নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লিখমু কেন, মরতে? ভালোই আছি গর্তে

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪


ছবিঃ আমার তোলা।

১। মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, সেই নৈতিকতার মধ্যে মহত্ব কোথায়?

২। 'পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাচঁবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর নির্ভরশীল না নারী, না সংসার, না গৃহ, না সমাজ সেভাবেই বাচঁবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সমাজের অপাংতেয়রা। পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে ধর্মে সমান মান-মর্যাদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ।'
প্রশ্নঃ উপন্যাসটির নাম বলুন?

৩। পাহাড়ে ওঠার অর্থ হলো তুমি যাতে পৃথিবীটাকে দেখতে পারো। এর অর্থ এই নয় যে পৃথিবী তোমায় দেখবে।

৪। আমার আবেদন- পদ্মা সেতুর নাম যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হয়।
প্রধানমন্ত্রী যদি সেতুটির ব্যাপারে আন্তরিকতা না দেখাতেন তাহলে তো এই সেতু নির্মান সম্ভব ছিল না।
সবচেয়ে বড় কথা- প্রধানমন্ত্রীর বিকল্প আর কেউ নেই।

৫। পাকিস্তান আমলে, পরাধীনতার সময়ে রবীন্দ্রনাথকে অস্বীকার করার নানা চেষ্টা হয়েছে; কিন্তু তাঁকে আমাদের জীবন থেকে মুছে ফেলা যায়নি। রবীন্দ্রনাথ সব সময় আমাদের ছুঁয়ে আছেন তাঁর অসাধারণ সৃজনশীলতা দিয়ে। তাঁকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাঁকে মুছে ফেলার সব চেষ্টা তাই ব্যর্থ হয়ে গেছে। এই অপচেষ্টা যাঁরা করেছিলেন ইতিহাসের আঁস্তাকুড়ে তাঁরা নিক্ষিপ্ত; কিন্তু রবীন্দ্রনাথ আজও ভাস্বর আমাদের সবার কাছে। রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন, 'আসব যাব চিরদিনের এই আমি।

৬।“৭১-এর সকালে তেজগাঁওয়ে নিজেদের বারান্দায় দাঁড়িয়ে এক শিশু বাংলাদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রাস্তায় টহলরত পাকিবাহিনী এই স্লোগান শুনে সাথে সাথে ছেলেটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পতাকার লাঠিটি তার মাথার তালুতে সজোরে সেঁধিয়ে দেয়। এরপর বাসায় অবস্থানরত ছেলেটির বাবা ও দাদাকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনেই মা ও দাদীকে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে হতভাগ্য দাদা ও বাবাকে ব্রাশ ফায়ারে হত্যা করে রেখে চলে যায়।”
(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৯)

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন রাজীব দা

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


৪ নং:

পদ্মাসেতুর নাম তো "পদ্মাসেতু"; আরো নাম দিতে হবে? তা'হলে হয়তো "চীনাসেতু" নাম দেয়া উচিত হবে।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আপনার মতো রসিক মানুষ খুব আছে।

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: যারা সমুদ্র্রে মাছ ধরে তারাও মৎস শিকারী
আবার যারা বাড়ির আঙিনার পুকুরে
বড়শিতে মাছ ধরে তারাও মৎস শিকারী।
তবে এর মাঝে যোজন যোজন পার্থক্য আছে
সাহস ও নিপুনতায় !!
আপনাকে গর্তে নয় যুদ্ধের ময়দানে মানায়।
পাছে লোকে কিছু বলেদের কথায় কান দিবেন না।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: 6 নম্বরে মুক্তিযুদ্ধের ইতিহাসে নির্মমতা বর্বরতা বীভৎসতা- এ আর নতুন নয়। হাজার বছরেরও যে ইতিহাস অম্লান হওয়ার নয়।
1,2,3 গভীর ভাবনার....

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: মুক্তিযুদ্ধ আমাদের বড় সম্পদ। মুক্তিযুদ্ধের কষ্ট, হাহাকার, সীমাহীন দুর্ভোগ এসব আমাদের আগামী দিনের হাতিয়ার।

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১।মানুষ যখন এটাই উপলব্ধি করে যে, ভাল কাজের জন্য পুরষ্কার আর খারাপ কাজের জন্য তিরষ্কার তাই ভাল কাজ করতে উৎসাহ যোগায় আর খারাপ কাজ থেকে বিরত রাখে।আর এর মাঝেই মানুষের বিবেক বা উন্নতচরিত্রের সন্ধান পাওয়া যায়।

২। বুদ্ধদেব গুহ'র "মাধুকরী"।

৩।বড় যদি হতে চাও ছোট হও তবে।

৪।মন্তব্য নেই।

৫।যোগ্যতা থাকলে আপন মহিমায় এবং যথাসময়ে নিজেকে বিকশিত করতে পারবে এবং ইতিহাসে থাকবে না থাকবেনা তা যেই হোক না কেন।

৬। মুক্তিযুদ্ধের সময়ের নির্মমতা বর্বরতার ইতিহাস ।

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ২ নং রাইট।

৭| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৪:২৩

জাহিদ হাসান বলেছেন: লিখমু কেন মরতে
ভালোই আছি গর্তে।
আমরা সবাই রাজা নিজেদের রাজত্বে,
নইলে মোরা রাজার সাথে মিলবো কোন শর্তে?

