নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
একদিন ভর দুপুরবেলা-
সে এসেছিলো তার সাথে লেকের ধারে
ছেলেটা বলেছিলো- কফি খাবে?
মেয়েটি বলল, না বাদাম।
ছেলেটিঃ চলো ওই বেঞ্চটাতে বসি,
মেয়েটিঃ বেঞ্চে নয় সবুজ ঘাসের উপর।
তারা দুইজন ঘাসের উপর বসে পড়লো পা ছড়িয়ে
মেয়েটি বলল, ঘাসের উপর শুয়ে আকাশ দেখি চলো
জানো, শুয়ে আকাশ দেখা মানুষের ভাগ্যে খুব কম হয়!
দুজন তাকিয়ে আছে স্বচ্ছ নীলকাশে মায়া ভরা চোখে।
মেয়েটি দুই মুঠো ঘাস ছিড়ে
ছেলেটির বুক পকেটে রাখলো
আর বলল, পৃথিবীতে এমন কোনো জায়গা আছে-
যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, হিংসা নেই, লোভ নেই?
ছেলেটা বলল, তুমি কখনো ফুল ফুটতে দেখেছো?
ঠিক এই সময় একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো-
ছেলেটি বিনীত গলায় বলল, খুচরো নেই যে ভাই
মেয়েটি বলল, আমার কাছে অনেক খুচরো আছে।
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: গুড।
২| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬
ইসিয়াক বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা।
আপনার কবিতা ভালো বললে তো বলবেন স্বান্তনা দিচ্ছি। সত্যি বেশ ভালো লাগলো কবিতাটি।
# এবার যদি খোঁচা মারেন তো আর কমেন্ট করবো না।
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৩| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২১
সামিয়া বলেছেন: কি দারুন ইচ্ছে পূরণ কবিতা পড়ে হাসতে হাসতে শেষ হাহাহাহ )
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: হাসা ভালো। কবিতা সার্থক হলো।
৪| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শশুর বাড়ি কি কি খেলেন?
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: পোলাউ, গরুর মাংস, খাসির পা, চিংড়ি ফ্রাই, সবজি, চিকেন ফ্রাই, দই, মিষ্টি, কোক, ফলটল, পিঠা ইত্যাদি।
৫| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলার মেয়েদের তুলনায় ছেলেগুলো ফাউল।
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: সত্য কথা।
৬| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১১:২৭
মেহেদি_হাসান. বলেছেন: দারুণ তো!
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: হে হে হে হে---
৭| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬
রানার ব্লগ বলেছেন: আসলেই খোলা মাঠে শুয়ে আকাশ দেখি না অনেক দিন। বুক পকেট ভর্তি এক মুঠ ঘাস আমারো প্রয়োজন।
০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বুক পকেটে ঘাস রাখার মতো একজন কাউকে খুঁজে নিন।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১১
ইসিয়াক বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আমার বাংলালিংক সিমে মোবাইলে ইন্টারনেট চালাই আজ কদিন ভি পি এন ছাড়াই সামুতে ঢুকতে পারছি। কোন সমস্যা নেই। যখন ইচ্ছে তখন। আহ!শান্তি আর শান্তি। ট্রাই করতে পারেন।