলো আমার। খুব। আজ এই স্বপ্নটা দেখার পর সেদিনের মতো কষ্ট হচ্ছে। চোখের কোনায় এক ফোটা পানি জমেছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ দু:স্বপ্ন দেখে মাঝে মাঝে।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: হ্যা। কিন্তু আমি আব্বাকে নিয়ে আন্দময় কোনো স্বপ্ন দেখতে চাই।

২| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৭:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্বপ্নে যা দেখেছেন বাস্তব সম্মত।অবাস্তব কিছু দেখেন নাই।হয়তো আপনার বাইক নেই বা চালাতে যানেন না।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: কিন্তু স্বপ্নে দেখলাম আব্বাকে সাথে নিয়ে বাইক চালাচ্ছি। বাইক একসিডেন্ট করলাম। আব্বা মারা গেলো। অথচ আব্বা আরো আরাই মাস আগে মারা গেছে।

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৯:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা । আপনাকে একটা উপদেশ দিতে চাই । এটা যদি সত্যি স্বপ্ন হয় তাহলে বলবো , ইসলামী দৃষ্টি কোণ হতে স্বপ্ন অন্যের কাছে প্রকাশ করতে হয় না । দু'রাকাত নফল নামাজ পড়ুণ । আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করুক ।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার বাবার জন্য অনেক দোয়া আল্লাহ যেনো জান্নাত দান করেন আমিন

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মিথ্যা কথন কি!!
স্বপ্নতো এমন গোছানো হয়না!!
স্বপ্নের মাঝে অসংগতি থাকতে হয়।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আমি এতটা নালায়াক এখনও হতে পারি নি, আড়াই মাস আগে মারা যাওয়া পিতাকে নিয়ে মিথ্যা বলব।

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৫২

মেহেদি_হাসান. বলেছেন: কেন জানি আমার স্বপ্ন মনে থাকেনা।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: স্বপ্ন যেদিন দেখবেন, তারপর ই লিখে ফেলবেন। দেরী হলে ভুলে যাবেন।

৭| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঘুমের মধ্যে মানুষ অনেক স্বপ্ন দেখে।কোন কোন দিন শতাধীক স্বপ্ন দেখে।ঘুম ভাঙ্গার সাথে সাথে মানুষ সব স্বপ্ন ভুলে যায়।কেবল শেষের দিকে ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্ন মনে করতে চায় তবে সেটা মনে থাকে বাকী সব ভুলে যায়।

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আসলে আমার ঘুম পাতলা। তাই যা দেখি মনে থাকে।

৮| ০৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভাই আপনার লেখা পড়ে আমার ও চোখের কোনে পানি চলে এসেছে।

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: জীবন হোক আনন্দময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.