B-) B-)

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৮| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৪:২৯

এমেরিকা বলেছেন: ১। মানুষ নৈতিক হবে আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের লোভে, পরকালের ভয়ে নয়। আল্লাহ্‌ সবকিছু দেখছেন এবং জানেন - এই ভয়ই মানুষকে নৈতিক হতে বাধ্য করবে। আল্লাহ্‌র ভয় না থাকলে জগতের কোন আইন, নৈতিক শিক্ষা বা চারিত্রিক দৃঢ়তা কাউকে নৈতিক বানাতে পারেনা।

৪। পদ্মা সেতু হল টুঙ্গিপাড়া যাবার একমাত্র উপায় - এটা বানাতে প্রধানমন্ত্রীর আন্তরিক না হবার কোন কারণ নেই। কিন্তু বিশ্বব্যাঙ্কের ১% সুদের বদলে এখন ৭% সুদে টাকা পরিশোধ করতে হবে, যার জন্য গাড়িপ্রতি ১৬০০ টাকা টোল ধরা হয়েছে। বাঁশটা খেলো কে?

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ১৬০০ টাকা হবে না। এত টাকা কি করে হয়?

৯| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:০৮

জাহিদ হাসান বলেছেন: এমেরিকা যারা ধর্ম মানে না, পরকাল মানে না, তারা নৈতিক জীবনযাপন করছে। তাদের নৈতিকতার ভিত্তি বিবেক।
বিবেক হচ্ছে বুদ্ধিদীপ্ত মন। আপনার বিবেকই আপনাকে সব সময় খারাপ কাজ থেকে বাধা দিবে।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১০| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নৈতিকতা শিখতে হবে সমাজের প্রচলিত নৈতিকতা থেকেই।শিশু বিবাহকারী,দাসী সহবতকারী বা বহুবিবাহকারীর কাছ থেকে নৈতিকতা শিখার কিছু নাই।
পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই ঠিক আছে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৩:৩৬

অনল চৌধুরী বলেছেন: ষ্ট্রবেরি চাষও শুরু করলেন নাকি?
এমেরিকা বলেছেন: ১। মানুষ নৈতিক হবে সন্তুষ্টি অর্জনের লোভে, পরকালের ভয়ে নয়। সবকিছু দেখছেন এবং জানেন - এই ভয়ই মানুষকে নৈতিক হতে বাধ্য করবে। ভয় না থাকলে জগতের কোন আইন, নৈতিক শিক্ষা বা চারিত্রিক দৃঢ়তা কাউকে নৈতিক বানাতে পারেনা- বাংলাদেশের বেশীরভাগ লোক চরম মাত্রার বক-ধার্মিক তারা পরকালে শাস্তি হবে জেনেও অবাধে চুরি-ঘুষ-দুর্নীতি ব্যাভিচার মদ জুয়া সুদ সবরকম অপরাধ করে। এদের কি বলবেন?

আবার চীনা, কিউবানরা, ভিয়েতনামীরা ধর্মে বিশ্বাসী না হলে নীতি-আদর্শ মনে নিজেদের দেশকে উন্নত করেছে।

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ছবিতে স্ট্রবেরি না।
ছবিটা বৃক্ষ মেলা থেকে তুলেছি।

১২| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৯

রানার ব্লগ বলেছেন: এমেরিকা@ পদ্মা সেতু টা জামাতে এসলাম বানালে বিশ্বব্যাংক কোন সুদই নিতো না। ঠিক বলছি না ভাই??!!!

আর সেই পদ্মা সেতু হত মাওয়া টু মাওয়া ঠিক না ভাই???!!

রাজিব@ গর্তে কি দুঃখে ঢুকবেন, আপনি কি শিয়াল, শিয়াল গর্তে থাকে মানুষ না। এই সব আদার ব্যাপারির ভয়ে আপনি জাহাজেই চড়বেন না, হয়??!!!

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ওকে।
গর্তে যাবো না।
দুষ্টলোকদের গর্ত থেকে টেনে বের করবো।

১৩| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পদ্মা সেতু নামটি খুবই সুন্দর।
এটাই থাকুক।

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ওখেই।

১৪| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৩:০৯

অনল চৌধুরী বলেছেন: দু:খিত।
ড্রাগন ফলকে ভুলে ষ্ট্রবেরি লিখে ফেলেছি।
আমি বাংলাদেশে স্ট্রবেরী চাষ চালু হওয়ারও অনেক আগে ২০০৩ সারে মহারাষ্ট্রে প্রায় ৪৫০০ ফুট উচু পাড়াড়ের উপর অবস্থিত মহাবালেশ্বরে ষ্ট্রবেরির শত শত ক্ষেত দেখেছি।
শুধু স্ট্রবেরি খেতে ভালো না।
কিন্ত দুধের সাথে স্ট্রবেরির মিল্ক-শেক খেলে মনে হবে অমৃত।
আজই বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান।

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আমি স্টবেরি বা ড্রাগন ফল খাই না। বাসার অন্য সবাই খায়।

১৫| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৩

অক্পটে বলেছেন: আজ পদ্মাসেতুর নাম ওনার নামে দিলে
কাল যে ওটা বদলানো যাবেনা এটা কে বলল।
আমাদের দেশে একটা পদ্মা সেতু ছিলনা এখন আছে।
আমাদের দেশে এর আগে এত মিলিয়নিয়ার ছিলনা এখন আছে।
আমাদের দেশে কোন স্বেরাচার এতদিন ক্ষমতা ভোগদখল করে রাখেনাই, এখন রাখছে।
আমাদের দেশে কখনো রাতে ভোট হয়নাই এখন হচ্ছে।
আমাদের দেশে মাদার অব মাফিয়া আগে ছিলনা এখন আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.